পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} రి సిలి বাসের দ্বারহইতে বাহির হইও না, কেননা তোমাদের গাত্রে পরমেশ্বরের অভিষেকের তৈল আছে তাহাতে তাহারা মূসার বাক্যানুসারে সেই রূপ করিল। ৮ অপর পরমেশ্বর হারোণকে কহিলেন, “ তোমাদের মৃত্যু যেন না হয়, এই জন্যে যে সময়ে ভূমি কিম্বা তোমার পুত্ৰগণ মণ্ডলীর আবাসে প্রবেশ করিব, তৎকালে দ্রাক্ষারস ও মদ্য পান করিও না ; ইহা তোমাদের পুরুষানুক্রমে নিত্য বিধি হইবে । ** তাহাতে তোমরা পবিত্ৰাপবিত্র বিষয়ের এবং শুচ্যশুচি বিষয়ের প্রভেদ করিতে, এবং পরমেশ্বর মূসাদ্বারা ইস্রায়েল ব৭ শদিগকে যে সকল বিধি দিয়াছেন, তাহা তাহাদিগকে শিক্ষা দিতে পারিব ।

  • পরে মূসা হারোণকে ও তাহার অবশিষ্ট দুই পুত্র ইলিয়াসরকে ও ঈথামরকে কহিল, পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত উপহারের অবশিষ্ট যে ভক্ষ্য নৈবেদ্য আছে, তাহ তোমরা বেদির নিকটে লইয়া তাড়ী ব্যতিরেকে ভোজন কর, কেননা তাহা অতি পবিত্র। " এবথ পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত উপহারের মধ্যে তাহাই তোমার ও তোমার পুত্ৰগণের প্রাপ্তব্য অRশ ; অতএব তাহী পবিত্র স্থানে ভোজন কর, আমি এই আজ্ঞা পাইয়াছি । ** এব^ দোলনীয় যে বক্ষ ও উত্তোলনীয় যে স্কন্ধ, তাহা তুমি ও তোমার পুত্র কন্যাগণ শুচি স্থানে ভোজন করিব, কেননা ইসায়েল ব^শের মঙ্গলার্থক বলির মধ্যে তাহা তোমার ও তোমার সন্তানগণের প্রাপ্তব্য অRশ। * তাহারা হবনীয় মেদের সহিত যে উত্তোলনীয় স্কন্ধ ও আন্দোলনীয় বক্ষ আন্দোলনার্থে পরমেশ্বরের সম্মুখে আনিবে, তাহ পরমেশ্বরের আজ্ঞানুসারে নিত্য বিধিমতে তোমার ও তোমার সন্তানগণের হইবে। -
    • অপর মূসা প্রায়শ্চিন্তার্থক ছাগের অস্বেষণ করিল, কিন্তু তাহা দগ্ধ হইয়াছিল ; তাতএব মূসা হারোণের অবশিষ্ট দুই পুত্র ইলিয়াসরের ও ঈথামরের প্রতি ক্রুদ্ধ হইয়া কহিল, ** সেই প্রায়শ্চিন্তু বলি তোমরা কেন পরিত্র স্থানে ভোজন করিলা না ? তাহ অতি পবিত্র, এবং মণ্ডলীর অপরাধ দূর করণার্থে পরমেশ্বরের সম্মুখে প্রায়শ্চিত্ত করিতে তাহ তোমাদিগকে দত্ত হইয়াছে। ১৮ দেখ, পবিত্র স্থানের মধ্যে তাহার রক্ত আনীত হয় নাই, অতএব আমার আজ্ঞানুসারে পবিত্র স্থানে তাহা ভোজন করা তোমাদের কৰ্ত্তব্য ছিল। * তখন হারোণ মূসাকে কহিল, দেখ, উহারা আদ্য পরমেশ্বরের উদ্দেশে আপন ২ প্রায়শ্চিত্ৰ বুলি ও হোম

106 লেৰীয় পুস্তক। [১১ অধ্যায়। বলি উৎসর্গ করিল, তথাপি আমার প্রতি এমত ঘটিল ; যদ্যপি আমি আদ্য প্রায়শ্চিন্তু বলি ভোজন করিতাম, তবে তাহা কি পরমেশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য হইত ? * তখন মূসা তাহী শুনিয়া ক্ষান্ত হইল। - ১ ১ অধ্যায়। ১ খাদ্যtখাদ্য পশু বিষয়ক বিধি, ৯ ও খাদ্যtখাদ্য জলজন্তু বিষয়ক বিধি, ১৩ ও খাদ্যtখাদ্য পক্ষি বিষয়ক বিধি, ২৯ ও খাদ্যখিাদ্য উরোগামি বিষয়ক বিধি ।

  • অনন্তর পরমেশ্বর মূসাকে ও হারোণকে কহিলেন, ২ তোমরা ইস্রায়েল ব^শকে কহ, তোমর ভূচর পস্তগণের মধ্যে এই সকল পশু ভোজন করিব। - পশুগণের মধ্যে যাহার দ্বিখণ্ড খুরবিশিষ্ট ও জাওর কাটে, তাহাদিগকেই ভোজন করিব । * যাহারা জাওর কাটে, কিম্বা দ্বিখণ্ড খুরবিশিষ্ট হয়, তাহাদের মধ্যে কেবল এই ২ পশু তোমরা ভোজন করিব না ; ফলতঃ উষ্ট্র তোমাদের পক্ষে অশুচি, কেননা , সে জাওর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়। * এবং শাফন পশু তোমাদের পক্ষে অশুচি, কেননা সে জাওর কাটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়। - এব^ শশক তোমাদের পক্ষে অশুচি, কেননা সে জাওর কাটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়। " এবং শূকর তোমাদের পক্ষে অশুচি, কেননা সে দ্বিখণ্ড খুরবিশিষ্ট বটে, কিন্তু জাওর কাটে না । ৮ তোমরা তাহান দের মা^স ভোজন করিও না, এব^ তাহাদের শবও সপশ করিও না ; তাহার তোমাদের পক্ষে অশুচি । - -
  • আর জলজন্তুর মধ্যে এই সকল ভোজন । করিবা, সমৃদৃস্থিত কিম্বা নদীস্থিত কিম্বা অন্য জলস্থিত জন্তুর মধ্যে ডেনা ও অাইস বিশিষ্ট জন্তু তোমাদের খাদ্য হয়। ** কিন্তু নদীস্থিত কিম্বা অন্য জলস্থিত জলচর প্রাণির মধ্যে যাহারা ডেন ও অাইস বিশিষ্ট নয়, তাহারা তোমাদের ঘৃণাহ হইবে তাহার তোমাদের ঘৃণাহ হইবে, তোমরা তাহাদের মা^স ভোজন করিব না, এব^ তাহাদের শবকেও ঘৃণা করিব। -- জলজন্তুর মধ্যে ষাহাদের ডেনা ও আইস নাই, সে সকলি তোমাদের ঘৃণাহ হইবে। - s
    • আর পক্ষিগণের মধ্যে এই সকল তো, মাদের ঘুণাহ হইবে ; তোমাদের খাদ্য নয়, ঘূণাসপদ হইবে । উৎক্রোশ ও হাড়গিলা ও কুরল ° ও গৃধু ও আপন ২ জাতি অনুসারে চিল, “ এব^. আপন ২ জাতি অনুসারে সকল

وع