পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায় ]

  • আর ভূমি তাহাদিগকে কহ, ইস্রায়েল বথশের কোন ব্যক্তি কিম্বা তোমাদের মধ্যে প্রবাসকারি কোন বিদেশি লোক যদি হোম কিম্বা বলিদান করে, " কিন্তু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করিতে তাহ মণ্ডলীর আবাসের নিকটে না আনে, তবে সে আপন লোকদের মধ্যহইতে উচ্ছিন্ন হইবে।
    • আর ইসায়েল বংশের কোন ব্যক্তি, কিন্তু তোমাদের মধ্যে প্রবাসকারি কোন বিদেশি লোক যদি কোন প্রকার রক্ত ভোজন করে, তবে আমি সেই রক্তভোক্তার প্রতি বিমূখ হইব, ও লোকদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব। ** কেননা রক্তের মধ্যে প্রাণির জীবন থাকে, এবং তোমাদের প্রাণের কারণ প্রায়শ্চিত্ত করিতে আমি তাহ বেদির উপরে তোমাদিগকে দিলাম ; প্রাণের কারণ রক্তই প্রায়শ্চিত্ত হয়। ** অতএব আমি ইস্রায়েল বংশকে কহিলাম, তোমাদের মধ্যে কেহ রক্ত ভোজন করিবে না, ও তোমাদের মধ্যে প্রবাসি কোন বিদেশীও রক্ত ভোজন করবে না। এ অপর ইস্রায়েল বxশের কোন ব্যক্তি কিম্বা তোমাদের মধ্যে প্রবাসকারি কোন বিদেশি লোক যদি মৃগয়াতে কোন খাদ্য পশুকে কিম্বা পক্ষিকে বধ করে, তবে সে তাহার রক্ত ঢালিয় ধূলাতে আচ্ছাদন করিবে। ** কেননা রক্তই সৰ্ব্ব প্রাণির জীবন, অর্থাৎ জীবনোপায় ; অতএব আমি ইস্রায়েল বxশকে কহিলাম, তোমরা কোন প্রাণির রক্ত ভোজন করিব না, কেননা রক্তই সকল প্রাfণর জীবন ; যে কেহ তাহা ভোজন করিবে, সে উচ্ছিন্ন হইবে।
  • আর স্বদেশি কি বিদেশির মধ্যে যে কেহ স্বয়ং মৃত কিম্বা পশুদ্বারা হত পশু ভোজন করে, সে আপন বস্ত্র ধৌত করিবে ও জলে স্নান করিবে, তথাপি সন্ধ্যাপৰ্য্যন্ত অশুচি থাকিবে; পরে শুচি হইবে। - - কিন্তু যদি ধৌত না করে ও স্নান না করে, তবে সে আপন পাপ আপনি ভোগ করিবে ।

১৮ অধ্যায় । 3 झेई८ब्रन्न श्रां७āl siांव्नम कद्भिदल दिमग्न, ७ ७ यदिহিত বিবাহের কথ], ১৮ ও অবিহিত নানা কর্মের কথা । Ç - _* * অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি ইস্রায়েল বংশকে কহ, ও তাহাদিগকে এই কথা বল, আমি তোমাদের প্রভু পরমেশ্বর। - তোমর ষে মিসরদেশে বাস করিয়াছ, তাহার মতানুসারে আচরণ করিও না; এবং আমি যে কিনানদেশে তোমাদিগকে লইয়া যাইতেছি, তা Q 2. লেবীয় গুস্তক । Y } @ ༠། হারও মতানুসারে আচরণ করিও না, ও তাঁহাদের ব্যবস্থানুসারে চলিও না। “ কিন্তু আমার রাজনীতি মান্য কর, ও আমার বিধি পালন কর, ও তদনুসারে আচরণ কর ; কেননা অামিই তোমাদের প্রভূ পরমেশ্বর। “ তোমরা আমার বিধি ও রাজনীতি পালন করিও ; তাহ পালন করিলে মনুষ্য তদ্বারা বাচে। আমিই পরমেশ্বর ।

  • আর তোমরা কেহ আপন গোত্রের মধ্যে নিষিদ্ধ স্ত্রীর আবরণীয় অনাবৃত করিতে তাহার নিকটে যাইও না ; কেননা আমিই পরমেশ্বর। * তুমি আপন পিতার কিম্ব মাতার আবরণীয় অনাবৃত করিও না ; কেননা সে তোমার মাত ; তাহার আবরণীয় অনাবৃত করিও না। ৮ এবং তোমার পিতৃভাৰ্য্যার আবরণীয় অনাবৃত করিও না, কেননা সে তোমার পিতার আবরণীয়। * এবং তোমার ভগিনী অথাৎ তোমার পিতৃকন্যা কিম্বা মাতৃকন্যা, সে গৃহজাত হউক কিম্বা অন্যত্র জাত হউক, তাহার আবরণীয় অনাবৃত করিও না। ** এবং পৌত্রীর কিম্ব দৌহিত্রীর আবরণীয় অনাবৃত করিও না ; কেননা সে তোমার আবরণীয়। ** এবং তোমার বিমাতৃকন্যার আবরণীয় অনাবৃত করিও না, কেননা সে তোমার পিতাহইতে জন্মিয়াছে, সুতরা তোমার ভগিনী; তাহার আবরণীয় অনাবৃত করা তোমার অকৰ্ত্তব্য। *ং এবং তোমার পিতৃভগিনীর আবরণীয় অনাবৃত করিও না, সে তোমার পিভূগোত্ৰজা৷ ” এবং তোমার মাতৃভগিনীর আবরণীয় অনাবৃত করিও না, সে তোমার মাতৃগোত্ৰজা৷ ” এবং তোমার পিতৃব্যের আবরণীয় অনাবৃত করিও না, ও তাহার পতনীতে উপগত হইও না, কেননা সে তোমার জেঠাই হয়। ** এবং তোমার পুত্রবধূর আবরণীয় অনাবৃত করিও না, কেননা সে তোমার পুত্রবধূ, তাহার আবরণীয় অনাবৃত করা তোমার আকন্তব্য। -- এবং তোমার ভাতৃপতনীর আবরণীয় অনাবৃত করিও না ; কেননা সে তোমার ড্রাতার আবরণীয়। ’’ এবং কোন স্ত্রীর ও তাহার কন্যার আবরণীয় অনাবৃত করিও না, এব আবরণীয় অনাবৃত করিতে তাহার পৌত্রীকে কিম্বা দৌহিত্রীকে লইও না ; কেননা সে তাহার গোত্রজী ; এ কর্ম বড় পাপ ।
    • আর আপন স্ত্রীকে দুঃখ দিতে তাহার জীবৎকালে আবরণীয় অনাবৃত করণাথে তাহার ভগিনীকে বিবাহ করিও না । ** এবং ঋতুমতী স্ত্রীর অশৌচ সময়ে তাহার আবরণীয় অনাবুত করিতে তাহার নিকটে যাইও না। " এবx

তুমি আপনাকে অশুচি করিতে আপন প্রতি 115