পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ত ও আমার কথা শুনিতে অসম্মত হও, তবে আমি তোমাদের পাপানুসারে তোমাদের প্রতি আরো সাত গুণ ক্লেশ দিব । ** এব^ তোমাদের প্রতিকুলে বনপশুগণকে প্রেরণ করিব ; তাহাতে তাহার তোমাদের পশু বিনাশ করিবে, ও তোমাদিগকে সন্তানহীন করিয়া অপসAখ্যক করিবে, ও. তোমাদের রাজপথ অরণ্য করবে। ২৩ ইহাতেও যদি আমার দ্বারা শাসিত না হও, কিন্তু আমার বিপরীত আচরণ কর, ** তবে আমিও তোমাদের প্রতি বিপরীত আচরণ করিব, ও তোমাদের পাপ প্রযুক্ত তোমাদিগকে আরো সাত গুণ দণ্ড দিব । ** এব^ আমার নিয়ম লঙ্ঘনের প্রতিফল দিতে তোমাদের প্রতি খড়গ আনিব, এবং তোমরা নগরমধ্যে একত্র হইলে তোমাদের মধ্যে মহামারী পাঠাইব, এব^ তোমাদিগকে শজুহন্তে সমপর্ণ করিব। ২১ এবং তোমাদের অন্নরূপ যষ্টি ভাঙ্গিলে দশ স্ত্রী এক চুলাতে তোমাদের রুটী পাক করিবে, ও তোল করিয়া তোমাদিগকে দিবে, কিন্তু তোমরা তাহা খাইয়া তৃপ্ত হইব না। আর ইহাতেও যদি তোমরা আমার কথা না শুনিয়া আমার বিপরীত আচরণ কর, ২৮ তবে আমি ক্রোধ করিয়া তোষাদের প্রতি বিপরীত আচরণ করিব, ও আমিই তোমাদের পাপ প্রযুক্ত তোমাদিগকে সাত গুণ শাস্তি দিব ; ** এবণ তোমরা আপন ২ পুত্র ও কন্যাগণের মাথস ভোজন করিবা ; ** এবং আমি তোমাদের দেবতার টিকরস্থান ভগ্ন করিব, ও তোমাদের সুর্যপ্রতিম নষ্ট করিব, ও তোমাদের প্রতিমার দেহের উপরে তোমাদের মৃত দেহ ফেলিব, ও তোমাদিগকে ঘৃণা করিব ; ** এবং তোমাদের নগর সকল শূন্য করিব, ও তোমাদের পবিত্র স্থান সকল অরণ্য করিব, ও তোমাদের সৌগন্ধির গন্ধ মুণি করিব না ; ** এবং তোমাদের দেশ মরুভূমি করিব, ও তদেশবাসি তোমাদের শত্ৰুগণ তদ্বিষয়ে আশ্চৰ্য্য জ্ঞান করিবে ; ** এবণ আমি অন্যজাতীয়দের মধ্যে তোমাদিগকে ছিন্নভিন্ন করিব, -ও তোমাদের পশ্চাতে খড়গ বাহির করাইব, এবং তোমাদের দেশ মরুভূমি ও নগর সকল শূন্য করিব। " তাহাতে যে পর্যন্ত দেশ মরুভূমি হইয়া থাকিবে ও তোমরা শত্ৰুগণের মধ্যে বাস করিবা, তাবৎ দেশ আপন বিশ্রাম ভোগ করিবে, অর্থাৎ তৎকালে সে দেশ বিশ্রাম পাইয়া আপন বিশ্রাম ভোগ করবে। ৩* এব^ যত কাল দেশ মরুভূমি হইয়া থাকিবে, তাবৎ কাল বিশ্রাম করিবে ; কেনন তন্মধ্যে তোমাদের বসতিকালে সে তোমাদের বিশ্রামবারে বিশ্রাম ভোগ করিত না। ৩২ এবং আমি শজুদেশের T26 লেবীয় পুস্তক। মধ্যে তোমাদের অবশিষ্ট লোকদের অন্তঃকরণে [২৬,২৭ অধ্যায় । বিষগ্নতা প্রেরণ করিব, এবণ পত্রপতনের শব্দ তাহাদিগকে কম্পিত করিয়া তাড়াইয়া লইয়া যাইবে ; যেমন খড়গের মুখহইতে পলায়, তদ্রুপ তাহারা পলাইবে, এবং কেহ তাহাদিগকে না তাড়াইলেও তাহারা পতিত হইবে। ** কেহ তাহাদিগকে না তাড়াইলেও তাহার। যেমন খড়গের সম্মুখে, তেমনই এক জন অন্যের উপরে পতিত হইবে ; এবং শজুদের সম্মুখে দাড়াইতে তোমাদের ক্ষমতা হইবে না। ৩৮ এবs তোমরা অন্যজাতীয়দের মধ্যে বিনষ্ট হইবা, ও তোমাদের শলুদের দেশ তোমাদিগকে গ্রাস করিবে। ” এবং তোমাদের মধ্যে যাহারা অবশিষ্ট থাকিবে, তাহারা আপন ২ অপরাধ প্রযুক্ত শত্ৰুদেশে ক্ষয় পাইবে, এবং তদ্ব্যতিরেকে পূৰ্ব্বপুরুষদেরও অপরাধ প্রযুক্ত ক্ষয় পাইবে।

    • তাহার। আমার আজ্ঞা লঙ্ঘন করিয়া আমার বিরুদ্ধে অপরাধ করিয়াছে, ও আমার বিপরীত আচরণ করিয়াছে, “ • তন্নিমিত্তে আমিও তাহাদের প্রতিকুল আচরণ করিয়াছি, ও তাহাদিগকে শত্ৰুদেশে আনিয়াছি, ইহা মনে করিয়া যদি তাহারা আপনাদের অপরাধ ও আপন পূৰ্ব্বপুরুষদের অপরাধ স্বীকার করে, ও তাহাদের অচ্ছিন্নতত্ত্বক অন্তঃকরণ যদি নমু হয়, ও তাহার। আপন অপরাধের দণ্ড স্বীকার করে ; ** তবে যাকুবের সহিত আমার যে নিয়ম, তাহা আমি মনে করিব, এবণ, ইসহাকের ওঁ ইব্রাহীমের সহিত আমার যে নিয়ম, তাহা মনে করিব, এবণ দেশকেও মনে করিব। ** যদ্যপি দেশ তাহাদের কর্তৃক ত্যক্ত হইয়াছে, ও মরুভূমি হইয়া আপন বিশ্রাম ভোগ করিয়াছে, এবK তাহারা আমার বিচার তুচ্ছ করাতে ও আমার বিধি ঘৃণা করাতে আপন অপরাধের দণ্ড ভোগ করিয়াছে, “” তথাপি তাঁহার শত্ৰুদের দেশে থাকিলে আমি নিঃশেষ রূপে নাশার্থে ও তাহাদের সহিত আমার নিয়ম ভঞ্জনাথে তাহাদিগকে অবজ্ঞা করিয়া ত্যাগ করিব না ; কেননা আমিই তাহাদের প্রভু পরমেশ্বর। ** আমি তাহাদের ঈশ্বর হওনাথে যাহাদিগকে অন্যজাতীয়দের সাক্ষাতে মিসরদেশহইতে বাহির করিয়া আনিয়াছি, তাহাদের সেই পূৰ্ব্বপুরুষদের সহিত কৃত আমার নিয়ম তাহাদের মঙ্গলার্থে মনে করিব ; আমিই পরমেশ্বর ।
    • সীনয় পৰ্ব্বতে পরমেশ্বর মুসদ্বিারা আপনার ও ইসায়েল ব^শের মধ্যে এই বিধি ও রাজনীতি ও ব্যবস্থা স্থির করিলেন।

২ ৭ অধ্যায়। ১ প্রশিমনিতের জনে], ১ ৪ ও স্থাবর মiনতের জন্যে