পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৪ অধ্যায়।] খচিত করিল, তাহার প্রথম পক্তিতে চুণী ও পদমরাগ ও তামুমণি দিল। ** এবং দ্বিতীয় পঞ্জিতে মরকত ও নীলকান্ত ও হীরক দিল । ** এবং তৃতীয় পদ্ভিতে লগুনীয় ও যিক্ষ ও কটাহেলা দিল। ১৩ এবং চতুর্থ পঞ্জিতে গোদন্ত ও বৈদূর্ঘ্য ও সুর্য্যকান্ত এই সকল মণিতে স্বর্ণস্থালী খচিত হইল। " ইস্রায়েল বংশের নামসম্বলিত এই মণি তাহাদের নামানুসারে দ্বাদশ হইল, এবং মুদ্রার ন্যায় এক ২ মণিতে ঐ দ্বাদশ বxশের এক ২ নাম হইল । * পরে তাহারা বুকপাটার কোণে নির্মল স্বর্ণদ্বারা পাকান শৃঙ্খল নির্মাণ করিল। ** এবণ স্বণের ड्रांकनी ७३ স্বর্ণের দুই কড়া নির্মাণ করিয়া বুকপাটার দুই কোণে ঐ দুই কড়া বদ্ধ করিল। ** এবং বুকপাটার কোণস্থিত দুই কড়ার মধ্যে পাকান স্বর্ণের সেই দুই শৃঙ্খল রাখিল । ১৮ এবং পাকান শৃঙ্খলের দুই মুড়া দুই স্থালীতে বদ্ধ করিয়া এফেদি বস্ত্রের সন্মুখে দুই স্কন্ধপটির উপরে রাখিল। - এবং স্বর্ণের দুই কড়া নির্মাণ করিয়া বুকপাটার দুই কোণে ভিতরভাগে এফোদের সন্মুখস্থ মুড়াতে রাখিল। ২° এবং স্বণের আর দুই কড়া করিয়া এফোদের স্কন্ধপটিতে অধোদিগে সন্মুখভাগে তাহার স^যোগের স্থানে এফোদের বিচিত্র পটুকার উপরে রাখিল। ২• তাহাতে মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে বুকপাট যেন এফেদ্বিহইতে না খসিয়া এফোদের বিচিত্র পটুকার উপরে থাকে, এই জন্যে তাহারা কড়াতে নীল সূত্ৰ দিয়া এফোদের কড়ার সহিত বুকপাটাকে বদ্ধ করিয়া রাখিল।

    • পরে মূসার প্রতি পরমেশ্বরের আডামুসারে সে এফোদের পরিধেয় বস্ত্ৰ বুনিল ; তাহা তন্ত্রবায়ের কৃত ও সমুদয় নীলবণা ** এবং তাহার মধ্যে বর্মছিদ্রের ন্যায় এক ছিদ্র ছিল ; তাহ যেন না ছিড়ে, এই জন্যে সে ছিদ্রের চারি দিগে বন্ধন দিল। ২° এবথ তাহার। ঐ বস্ত্রের আঁচলার উপরে নীলবর্ণ ও ধূম্ৰবৰ্ণ ও রক্তবর্ণ পাকান সুত্ৰেতে দাড়িমনিমৰ্মাণ করিল। ** পরে তাহারা নির্মল স্বর্ণদ্বারা কিঙ্কিণী করিয়া দাড়িমের মধ্যে ২ বস্ত্রের অঞ্চলের চারি দিগে দাড়িমের মধ্যে দিল। ** অর্থাৎ সেব করণার্থক বস্ত্রের অঞ্চলের চারি দিগে এক কিঙ্কিণী ও তাহার পরে এক দাড়িম, ও তাছার পরে এক . কিঙ্কিণী ও তাহার পরে এক দাড়িম, এই রূপ করিল। -

অপর মুসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহার হারোণের ও তাহার পুত্ৰগণের জন্যে সুম সূত্র নির্মিত "উড়নী, ২৮ ও সুক্ষম সূত্র নির্মিত উষ্ণীষ ও সুক্ষম সুত্র নির্মিত শি যাত্রাপুস্তক l S ( রোভূষণ ও পাকান সূক্ষম সূত্র নির্মিত পরিধেয় বস্ত্র প্রস্তুত করিল। ২১ এবং নীলবর্ণ ও ধুমুবর্ণ ও রক্তবর্ণ পাকান সুত্ৰেতে সুচিকর্মদ্বারা এক কটিবন্ধন প্রস্তুত করিল।

  • পরে মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহার নির্মল স্বর্ণদ্বারা পবিত্র মুকুটের পত্র নির্মাণ করিয়া খোদিত মুদ্রার ন্যায় তাহার উপরে “ পরমেশ্বরের উদ্দেশে পবিত্র, ইহা লিখিল। ** পরে উৰ্দ্ধেতে উষীষের উপরে রাখিবার জন্যে তাহ নীল সূত্ৰ দিয়া বঁধিল ।
    • এই প্রকারে মণ্ডলীর আবাসের তাম্বুর সকল কর্ম সমাপ্ত হইল ; মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে ইস্রায়েল বংশ তাবৎ কর্ম করিল। ** পরে তাহারা মূসার নিকটে ঐ আবাস আনিল, এবং তাঁহার তাম্বু ও সকল পাত্র ও ঘূণী ও তক্ত ও অর্গল ও স্তম্ভ ও ছুঙ্গি, * ও রক্রীকৃত মেষচর্মেতে নির্মিত আচ্ছাদন ও তহশচর্ম নির্মিত আচ্ছাদন ও বিচ্ছেদবস্ত্ররূপ তিরস্করিণী, ৩" এবং সাক্ষসিন্দুক ও তাহার সাইঙ্গ ও পাপাচ্ছাদন, ** এবং মেজ ও তাহরি সকল পাত্র ও দর্শনীয় রুটী, ** ও নির্মল দীপবৃক্ষ ও তাহার দীপ অর্থাৎ দীপাবলী ও তাহার সকল পাত্র ও দীপার্থ তৈল, ৩৮ এবং স্বর্ণময় বেদি ও অভিষেকার্থ তৈল ও ধূপার্থ সুগন্ধি দ্রব্য ও আবাসের দ্বারের আচ্ছাদনবস্ত্র, ** এবং পিত্তলময় বেদি ও তাহার পিত্তলময় জাল ও তাহার সাইঙ্গ ও সকল পাত্র এবণ প্রক্ষালনপাত্র ও তাঁহার পায়া, ** এবণ প্রাঙ্গণের যবনিকা ও তাহার স্তম্ভ ও চুঙ্গি ও প্রাঙ্গণদ্বারের আচ্ছাদনবস্ত্র ও তাহার রজজু ও খিল ও মণ্ডলীর তাম্বুর জন্যে আবাসের সেবার সকল পাত্র, ** এবং পবিত্র স্থানে সেবার্থ বস্ত্র অর্থাৎ হারোণ যাজকের পবিত্র বস্ত্র ও তাহার পুত্রদের যাজনকর্ম সম্বন্ধীয় বস্ত্র, ইত্যাদি ** যে ২ কর্ম করিতে মূসার প্রতি পরমেশ্বর আজ্ঞা করিয়াছিলেন, ইসায়েল বখশ তাহা সকলি নির্মাণ করিল। ** পরে মূসা ঐ সকল ক্রিয়ার প্রতি দৃষ্টি করিলে তাহারা পরমেশ্বরের আজ্ঞানুসারে সকলি করিয়াছে, ইহা দেখিল ; পরে মূসা তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিল।

৪ ০ অধ্যায়। ১ অjবাসের স্থাপন ও অভিষেক করণ, ১২ ও হাঁরোণ ও তfহার পুত্ৰগণকে পবিত্র করণ, ১৭ ও পরমেশ্বরের আজ্ঞানুসারে মুসার তাবৎ কর্ম করণ, ৩৪ ও মেঘ ও অগ্নিরূপ স্তম্ভের কথা।

  • অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি প্র

থম মাসের প্রথম দিনে মণ্ডলীর আবাসের তাম্বু .95