পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ] - কাক, ও অাপন ২ জাতি অনুসারে উটুপক্ষী ও রাত্রিশ্যেন ও গাRচিল, ও আপন ২ জাতি অনুসারে শ্যেন, ও পেচক ও মাছরাঙ্গা ও মহাপেচক, ৮ ও দীর্ঘর্গল হংস ও পানিভেল ও শকুনী, ** ও সারস এবং আপন ২ জাতি অনুসারে বক ও টিfট্রভ ও চামচিক । ২° এবথ চারি চরণে গমনশীল পক্ষবান জন্তু সকল তোমাদের ঘৃণাহ হইবে তথাপি চারি চরণে গমনশীল পক্ষবিশিষ্ট জন্তুর মধ্যে যাহাদের পুথিবীতে উল্লম্ফনের নিমিন্তে পদের নলী দীর্ঘ হয়, তাহার তোমাদের খাদ্য হইবে। ** ফলতঃ আপন ২ জাতি অনুসারে ফড়িঙ্গ, ও আপন ২ জাতি অনুসারে বাঘাফড়িঙ্গ, ও আপন ২ জাতি অনুসারে বিঝি, এবং আপন ২ জাতি অনুসারে অন্য ফড়িঙ্গ, এই সকল তোমাদের খাদ্য হইবে। ২৩ কিন্তু এতদ্ভিন্ন চতুস্পদ উড়ডীয়মান পতঙ্গ তোমাদের ঘৃণাহ হইবে। ** আর তাহাদের দ্বারা তোমরা অশুচি হইবা ; যে কেহ তাহাদের শব সপশ করিবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে । ** এবং যে কেহ তাহীদের শবের কোন অংশ বহন করিবৈ, সে আপন বস্ত্র ধৌত করিবে; তথাপি সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে । ২ ° আর যে সকল জন্তু সম্পূর্ণরূপে দ্বিখণ্ড খুরবিশিষ্ট না হইয়া কেবল অন্তর ২ খুরবিশিষ্ট হয়, এবs যে ২ জন্তু জাওর কাটে না, তাহারা তোমাদের নিকটে অশুচি ; তাহাদিগকে সপশ করিলে লোক অশুচি হইবে। ২১ এবং চতুর্যপদ বনজন্তুদের মধ্যে হস্তুতলে গমনকারি জন্তু তোমাদের পক্ষে অন্তচি ; যে কেহ তাহাদের শব সপশ করিবে, সে সন্ধ্যা পর্যন্ত আগুচি থাকিবে। ২৮ এবং যে কেহ তাহাদের শব বহন করিবে, সে আপন বস্ত্ৰ ধৌত করিবে ; তথাপি সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে, কেননা তাহারা তোমাদের নিকটে অশুচি। ২৯ আর পৃথিবীর উরোগামিদের মধ্যে এই সকল তোমাদের পক্ষে অশুচি হইবে ; আপন ২ জাতি অনুসারে বেজি ও ক্ষেত্রের উন্দুরু ও টিকটিকী, ** ও গোসপ ও নীল টিকটিকী ও মেটে গিড়fগড়ী ও হরিৎ টিকটকী ও কাকলাশ । ** উরোগামিদের মধ্যে এই সকল তোমাদের পক্ষে অশুচি হইবে ; এই সকল মরিলে যে কেহ তাহাদিগকে সপশ করিবে, সে সন্ধ্য পৰ্যন্ত অশুচি থাকিবে ৩২ এবং যে দ্রব্যের উপরে তাহাদের শব পড়িবে, তাহাও অশুচি হুইবে ; কাষ্ঠের পাত্র কিম্বা বস্ত্র . কিম্ব চর্ম কিম্বা ছালা, যে কোন কর্মযোগ্য পাত্র হউক, তাহ জলে ডুবান মাইবে, তথাপি সন্ধ্যা পর্যন্ত অগুচি r 2 লেবীয় পুস্তক। 》 o 월 থাকিবে ; পরে শুচি হইবে । " এবং কোন মৃৎপাত্রের মধ্যে তাহাদের শব পড়িলে তাহার মধ্যস্থিত সকল বস্তু অশুচি হইবে, ও তোমরা তাহা ভাঙ্গিয়া ফেলিবা । ৩" এবং কোন খাদ্য সামগ্রীর উপরে যদি তাহার ধৌত জল পড়ে, তবে তাহ অশুচি হইবে ; এবং সৰ্ব্ব প্রকার পাত্রেতে সৰ্ব্ব প্রকার পানীয় দ্রব্য অশুচি হইবে। * যে কোন দ্রব্যের উপরে তাহাদের শবের কিঞ্চিৎ পড়ে, তাহ অশুচি হইবে ; এবং যদি তুন্দুরে কিম্বা চুলার মঞ্চে পড়ে, তবে তাহ ভাঙ্গ যাইবে ; কেননা তাহ অশুচি, তোমাদের পক্ষে অশুচি থাকিবে। ৩৭ কেবল উনুই কিম্বা যে পৃষকরিণীতে অনেক জল থাকে, তাহা শুচি হইবে ; কিন্তু যাহাতে তাহাদের শবের সপশী হইবে, তাহাই অশুচি হইবে। ** এবৎ, তাহাদেৱ শবের কিঞ্চিৎ যদি কোন বপনীয় বীজেতে পড়ে, তবে তাহা শুচি থাকিবে । ৩৮ কিন্তু বীজের উপরে জল থাকিলে যদি তাহাদের শবের কিঞ্চিৎ তাহার উপরে পড়ে, তবে তাহা তোমাদের নিকটে অশুচি হইবে। ৩৯ ও তোমাদের ভক্ষণীয় কোন পশু মরিলে, যে কেহ তাহার শব সপর্শ করিবে, সে সন্ধ্য পৰ্য্যন্ত অশুচি হইবে । ** এবং যে কেহ তাহার শব ভক্ষণ করিবে, সে আপন বস্ত্ৰ ধৌত করিবে, তথাপি সন্ধ্য পর্যন্ত অশুচি থাকিবে ; আর যে কেহ সেই শব বহন করিবে, সেও আপন বস্ত্ৰ ধৌত করিবে, তথাপি সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে । ** আর পৃথিবীতে গমনকারি সকল কীট তোমাদের ঘৃণাহ ও অখাদ্য হইবে। * * উরোগামী হউক কিম্বা চারি পদে কিম্বী ততোধিক পদে গমনকারী হউক, যে কোন ভূচর কীট হউক, তোমরা তাহ ভোজন করিবা না, তাহ তোমাদের ঘৃণাহ। " এই সকল কীটাদি জন্তুদ্বারা তোমরা আপনাদিগকে ঘৃণাহকরিও না, ও তাহাদ্বারা আপনাদিগকে অশুচি করিও না, পাছে তদ্বারা অপবিত্র হও৷ ” “ আমি তোমাদের প্রভু পরমেশ্বর, অতএব তোমরা আপনাদিগকে পবিত্র করিয়া পবিত্র হও, কেননা আমি পবিত্র ; তোমরা ভূমির উপরে গমনকারি কীটাদি কোন জাদুদ্ধারা আপনাদিগকে অপবিত্র করিও না। ** কেননা আমি পরমেশ্বর তোমাদের প্রভু হইবার জন্যে মিসরদেশহইতে তোমাদিগকে আনিয়াছি, অতএব তোমরা পবিত্র হও, কেননা আমি পবিত্র। ** শুচ্যগুচি দ্রব্যের এবং খাদ্যখিাদ্য প্রাণির প্রভেদ জানাইবার জন্যে পশু ও পক্ষি ও জলচর ও উরোগামি ভূচর প্রাণি সকলের বিষয়ে এই বিধি । ' - * * * ᏰᎸ07