পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায়।]

  • আর তোমরা আপন ২ নিরূপিত কালে পরমেশ্বরের উদ্দেশে পবিত্র সভা প্রচার করিয়া এই সকল পৰ্ব্ব করিব। - প্রথম মাসের চতুৰ্দশ

পৰ্ব্ব হইবে। * এবং সেই মাসের পঞ্চদশ দিবসে পরমেশ্বরের উদ্দেশে তাড়ীশূন্য রুটীর উৎসব করিয়া সাত দিবস তাড়ীশূন্য রুটী ভোজম করিবা। " প্রথম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে ; তাহাতে তোমরা কোন ব্যবসায়কর্ম করিব না। ৮ কিন্তু সপ্তাহ পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত উপহার নিবেদন করিবাঃ সপ্তম দিবসে পবিত্র সভা হইবে, তাহাতে তোমরা কোন ব্যবসায়কর্ম করিব না।

  • অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি ইসুয়েল বংশকে কহ ও তাহাদিগকে এই কথা বল, আমি তোমাদিগকে যে দেশ দিব, সে দেশে প্রবিষ্ট হইয়া তোমরা যখন শস্য ছেদন করিব, তৎকালে তোমাদের প্রথম কাটা শস্যের এক আটি যাজকের নিকটে আনিবা তোমাদের গ্রাহ্য হওনের জন্যে সে পরমেশ্বরের সম্মুখে ঐ আটি দোলাইবে, অর্থাৎ বিশ্রামবারের পরদিবসে যাজক তাহ দোলাইবে। ** কিন্তু যে দিবসে তোমরা ঐ আটি দোলাইবা, সে দিনে পরমেশ্বরের উদ্দেশে হোমার্থে প্রথমবর্ষীয় নিৰ্দ্দোষ এক মেষশাৰক উৎসর্গ করিব। -- তাহার ভক্ষ্য নৈবেদ্য দুই দশমাংশ তৈলমিশ্রিত সূক্ষ সুজি তাহ পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি উপহার হইবে ; ও তাহার পেয় নৈবেদ্য এক হিন্‌ দ্ৰাক্ষারসের চতুর্থাংশ হইবে। ** এব^ তোমরা যাবৎ ঈশ্বরের উদ্দেশে এই উপহার না আন, সেই দিন পর্যন্ত রুটী ও ভাজা শস্য ও ছিন্ন শীষ ভোজন করিব না ; তোমাদের পুরুষানুক্রমে সকল নিবাসে ইহা নিত্য বিধি হইবে। - ** অনন্তর বিশ্রামবারের পরদিবসাবধি অর্থাৎ আন্দোলনীয় আটি আনয়ন দিযসাবধি তোমরা পূর্ণ সাত সপ্তাহ গণনা করিব। -- এই রূপে সপ্তম বিশ্রামবারের পরদিবস পর্যন্ত তোমরা পঞ্চাশ দিবস গণনা করিয়া পরমেশ্বরের উদ্দেশে নুতন ভক্ষ্যের নৈবেদ্য নিবেদন করিব। ’ ফলতঃ তোমরা আপন ২ নিবাসহইতে দুই দশমাংশের দুই আন্দোলনীয় রুটী আনিবা সূক্ষ সুজিম্বারা তাহা প্রস্তুত করিব, ও তাড়ীতে পাক করিব1; তাহা পরমেশ্বরের উদ্দেশে প্রথম ফল হইবে। * এবং তোমরা সেই দুই রুটীর সহিত প্রথমবর্ষীয় নিৰ্দ্দোষ সাত মেষশাবক ও এক যুব বুষ ও দুই মেষ বলিদান করিব, ও তাহা ঈশ্বরের উদেশে হোমবলি হইবে, এর২ ভক্ষ্য নৈবেদ্যের

塔 লেৰীয় পুস্তক। 》s、3 ও পেয় নৈবেদ্যের সহিত পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি হোমবলি হইবে। ** পরে তোমর প্রায়শ্চিত্তবলির জন্যে এক ছাগবৎস, ও মঙ্গলার্থক বলির জন্যে একবর্ষীয় দুই মেষশাবক বলিদান করিব। ২° এবং যাজক প্রথম ফলের রুটী ও मूहै মেষশাবকের সহিত তাহাদিগকে পরমেশ্বরের উদ্দেশে দোলাইবে ; তাহাতে সে সকল যাজকের জন্যে পরমেশ্বরের উদ্দেশে পবিত্র হইবে। ২১ এবং তোমরা সেই দিনে পবিত্র সভা প্রচার করিবা, তাহাতে তোমরা কোন ব্যবসায়কর্ম করিব না ; তোমাদের পুরুষানুক্রমে সকল নিবাসে ইহা নিত্য বিধি হইবে

    • আর তোমাদের ভূমির শস্য ছেদন কালে তোমরা আপন ২ ক্ষেত্রের কোণ নিঃশেষরূপে ছেদন করিব না, ও আপন ক্ষেত্রের পতিত শস্য সRগুহ করিব না ; তাহা দীনহীন ও বিদেশিদের জন্যে ত্যাগ করিবা ; আমি তোমাদের প্রভূ পরমেশ্বর।
    • অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি ইসুয়েল বংশকে কহ, সপ্তম মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রামদিন এবং তুরীবাদ্যদ্বারা স্মরণার্থক পবিত্র সভা হইবে। ২৭ তাহাতে তোমরা কোন ব্যবসায়কর্ম করিব না, কিন্তু পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিব ।
    • অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, ঐ সপ্তম মাসের দশম দিন প্রায়শ্চিন্তুদিন হইবে ; তাহাতে তোমাদের পবিত্র সভা হইবে, এবং সেই দিনে তোমরা আপন ২ প্রাণকে দুঃখ দিবা, এবং পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবা। ২৮ ও সে দিবসে তোমরা কোন কর্ম করিব না ; কেননা তোমাদের প্রভু পরমেশ্বরের সন্মুখে তোমাদের জন্যে প্রায়শ্চিন্তু করিতে সেই প্রায়শ্চিন্তদিন হইবে। ২ ° সে দিবসে যে কেহ আপন প্রাণকে দুঃখ না দেয়, সে আপন লোকদের মধ্যহইতে উচ্ছিন্ন হইবে। ** এবং সে দিবসে যে কেহ কোন কর্ম করে, তাহাকে আমি আপন লোকদের মধ্যহইতে উচ্ছিন্ন করিব । ** তোমরা কোন কর্ম করিবা না ; তোমাদের সকল নিবাসে পুরুষানুক্রমে এই নিত্য বিধি হইবে। ২ সে তোমাদের নি• তান্ত বিশ্রামদিন হইবে ; সে দিনে তোমরা আপন ২ প্রাণকে দুঃখ দিবা, ও মাসের নবম দিনে সন্ধ্যাকালে এক সন্ধ্যা অবধি অন্য সন্ধ্যা পর্যন্ত তোমরা রিশ্রামদিন পালন করিবা ।

'&ళ్ অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, 呜窑 তুমি ইস্রায়েল বংশকে কহ, সপ্তম মাসের * পঞ্চe - 121