পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ অধ্যায়।] কল্য পরমেশ্বরের উদ্দেশে উৎসব হইবে, এই ঘোষণা করিল । * তাহাতে লোকেরা পরদিনে উঠিয়া হোম উৎসর্গ করিল, এবং মঙ্গলার্থক নৈবেদ্য আনিল, এবং লোকের ভোজন পান করিতে বসিল ; পরে ক্রীড়া করিতে উঠিল ।

  • তখন পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি নামিয়া যাও, কেননা তুমি মিসরহইতে যে লোকদিগকে বাহির করিয়া আনিলা, তাহারা ভুষ্ট হইয়াছে । ৮ আমি তাহাদিগকে যে পথের বিষয়ে আজ্ঞা দিলাম, তাহাহইতে তাহারা শীঘু বহির্ভূত হইল, ফলতঃ তাহারা আপনাদের নিমিত্তে এক ছাঁচে ঢাল বাছুর নির্মাণ করিয়া তাহার পূজা করিল, এবং তাহার কাছে বলিদান করিয়া কহিল, হুে ইসায়েল বংশ, যে দেবতা মিসরদেশহইতে তোমাকে বাহির করিায়া আনিল, সে এই * অপর পরমেশ্বর মূসাকে আরো কহিলেন, আমি এই লোকদিগকে দেখিলাম ; দেখ, ইহারা অতিশয় অবাধ । ** অতএব তুমি ক্ষান্ত হও, আমি তাহাদের প্রতিকুলে ক্রোধ প্রজবলিত করিয়া তাহাদিগকে বিনষ্ট করি, কিন্তু তোমাকে বড় জাতির মূল করি। * তাহাতে মূসা আপন প্রভু পরমেশ্বরের নিকটে বিনয় করিয়া কহিল, হে পরমেশ্বর, তুমি আপনার যে প্রজাদিগকে মহাপরাক্রম ও বাহুবলেতে মিসরদেশহইতে বাহির করিল, তাহীদের প্রতিকুলে তোমার ক্রোধ কেন প্রজবলিত হইবে ? ই তিনি আনিষ্টের নি

মিত্তে অর্থাৎ পৰ্ব্বতময় অঞ্চলে তাহাদিগকে নষ্ট | করিয়া পৃথিবীহইতে লোপ করিবার নিমিত্তে তাহাদিগকে বাহির করিয়া আনিলেন, এমত কথা মিস্ত্ৰীয়ের গম্প করিয়া কেন কহিবে ? আপনি প্রচণ্ড ক্রোধহইতে ফিরুন, ও আপন প্রজাদের এমন অনিষ্টের বিষয়ে ক্ষান্ত হউন। ** এবং তুমি আপন নাম লইয়া, আমি আকাশের তারাগণের ন্যায় তোমাদের বংশ বুদ্ধি করিব, এবং এই যে সকল দেশের কথা কহিলাম, তাহ তোমাদের বংশকে দিয়া নিত্য অধিকার করাইব, এই দিব্য যাহাদের সাক্ষাতে করিয়াছ, তোমার সেই দাস ইব্রাহীম ও ইসহাক ଏ3 য়লকে স্মরণ কর। - * অতএব পরমেশ্বর আপন প্রজাদের যে অনিষ্ট করিতে মনস্থ করিয়াছিলেন, তাহাহইতে ক্ষান্ত হইলেন।

  • তখন মুসা · সাক্ষ্যরূপ দুই প্রস্তরফলক হস্তুে লইয়া পৰ্ব্বতহইতে ফিরিয়া নামিল ; ঐ প্রস্তরফলকের এপৃষ্ঠে ওপৃষ্ঠে দুই পৃষ্ঠেই লিথিত ছিল। “ ঐ প্রস্তরফলক ঈশ্বরের নি

র্মিত, এবং তাঁহাতে খোদিত লিখনও ঈশ্বরের ! যাত্রাপুস্তক l b- 4 লিখন। " পরে যিহোশূয় কোলাহলকারি লোকদের রব শুনিয়া মূসাকে কহিল, শিবিরেতে যুদ্ধের শব্দ হইতেছে। ১৮ তাহাতে সে কহিল, ইহা জয়ধ্বনির শব্দ নয়, এবং পরাজয়ধ্বনিরও শব্দ নয়, কিন্তু আমি গানের শব্দ শুনিতেছি।

  • ৯ পরে সে শিবিরের নিকটবর্তী হইলে ঐ বাছুর এবং লোকদের নৃত্য দেখিল ; তাহাতে মূসা ক্রোধে প্রজবলিত হইয়া পৰ্ব্বতের তলে আপন হস্তহইতে সেই দুই প্রস্তরফলক নিক্ষেপ করিয়া ভাঙ্গিয় ফেলিল। ২ ° এবং তাহাদের নির্মিত বাছুর লইয়া অগ্নিতে দগ্ধ করিল, এবং তাহ ধুলিবৎ পিষিয়া জলে ছড়াইয়া ইস্রায়েল বংশকে পান করাইল।
    • পরে মূসা হারোগকে কহিল, এই লোকেরা তোমার প্রতি কি করিল, যে ভূমি ইহাদিগকে এমত মহাপাপ করাইল ? ২২ তাহাতে হারোণ কহিল, হে প্রভো, ক্রোধ প্রজবলিত করিও না; এই লোকেরা দুষ্টতাতে আসক্ত, তাহা আপনি জ্ঞাত আছেন। ২৩ ইহারা আমাকে কহিল, আমাদের অগ্রগামী হওনাথে আমাদের নিমিত্তে দেবতা নির্মাণ করা, কেননা মিসরদেশহইতে আমাদিগকে বাহির করিয়া আনিল যে মূসা, তাহার প্রতি কি ঘটিল তাহ আমরা জানি না। ২° তখন আমি কহিলাম, তোমাদের মধ্যে যাহার যে স্বর্ণভিরণ থাকে সে তাহ। গুলিয়া দিউক; তাহাতে তাহারা আমাকে তাহ। দিল ; আমি তাহা লইয়া অগ্নিতে নিক্ষেপ করিলে তাহাহইতে এই বৎস নিগর্ত হইল। "
    • পরে মূসা লোকদের নগ্নতা দেখিল, কেনন হারোণ তাঁহাদের অপমানের জন্যে তাহাঁদের শত্ৰুদের মধ্যে তাহাদিগকে নগ্ন করিায়াছিল। * তখন মূসা শিবিরের দ্বারে দাড়াইয়া কহিল, পরমেশ্বরের পক্ষ কে ? সে আমার নিকটে আইসুক ; তাহাতে লেবির সন্তানগণ তাহার নিকটে একত্র হইল। ** পরে সে তাহাদিগকে কহিল, ইস্রায়েলের প্রভু পরমেশ্বর এই কথা কহেন, তোমরা প্রত্যেক জন আপন ২ উরুতে খড়গ বাধিয়া শিবিরের মধ্য দিয়া এক দ্বার অবধি অনা দ্বার পর্যন্ত গতায়াত কর, ও প্রতি জন আপন ২ ভুতি ও মিত্র ও প্রতিবাসিকে বধ কর । * তাহাতে লেবির সন্তানেরা মূসার বাক্যানুসারে তদ্রুপ করিলে সেই দিনে লোকদের মধ্যে নুনাধিক তিন সহসু লোক মারা পড়িল । ** কেননা মূসা কহিয়াছিল, তোমরা অদ্য প্রত্যেক জন আপন ২ পুত্র ও ড্রাতার বিপক্ষ হইয়া পরমেশ্বরের উদ্দেশে আপনাfদগকে পবিত্র কর, তাহাতে তিনি এই দিনে তোমাদিগকে আশীৰ্ব্বাদ করিবেন। -

87