পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 *、* মনুষ্য কি পশু কি অধিকৃত ভূমিহইতে যে কিছু পরমেশ্বরের উদ্দেশে বর্জন কৃরে, তাহা বিক্রীত কিম্ব মুক্ত হইবে না ; কেননা প্রত্যেক বর্জিত বস্তু পরমেশ্বরের উদ্দেশে অক্তি পবিত্র। ২৯ মনুষ্যদের মধ্যে যে কেহ বর্জিত হয়, তাহাকে মুক্ত করা যাইবে না ; সে নিতান্ত হত হইবে। "

    • এবং ভূমির শস্য কিম্ব বৃক্ষের ফল হউক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ পরমেশ্বরের হইবে ; তাহাই পরমেশ্বরের উদেশে পবিত্র । * ° এল৭ যদি কেহ আপিন দশমাRশহইতে কিঞ্চিৎ মুক্ত করিতে চাহে, তবে

গণনাপুস্তক। [১ অধ্যায়। সে তাহার মূল্যের পঞ্চমাংশ অধিক দিবে। *২ আর গোরু কিম্বা পশুপালের দশমাংশ, অর্থাৎ পাচনির নীচে দিয়া য়াহা যায়, তাহার মধ্যে প্রত্যেক দশম পন্ত পরমেশ্বরের উদ্দেশে পবিত্র হইবে। * তাহ ভাল কি মন্দ, ইহার করিবে না, ও তাহার পরিবত্ত্ব করিবে না ; কিন্তু সে যদি কোন প্রকারে তাহার পরিবৱৰ্ণ করে, তবে তাহ ও তাহার বিনিময় উভয় পবিত্র হইবে, তাহ মুক্ত করা যাইবে না। * পরমেশ্বর সীনয় পৰ্ব্বতে ইসায়েল বংশের জন্যে মূসাকে এই সকল আজ্ঞা দিলেন। গণনাপুস্তক - অর্থাৎ মূসালিখিত চতুর্থ পুস্তক। ১ অধ্যায় ৷ ১ লোককে গণনা করিতে মুসার প্রতি পরমেশ্বরের আডা, ৫ ও প্রত্যেক ব^শের প্রধান পুরুষের নাম, ১৭ ও লোকদের গণনা করণ, ই a ও প্রত্যেক বংশের সAখ্যা, ৪৭ ও লেবীয় ব৯শের গণিত না হওন। -- * অপর মিসরদেশহইতে ইসুয়েলবংশের বহিরাগমনের দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসের প্রথম দিনে পরমেশ্বর সীনয় প্রান্তরে মণ্ডলীর অারাসে মূসাকে কহিলেন, তোমরা লোকদের কুলানুসারে ও পিতৃবংশানুসারে ও নামসAখ্যানুসারে ইসুয়েলের সমস্ত মগুলীর অর্থাৎ প্রত্যেক পুরুষের মস্তকের সংখ্যা কর। বি২শতি বর্ষ বয়স্ক ও ততোধিক বর্ষ বয়স্ক যত পুরুষ ইসুয়েল ব৯শের মধ্যে যুদ্ধে গমনযোগ্য হয়, তাহাঁদের সৈন্যানুসারে ভূমি ও হারোণ তাহাদের সংখ্যা কর । * এবং প্রত্যেক বৎ শহইতে এক ২ জন অর্থাৎ আপন ২ পিতৃ ব৯শের প্রধান লোক তোমাদের সহকারী হইবে।

  • আর যাহার তোমাদের সহকারী হইরে, তাহাদের এই ২ নাম। রুবেন বংশের মধ্যে শিদেয়ূরের পুত্র ইলীমূর। - ও শিমিয়োন বথশের মধ্যে সুরীশদ্বয়ের পুত্র শিলুমীয়েল ও যিছুদ বংশের মধ্যে অর্মীনাদবের পুত্ৰ নহশোন। ৮ ও ইষাখর বংশের মধ্যে সুয়gরর

পুত্র নিথনেল । * ও সিবুলুন ব২শের মধ্যে | হেলোনের পুত্র ইলীয়ার “ ও যুষফের সন্তান 128 দের মধ্যে ইফুয়িম বংশীয় অর্মাহুদের পুত্র ইলীশামা, ও মিনশি বংশীয় পদাহসূরের পুত্র গমিলীয়েল। ** ও বিন্যামীন বংশের মধ্যে গিদিয়োনির পুত্র অবদান। ২ ও দান বংশের মধ্যে অস্মীশদ্বয়ের পুত্র অহীয়েষর ও অাশের ব^শের মধ্যে অক্রণের পুত্ৰ পঙ্গীয়েল ও গাদ বংশের মধ্যে দূয়েলের পুত্ৰ ইলীয়াসফছ। ** ও নপ্তালি বKশের মধ্যে ঐননের পুত্র অহীর। - ইহারা আপন ২ পিতৃব৯শের মধ্যে প্রধান এবং ইসুয়েল বংশের সহস্রপতি ও মণ্ডলীতে মনোনীত লোক ছিল।

  • তখন মূসা ও হারোণ পূৰ্ব্বোক্ত নামবিশিষ্ট লোকদিগকে সঙ্গে লইল । ২৮ এবং দ্বিতীয় মাসের প্রথমে সমস্ত মংগুলীকে একত্র করিয়া মস্তকগণনাতে বি৭ শতি বৎসর বয়স্ক ও ততোধিক বর্ষ বয়স্ক লোকদের নামসংখ্যানুসারে সকলের কুল ও পিতৃবংশ বিশেষ করিয়া লি- - খিল। ** এই রূপে মূসা পরমেশ্বরের আজ্ঞানুসারে সীনয় প্রান্তরে তাহাদিগকে গণনা করিল।
    • ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র ষে রুবেন্থ, তাহার বংশের পিতৃবংশানুসারে ও কুলানুসারে এই সKখ্যানির্ণয়। * ° বিংশতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের মস্তুক ও নাম গণনাতে রূবেন বKশের গণিত লোকের ছেচলিশ সহস্ৰ পাচ শত জন চুইল।
  • আর শিমিয়োন বংশের পিতৃবংশানুসারে ও কুলানুসারে এই সAখ্যানির্ণয়। ** বি২