পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8 স্তুন্ডের আঁকড়া ও শলাকা রূপার করিল। *ং পরে পশ্চিম পাশ্বের যবনিক পঞ্চাশ হন্ত, ও তাহার দশ স্তন্ড ও দশ চুঙ্গি, এব^ স্তন্ডের আঁকড়া ও শলাকা রূপার করিল। ৩ এব^ পূৰ্ব্বদিগে পূৰ্ব্বপাশ্বের দীর্ঘতা পঞ্চাশ হন্ত৷ -“ এব^ প্রাঙ্গণের দ্বারের কাছে এক দিগের নিমিত্তে পোনের হস্তু যবনিকা ও তাহার তিন স্তম্ভ ও তিন চুঙ্গি, ** এবং অন্য দিগের নিমিত্তে পোনের হস্ত যবনিকা ও তাহার তিন স্তন্ড ও তিন চুঙ্গি করিল। -- প্রাঙ্গণের চতুদিগের সকল যবনিকা পাকান সূত্রেতে প্রস্তুত করিল। ** এবৎ পিৰলদ্বারা স্তন্ডের চুঙ্গি, ও রূপাদ্বারা স্তম্ভের আঁকড়া ও শলাকা, এবথ তাহার মাথলা রূপ্যমণ্ডিত, এব4 রূপার শলাকাতে প্রাঙ্গণের সকল স্তন্ড সংযুক্ত হইল। ২৮ এবং প্রাঙ্গণের দ্বারের আচ্ছাদনবস্ত্র নীলবণ ও ধূমুবর্ণ ও রক্তবর্ণপাকান সূত্রের সূচিকর্মে প্রস্তুত করিল, এবং তাহার দীঘর্তা প্রাঙ্গণের যবনিকার ন্যায় বি৭ শতি হস্ত এবং প্রস্থতা ও উচ্চতা পঞ্চ হস্ত। এবং তাহার চারি স্তন্ড ও পিত্তলের চারি ছুঙ্গি ও রূপার আঁকড়, এব^ তাহার মাথলা রূপ্যমণ্ডিত ও শলাকা রূপাময় করিল। ২ ° এব4 অবিাসের প্রাঙ্গণের চারি দিগের সকল খিল পিত্তলদ্বারা করিল। ২ ° আবাসের অর্থাৎ সাক্ষ্যরূপ আবাসের এই সকল বস্তু লেবীয় লোককর্তৃক রক্ষিত হওনার্থে মূসার আজ্ঞানুসারে হারোণ যাজকের পুত্র ঈথামরের দ্বারা গণিত ছিল। ** পরমেশ্বর মূসাদ্বারা ষে আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে যিহুদী বংশজাত হুরের পৌত্র, উরির পুত্র বিৎসলেল ঐ সকল নির্মাণ করিল। ২৩ এবথ নীলবর্ণ ও ধুমুবর্ণ ও রক্তবর্ণ পাকান সূত্রেতে শিল্পকারি এবং খোদক ও বিজ্ঞ তন্ত্রবায় দানব৭শজাত অহীষামকের পুত্র অহলীয়াব তাহার সহকারী ছিল । * ° পবিত্র আবাসের সকল বিষয়ের সকল কর্মে এই সকল স্বর্ণ লাগিল, অর্থাৎ নৈবেদ্যের সমস্ত স্বর্ণ পবিত্র আবাসের শেকলনুসারে উনত্রিশ মণ ও সাত শত ত্রিশ শেকল ছিল। ১° এবথ মণ্ডলীর গণিত লোকের রূপা পবিত্র আবাসের শেকলনুসারে এক শত মণ ও এক সহসু সাত শত পচাত্তর শেকল ছিল। ২° প্রতি গণিত লোকের জন্যে, অর্থাৎ যাহারা বি৭ শতি বৎসর বয়স্ক কিম্ব তদপেক্ষ অধিক বয়স্ক ছিল, সেই ছয় লক্ষ তিন সহস্র সাড়ে পাঁচ শত লোকের মধ্যে প্রত্যেক জনের জন্যে এক বেক, অর্থাৎ পবিত্র আবাসের শেকলনুসারে অন্ধ ২ শেকল দিতে হইয়াছিল। * * অপর সেই এক শত মণ রুপাতে পবিত্র আবাসের ও তিরস্করিণীর চুঙ্গি ঢালা গেল ; 94. যাত্রাপুস্তক l' [৩৯ অধ্যায়। এক শত চুঙ্গির কারণ এক শত মণ, অর্থাৎ এক ২ ছুঙ্গির কারণ এক ২ মণ , ব্যয় হইল। ২৮ এবং ঐ এক সহস্ৰ সাত শত পঁচাত্তর শেকল রূপাতে সে স্তম্ভের কারণ আঁকড়া নির্মাণ করিল, ও তাহার মথিলা মণ্ডিত করিল, ও তাহ শলাকাতে সংযুক্ত করিল। ** এব^ দানের পিৰল সত্ত্বরি মণ ও দুই সহস্ৰ চারি শত শেকল ছিল। ৩° এব^ তাহাদ্বারা মণ্ডলীর আবাসের দ্বারের চুঙ্গি ও তাহার পিত্তলময় বেfদ ও তাহার পিত্তলময় জাল ও বেদির সকল পাত্র নির্মাণ করিল। ** এবং প্রাঙ্গণের চতুদিগে চুঙ্গি ও প্রাঙ্গণের দ্বারের ছুঙ্গি ও আবাসের সকল খিল ও প্রাঙ্গণের চতুদিগের সকল খিল নির্মাণ করিল। ৩৯ অধ্যায়। o ১ পবিত্র বন্ধ ও এফোঁদের কথা, ৮ ও বুকপাটার BBgS DD LS gBBBBB BBBB BBSKD DS KBS ত্রীয় বস্ত্র ও উষ্ণীষের কথা, ৩০ ও পবিত্র মুকুটের স্বণ পত্রের কথা, ৩২ ও আবাসের তাবৎ কর্মের সমাপ্তি ।

  • পরে লোকের মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে নীলবণ ও ধূমুবর্ণ ও রক্তবর্ণ সূত্রদ্বারা পবিত্র স্থানের সেবার্থে বস্ত্র প্রস্তুত করিল, বিশেষতঃ হারোণের জন্যে পবিত্র বস্ত্র প্রস্তুত করিল। ফলতঃ স্বর্ণদ্বারা ও নীলবণ ও ধুমুবর্ণ ও রক্তবর্ণ পাকান সূত্রদ্বারা এফোদৃ নিৰ্মাণ করিল। ৩ তাহারা স্বর্ণ পিটাইয়া পাত করিয়া বিচিত্র কর্মদ্বারা নীলবণ ও ধুমুবণ ও রক্তবর্ণ সুহ্মমবস্ত্রের মধ্যে বুনিবার জন্যে তাহ কাটিয়া তার করিল। " এবং যোড়া দিবার জন্যে দুই স্কন্ধপটি করিল ; তাহাতে দুই মুড়াতে পরসপর যোড় দেওয়া গেল। * এবং মুসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে এফোদের উপরিস্থিত বিচিত্র পটুক তৎকর্মানুসারে স্বণ দ্বারা এবং নীলবর্ণ ও ধুমুবর্ণ ও রক্তবর্ণ পাকান সূত্রদ্বারা নির্মিত হইল। - পরে মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহারা খোদিত মুদ্রার ন্যায় ইস্রায়েল বKশের নামে খোদিত স্বর্ণময় স্থালীতে খচিত দুই হারৎমণি খুদিল। ৭ এবং এফোদের দুই স্কন্ধপটির উপরে ইসায়েল বথশের স্মরণার্থক মণিরূপে তাহ বসাইল।
  • পরে এফোদের ন্যায় সে স্বর্ণদ্বারা ও নীলবণ ও ধুমুবর্ণ ও রক্তবর্ণ পাকান সুত্ৰদ্বারা বিচিত্র কর্মেতে বুকপাট নির্মাণ করিল। ৯ তাহ চতুফেকাণ ছিল, এব^ তাহারা তাহা দোহার করিয়া এক বিঘত দীঘ ও এক বিঘত প্রস্থ করিল। ১° এবৎ তাহ চারি , পঞ্জি মণিতে