পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায়।] লেবীয়

  • ভূমি আমার বিধি পালন কর ; এবং অন্যজাতীয় পশুর সহিত আপন পঃ দিগকে শৃঙ্গার করিতে দিব না, ও তোমার এক ক্ষেত্রে নানা প্রকার বীজ বুনিবা না ; এবং মসিন ও লোমমিশ্রিত বস্ত্র গাত্রে দিব না।
    • আর মূল্যদ্বারা কিম্বা অন্য রূপে মুক্ত নহে, এমত যে বাগদত্তা দাসী, তাহার সহিত যদি কেহ সৎসর্গ করে, তবে তাহারা দণ্ড্য হইবে ; তাহাদের বধ হইবে না, কেননা সে মুক্ত নহে। ২১ এবং সে পুরুষ মণ্ডলীর অাবাসের দ্বারনিকটে পরমেশ্বরের উদ্দেশে দোষার্থক বলি অর্থাৎ দোষার্থক মেষ আনিবে। ** এবং যাজক পরমেশ্বরের উদ্দেশে সেই দোষাথক মেষদ্বারা তাহার কৃত পাপের প্রায়শ্চিত্ৰ করিবে ; তাহাতে তাহার পাপ ক্ষম হইবে।
    • আর তোমরা দেশে প্রবেশ করিলে ভক্ষগার্থে যে ২ প্রকার বৃক্ষ রোপণ করিবা, তাহার ফল আচ্ছিন্নতত্বকরূপে গণিবা ঃ তিন বৎসর পর্যন্ত তাহা তোমাদের পক্ষে আচ্ছিন্নতত্ত্বকরূপে থাকিবে, তাহ। ভোজন করিব না। ** অপর চতুর্থ বৎসরে তাহার সমস্তু ফল পরমেশ্বরের প্রশ৭সার্থক উপহাররূপে পবিত্র হইবে । ** এব^ পঞ্চম বৎসরে তাহার ফল ভোজন করিব1; ইহাতে তোমাদের নিমিত্তে প্রচুর ফল উৎপন্ন হইবে ; আমিই তোমাদের প্রভু পরমেশ্বর ।

২ ° আর তোমরা রক্তের সহিত কোন বস্তু ভোজন করিও না ; ও মোহকের কিম্বা গণকের বিদ্যা ব্যবহার করিও না।

  • * আর তোমরা আপন ২ মস্তকের কেশ মণ্ডলাকার করিও না, ও আপন ২ দাড়ির কোণ মুগুন করিও না। x এবং মৃত লোকের জন্যে আপন ২ অঙ্গে অস্ত্ৰাঘাত করিও না, ও শরীরে গোদানী দিও না ; আমি পরমেশ্বর ।
    • আর তোমরা আপন ২ কন্যাকে বেশ্য হইতে প্রবৃত্তি দিও না ; দিলে দেশকে ব্যভিচারী করিব, ও দেশ দুষ্কর্মে পরিপূর্ণ হইবে।
    • তোমরা আমার বিশ্রামদিন পালন কর, ও আমার পবিত্র স্থানকে সমাদর কর ; আমিই

পরমেশ্বর । 蠱 *

    • আর তোমরা আপনাদিগকে অশুচি করি

●ー5 গকে মানিও না, ও গুণিদের কাছে কিছু অন্বেষণ করিও লু আমিই তোমাদের প্রভু পরমেশ্বর। ।

  • ২ তোমরা পক্ককেশ প্রাচীনের সম্মুখে উঠিয় দাড়াইবা, ও বৃদ্ধ লোককে সমাদর করিব, ও আপন ঈশ্বরের প্রতি ভয় রাখিবা ; আমিই

পরমেশ্বর । ъ -

  • আর কোন বিদেশি লোক যদি তোমা

পুস্তক l 》》 월 দের দেশে তোমাদের সহিত বাস করে, তবে তোমরা তাহার প্রতি উপদ্রব করিব না। ** যেমন তোমাদের স্বদেশীয় লোক, তেমনি তোমাদের সহবাসকারি বিদেশি লোক তোমাদের নিকটে মান্য হইবে ; তোমরা তাহাকে আত্মতুল্য প্রেম করিব, কেননা মিসরদেশে তোমরাও বিদেশী ছিল ; আমিই তোমাদের প্রভু পরমেশ্বর।

  • আর তোমরা বিচার কিম্বা পরিমাণ কিম্বা তেল কিম্বা কাঠা বিষয়ে অন্যায় করিও না। ** প্রকৃত দাড়ি ও প্রকৃত বাটখারা ও প্রকৃত ঐফ ও প্রকৃত হিন তোমাদের হইবে ; যিনি মিসরদেশহইতে তোমাদিগকে বাহির করিয়া আনি, লেন, তোমাদের সেই প্রভু পরমেশ্বর আমি। ** অতএব তোমরা আমার সকল বিধি ও ব্যবস্থা মান্য করিয়া পালন কর ; আমিই পরমেশ্বর।

২ e অধ্যায় । ১ মৌলক দেবের উদ্দেশে পুত্রকে উৎসর্গ করণে দণ্ড, ও ও ভূতড়িয়ার সঙ্গে পরামর্শ করণে দণ্ড, ৭ ও পবিত্র হওনের কথা, ৯ ও পিতামাতাকে শাপ দেওনে দং৪, ১০ ও অশুচি কর্মের দণ্ড, ২২ ও আজ্ঞা পালন করণের কথা, ২৭ ও ভূতড়িয়ার দণ্ড ।

  • অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, ২ জুমি ইসায়েল বxশকে আরও কহ, ইসায়েল বথশের কোন ব্যক্তি কিম্বা তাহাদের মধ্যে প্রবাসকারি কোন বিদেশি লোক যদি আপন বংশের কাহাকেও মোলক দেবের উদ্দেশে প্রদান করে, তবে সে নিতান্ত হত হইবে, ও দেশীয় লোক তাহাকে প্রস্তুরাঘাতে বধ করিবে। ” এবং আমিও সেই মনুষ্যের প্রতি বিমুখ হইয় তাহার লোকদের মধ্যহইতে তাহাকে উচ্ছিন্ন করিব ; কেনন মোলক দেবের উদ্দেশে আপন বংশজকে দেওয়াতে সে আমার পবিত্র স্থান অপবিত্র করে, ও আমার পবিত্র নাম সাধারণ করে। * আর যে সময়ে সেই মনুষ্য আপন সন্তানকে মোলক দেবের উদ্দেশে উৎসর্গ করে, তৎকালে যদি দেশীয় লোকেরা তাঁহাকে দেখিয়াও না দেখে ও তাঁহাকে বধ না করে, * তবে আমি সেই ব্যক্তির প্রতি ও তাহার বংশের প্রতি বিমুখ হইয়া তাহাকে ও মোলক দেবের সহিত ব্যভিচার করণার্থে তাহার পশ্চাদৃগামি সকলকে তাহাদের লোকদের মধ্যহইতে উচ্ছিন্ন করিব।
  • আর যে কেহ ভূতড়িয়া কিম্বা গুণি লোকের সাহিত ব্যভিচার করিতে তাহাদের পশ্চাদৃগামী হয়, আমি তাহার প্রতি বিমুখ হইয় তাহার লোকদের মধ্যহইতে তাহাকে উচ্ছিন্ন করিব। 117