পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8גל. নিমিত্তে প্রায়শ্চিত্ত সমাপ্ত হইলে ৮ সে নিগত হইয় পরমেশ্বরের সম্মুখবর্কি বেদির নিকটে যাইয় তাহার জন্যে প্রায়শ্চিত্ত করিবে, এব^ সেই গোবৎসের কিঞ্চিৎ রক্ত ও ছাগের কিঞ্চিৎ রক্ত লইয়া বেদির চুড়ার উপরে চারি দিগে দিবে। ** এবং সে রক্তের কিঞ্চিৎ লইয়া আপন অঙ্গুলিদ্বারা তাহার উপরে সাত বার প্রক্ষেপ করিয়া তাহ শুচি করিবে, ও ইসুয়েল বংশের অশৌচহইতে তাহ পবিত্র করিবে ।

    • এই রূপে হারোণ পবিত্র স্থানের ও মণ্ডলীর আবাসের ও বেদির প্রায়শ্চিত্ত করণ সমাপ্তি করিলে পর সেই জীবৎ ছাগকে আনিয়া সেই জীবং ছাগের মস্তকে আপন হস্তদ্বয় সমপর্ণ করিবে, এবং ইসায়েল বংশের সকল প্রকার পাপজন্য দোষ ও অপরাধ তাহার উপরে স্বীকার করিয়া সে সমস্ত ঐ ছাগের মস্তকে অপর্ণ করিবে; পরে উপযুক্ত মনুষ্যের হস্তদ্বারা তাহাকে প্রান্তরে পাঠাইয়া দিবে। তাহাতে ঐ ছাগ নিজ মস্তকে তাহাদের সমস্ত অপরাধ মরু ভূমিতে বহিবে ; পরে সে সেই ছাগকে প্রান্তরে ছাড়িয়া দিবে। ** অপর হারোণ মণ্ডলীর আবাসের মধ্যে যাইবে, এবং অতি পবিত্র স্থানে প্রবেশ করণ সময়ে যে মসিনার বস্ত্র পরিধান করিয়াছিল, তাহা ত্যাগ করিয়া সেই স্থানে রাখিবে। ** পরে সে পবিত্র স্থানে আপন শরীর জলে ধৌত করিয়া নিজ বস্ত্র পরিধান করিয়া নিগর্ত হইবে, এব^ আপনার হোমবলি ও লোকদের হোমবলি উৎসর্গ করিয়া আপনার ও লোকদের নিমিত্তে প্রায়শ্চিন্তু করিবে। -“ এবথ ঐ প্রায়শ্চিত্ত বলির মেদ বেদিতে দগ্ধ করিবে। ** এব^ যে জন ত্যজ্য ছাগ ছাড়িয়া দিয়াছিল, সে আপিন বস্ত্র ও শরীর জলে ধৌত করিয়া শিবিরে আসিবে এবণ প্রায়শিচৰবলি ষে গোবৎস, ও প্রায়শ্চিত্ৰবলি যে ছাগ, যাহাঁদের রক্ত প্রায়শ্চিত্ত করণাথে পবিত্র স্থানে আনীত হইয়াছিল, লোকেরা তাহাদিগকে শিবিরের বাহিরে লইয়া গিয় তাহাদের চর্ম ও মাৎস ও বিষ্ঠা অগ্নিতে দগ্ধ করিবে। ২৮ এব^ যে জন তাহা দগ্ধ করিবে, সে আপন বস্ত্ৰ ধেীত করিবে ও আপন গাত্র জলেতে ধৌত করিবে ; পরে শিবিরের মধ্যে আসিবে ।
    • তোমাদের নিমিত্তে ইহা নিত্য বিধি হইবে সপ্তম মাসের দশম দিবসে স্বদেশীয় কিম্বা তোমাদের মধ্যনিবাসি বিদেশীয় লোক তোমরা আপন ২ প্রাণকে দুঃখ দিব ও কোন ব্যবসায় কর্ম করিব না। “” কেননা সে দিবসে যাজক তোমাদিগকে শুচি করণার্থে তোমাদের জন্যে প্রায়শ্চিন্তু করিবে ; তাহাতে তোমরা পরমেশ্বরের 114 - -

লেবীয় পুস্তক। [১৭ অধ্যায় । সম্মুখে আপনাদের সকল পাপহইতে পরিষ্ণকৃত হইব । * তাহা তোমাদের বিশ্রামার্থক রিশ্রামদিন ; তাহাতে তোমরা নিত্য বিধিমতে আপন ২ প্রাণকে, দুঃখ দিব। " এবং পিতার স্থানে যাগ করিতে যাহাকে অভিষেক করিয়া যাজকন্দ্রপদে নিযুক্ত করা যাইবে, সেই যাজক প্রায়শ্চিন্তু করিবে, এবথ , মসিনার বস্ত্র অর্থাৎ পবিত্র বস্ত্র পরিধান করিবে। ** এব° সে অতি পবিত্র স্থানের জন্যে প্রায়শ্চিন্তু করিবে, এব^ মণ্ডলীর আবাসের ও বেদির কারণ প্রায়fশ্চৰ করিবে, এবং যাজকগণের ও মণ্ডলীস্থ সকল লোকের নিমিত্ত্বে প্রায়শ্চিত্ত করবে। ° ইসায়েল বত্থ শের নিমিৰে তাহাদের সমস্ত পাপ প্রযুক্ত বৎসরের মধ্যে এক বার প্রায়শ্চিৰ করণার্থে তোমাদের জন্যে ইহা নিত্য বিধি হইবে। তখন যাজক মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে কর্ম করিল। ১ ৭ অধ্যায়। ১ অfবাসের দ্বারে পরমেশ্বরের উদ্দেশে তাবৎ বলি উৎসগ করিতে আজ্ঞ ও দেবগণের উদেশে উৎসর্গ করিতে নিষেধ, ৮ ও তহি করণের প্রতিফল, ১০ ও রক্ত ভোজনে নিষেধ, ১৫ ও স্বয়ংযুক্ত কিম্বা বিদীর্ণ পশু ভক্ষণে নিষেধ।

  • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি

হারোণকে ও তাহার পুত্ৰগণকে ও ইস্রায়েলের সমস্ত বKশকে কহ, ও তাহাদিগকে এই কথা বল, পরমেশ্বর এই আজ্ঞা করেন। এ ইস্রায়েল বKশজাত যে কেহ গোরু কিম্বা মেষ কিম্বা ছাগলকে শিবিরের মধ্যে কিম্বা শিবিরের বাহিরে ছেদন করে, " কিন্তু পরমেশ্বরের আবাসের সম্মুখে পরমেশ্বরের উদ্দেশে উপহার উৎসর্গ করিতে মণ্ডলীর আবাসের দ্বারনিকটে না আনে, তাহার প্রতি রক্তপাতের পাপ বৰ্ত্তিবে ; সে রক্তপাত করাতে আপন লোকদের মধ্যহইতে উচ্ছিন্ন হইবে। “ কেননা ইস্রায়েল বখশ আপ নাদের ষে ২ বলি প্রান্তরে লইয়া যায়, অদ্যাবধি সে সমস্ত মণ্ডলীর আবাসের দ্বারে পরমেশ্বরের উদ্দেশে যাজকের নিকটে আনিয়া মঙ্গলার্থে পরমেশ্বরের উদ্দেশে উৎসগ করবে।

  • এবং যাজক মণ্ডলীর আবাসের দ্বার নিকটে

পরমেশ্বরের বেদির উপরে তাহীদের রক্ত প্র ক্ষেপ করবে, এবং পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধি উপহাররূপে মেদ দগ্ধ করিবে । * তাহাতে তাহারা ষে দেবগণের সহিত ব্যভিচার করিয়া আসিতেছে, তাহাদের উদ্দেশে আর বলিদান করিবে না ; তাহাদের পুরুষানুক্রমে এই এক নিত্য বিধি হইবে।