পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায়।] দীপার্থক তৈল ও সুগন্ধি দ্রব্য ও দিবসিক নৈবেদ্য ও অভিষেকার্থ তৈল এবং আবাস ও তাহার সকল দ্রব্য, এই সকল হারোণ যাজকের পুত্র ইলিয়াসর যাজকের হস্তগত থাকিবে।

  • পরে পরমেশ্বর মূসাকে ও হারোণকে কহিলেন, ১৮ তোমরা লেবিদের মধ্যহইতে কিহাতীয় বKশকে উচ্ছিন্ন করাইও না। ৯ কিন্তু তাহাদের মৃত্যু যেন না হয়, বাঁচিয়া থাকে, এই নিমিত্তে তাহারা যখন অতি পবিত্র স্থানের নিকটবৰ্ত্তী হয়, তখন তাহাদের প্রতি এমত কর, হারোণ ও তাহার পুত্ৰগণ ভিতরে যাইয়া তাহাদের প্রত্যেক জমকে আপন ২ সেবাতে ও কাৰ্য্যেতে নিযুক্ত করবে। ২° কিন্তু তাহাদের शूडू ८घन्र मा श्म, 4झे खाठ्मण उांशङ्गा 4द নিমিষও পবিত্র বস্তু দেখিতে ভিতরে যাইবে না ।
    • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, ২২ তুমি আপন ২ পিতৃবংশানুসারে ও কুলানুসারে গেশোনীয়দের সAখ্যা গ্রহণ কর। • ফলতঃ ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা মণ্ডলীর আবাসে কর্মকারিদের শ্রেণীভুক্ত হয়, তাহাদিগকে গণনা কর। ২° কেননা সেবা ও ভার বহন কর্মে গেশোনীয় বখশদের কার্য এই ! ** তাহারা আবাসের যবনিক সকল ও তাহার আচ্ছাদন অর্থাৎ মণ্ডলীর তাম্বু ও তাহার উপরিস্থ তহশচর্মের আচ্ছাদন ও মণ্ডলীর আবাসদ্বারের আচ্ছাদনবস্ত্র ঃ ** ও প্রাঙ্গণের যবনিকা, এবণ আrবাসের ও বেদির চতুৰ্দ্দিকুস্থিত প্রাঙ্গণের দ্বারের আচ্ছাদনবস্ত্র, ও তাহার রজজু ও তাহার সেবাথক সমস্ত পাত্র বহিবে ; এবং এই সকলেতে যে ২ কর্ম করিতে হয়, তাহাও করিবে। ** এবণ২ গেশোনীয় বxশ আপন ২ ভারানুসারে ও সেবানুসারে যে কোন কর্ম করে, তাহ হারোণ ও তাহার পুত্ৰগণের র করিবে ; তোমরা সেই সমস্ত ভারে তাহাদিগকে নিযুক্ত করিব। ২৮ মণ্ডলীর আবাসে গেশোনীয় বংশের এই সেবা, এব^ তাহাদের কর্ম হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তগত হইবে ।
    • পরে ভূমি আপন ২ কুলানুসারে ও পিতৃবংশানুসারে মিরারীয় বংশের লোকদিগকে গণনা কর । ** ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা মণ্ডলীর আবাসে কর্মকারিদের শ্রেণীভুক্ত হয়, তাহাদিগকে গণনা কর । ** এবং মণ্ডলীর আবাসে তাহাঁদের সেবানুসারে এই সকল ভার তাহাদের রক্ষণীয় হইবে ; আবাসের তক্ত ও তাহার অগল ও স্তম্ভ ও চুঙ্গি, “ং ও প্রাঙ্গণের চতুর্কিস্থিত স্তন্ড

গণনাপুস্তক l

    • আর পবিত্র স্থান ও তাঁহার পাত্রের মধ্যে -

Y O NO ও তাহার চুঙ্গি ও গোজ ও রঙ্দু ও তৎসম্বন্ধীয় সমস্ত পাত্র ও কাৰ্য্য। তাহীদের রক্ষণীয় ভারের এই সকল তোমরা নামদ্বারা গণনা করিবা । ৩ মণ্ডলীর আবাসে মিরারীয় বKশের কৰ্ত্তব্য এই যে সেবা, ইহা হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তগত হইবে।

  • পরে মূসা ও হারোণ ও মণ্ডলীর অধ্যক্ষগণ আপন ২ কুলানুসারে ও পিতৃবংশানুসারে কিহাৰ্তীয় বংশের * ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা মণ্ডলীর আবাসে কর্মকারিদের শ্রেণীভুক্ত হইল, তাহাদিগকে গণনা করিল । * তাহাতে তাহাদের কুলানুসারে গণিত দুই সহস্ৰ সাত শত পঞ্চাশ জন হইল। ৩১ মূসার প্রতি পরমেশ্বরের অাজ্ঞানুসারে মূসা ও হারোণ কিহাতীয় বংশের মধ্যে মণ্ডলীর আবাসে সেবাকারি এই সকল লোককে গণনা করিল।

৩৮ গেশোনীয় বKশের মধ্যে ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত ** যাহারা মণ্ডলীর আবাসে কর্মকারিদের শ্রেণীভূক্ত হইল, তাহারা আপন ২ কুলানুসারে ও পিতৃবংশানুসারে গণিত হইল। ** এবং আপন ২ কুলানুসারে ও পিতৃবংশানুসারে গণিত হইলে দুই সহস্র ছয় শত ত্ৰিশ জন হইল। ** মূসা ও হারোণ পরমেশ্বরের আজ্ঞানুসারে গেশোনীয় বংশের মধ্যে মণ্ডলীর আবাসে সেবাকারি এই সকল লোককে গণনা করিল।

    • মিরারীয় ব^শের মধ্যে ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত ** যাহারা মণ্ডলীর আরাসে কর্মকারিদের শ্রেণীভূক্ত হইল, তাহারা আপন ২ কুলানুসারে ও পিতৃবংশানুসারে গণিত হইল। ** এব^ আপন ২ কুলানুসারে ও পিতৃবংশানুসারে গণিত হইলে সংখ্যাতে তিন সহস্র দুই শত লোক ছিল। ** মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে মূসা ও হারোণ মিরারীয় বহুশের এই সকলকে গণনা করিল। ** এই রূপে মূসা ও হারোণ ও ইস্রায়েল বংশের অধ্যক্ষগণকর্তৃক লেৰীয় বংশের মধ্যে ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা মণ্ডলীর আবাসের সেবা কর্ম ও ভার বহন কর্ম করণের যোগ্য ছিল, তাহারা আপন ২ কুলানুসারে ও পিতৃবংশানু• সারে গণিত হইল। ৮ গণিত হইলে তাহারা আট সহস্র পঁাচ শত আশী জন ছিল। ** পরমেশ্বরের আজ্ঞানুসারেই তাহারা প্রত্যেক জন মূসাকর্তৃক আপন ২ সেবাতে ও ভারেতে নিযুক্ত হইল। এই রূপে মূসার প্রতি পরমেশ্বরের অাজ্ঞানুসারে তাহারা গণিত হইল। .

133