পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

טיסי ב, মার প্রতি আপন মুখ প্রসন্ন করুন, ও তোমাকে অনুগ্রহ করুন। ** পরমেশ্বর তোমার প্রতি কৃপাদৃষ্টি করিয়া তোমাকে শান্তি দিউন। ২ ? এই রূপে তাহারা ইস্রায়েল বংশের উপরে আমার নামের অবস্থিতি করাইবে, তাহাতে আমি তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিব । ৭ অধ্যায় । ১ অবিসি ও বেদির নিমিত্তে তাবৎ অধ্যক্ষদের নৈবেদ্য, ৮৯ ও সাক্ষ্যশিন্দুক হইতে মুসার সহিত পদুমেশ্বরের কথা ।

  • পরে ষে দিবসে মূসা আবাস স্থাপন করিয়া তাহা ও তাহার সকল পাত্র এব^ বেদি ও তাহার সকল পাত্র অভিষেক করিয়া পবিত্র করিল, সেই দিবসে তাহার অভিষেকের ও পবিত্রীকৃত হওনের পরে , ইস্রায়েলের প্রধান পিতৃব^শাধ্যক্ষগণ, অর্থাৎ গণিতদের উপরে নিযুক্ত ব^ শাধ্যক্ষগণ নৈবেদ্য আনিল। ৩ ফলতঃ তাহারা পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্যার্থে ছয় শকট ও দ্বাদশ বলদ, অর্থাৎ দুই ২ অধ্যক্ষ এক ২ শকট ও এক ২ জন এক ২ বলদ আনিয়া আবাসের সম্মুখে উপস্থিত করিল।
  • তখন পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি তাহাদের হইতে তাহা লইবা, এবং সে সকল মণ্ডলীর আবাসের কর্মের নিমিত্তে হইবে, ও তুমি সে সকল লেবিদিগকে দিবা ; অর্থাৎ এক ২ র৭শকে আপন ২ সেবানুসারে দিবা। পরে মূসা সেই শকট ও বলদ লইয়া লেবিদিগকে দিল । * ফলতঃ গেশোনীয় ব^শকে তাহাদের সেবানুসারে দুই শকট ও চারি বলদ, ৮ এবx মিয়ারীয় বংশকে তাহাদের সেবানুসারে অবশিষ্ট চারি শকট ও আট বলদ দিয়া হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তে সমপর্ণ করিল। * কিন্তু কিহাতীয় বংশকে কিছুই দিল না, কেননা পবিত্র স্থানের সকল সামগ্ৰী স্কন্ধে করিয় বহন করা তাহাদের সেবা ছিল ।
  • * অপর বেদির অভিষেকদিবসে অধ্যক্ষগণ তাহা পবিত্র করণার্থে বেদির সম্মুখে নৈবেদ্য আনিল পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, এক ২ অধ্যক্ষ এক ২ দিবসে বেদি পবিত্র করণাথক আপন ২ নৈবেদ্য নিবেদন করুক।
    • তাহাতে প্রথম দিবসে মিহুদী বংশজাত অক্ষ্মীনাদবের পুত্ৰ নহশোন আপন নৈবেদ্য নিবেদন করিল। ** পবিত্র স্থানের শেকলনুসারে এক শত ত্রিশ শেকল পরিমাণে রূপার এক থাল, ও সত্ত্বরি শেকল পরিমাণে রূপার এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য নৈবেদ্যাথে

তৈলপক সুহ্মম সুজিতে পূর্ণ • এবং ধুপে । 136 গণনাপুস্তক l [৭ অধ্যায় । পরিপূর্ণ দশ শেকল পরিমাণে স্বর্ণের এক ধূনাচি ; ** ও হোমের কারণ এক গোবৎস ও এক মেষ ও একবর্ষীয় এক মেষবৎস ; ** ও পাপের প্রায়শ্চিত্তের নিমিত্তে এক ছাগ ; *? ও মঙ্গলার্থক বলির কারণ দুই গোরু ও পাচ মেষ ও পাচ ছাগ ও একবর্ষীয় পাচ মেষবৎস ; এই সকল অক্ষ্মীনাদবের পুত্ৰ নহশোন নিবেদন করিল।

    • দ্বিতীয় দিবসে ইষাখর ব^শের অধ্যক্ষ সুয়ারের পুত্র নিথনেল এই সকল নিবেদন করিল। ** পবিত্র স্থানের শেকলনুসারে এক শত ত্রিশ শেকল পরিমাণে রূপার এক থাল, ও সত্ত্বরি শেকল পরিমাণে রূপার এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য নৈবেদ্যার্থে তৈলপক্ক সুক্ষম সুজিতে পূৰ্ণ ” এবং ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাণে স্বর্ণের এক ধূনাচি : ও হোমের কারণ এক গেীরৎস ও এক মেষ ও একবষীয় এক মেষবৎস ; $1 ও পাপের প্রায়শ্চিত্তের নিমিত্তে এক ছাগ ; ২৩ ও মঙ্গলার্থক বলির কারণ দুই গোরু ও পাঁচ মেষ ও পাচ ছাগ ও একবর্ষীয় পাচ মেষবৎস ; এই সকল সুয়ারের পুত্র নিথনেল নিবেদন করিল।
    • তৃতীয় দিবসে সিবুলুন বংশের অধ্যক্ষ হেলেনের পুত্র ইলীয়াৰ এই সকল নিবেদন করিল। ** পবিত্র স্থানের শেকলনুসারে এক শত ত্রিশ শেকল পরিমাণে রূপার এক থাল, ও সত্তরি শেকল পরিমাণে রূপার এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য নৈবেদ্যার্থে তৈলপক্ক সুক্ষন সুজিতে পূর্ণ ** এবং ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাণে স্বর্ণের এক ধূনাচি; " ও হোমের কারণ এক গোবৎস ও এক মেষ ও একবর্ষীয় এক মেষবৎস ; ** ও পাপের প্রায়শ্চিত্তের নিমিত্তে এক ছাগ ; ** ও মঙ্গলার্থক বলির কারণ দুই গোরু ও পাচ মেষ ও পাঁচ ছাগ ও একবর্ষীয় পাচ মেষবৎস ; এই সকল হেলোনের পুত্র ইলীয়াব নিবেদন করিল।
    • চতুর্থ দিবসে রূবেন বKশের অধ্যক্ষ শিদেয়ুরের পুত্র ইলীমূর এই সকল নিবেদন করিল। ** পবিত্র স্থানের শেকলনুসারে এক শত ত্রিশ শেকল পরিমাণে রূপার এক থাল, ও সন্তরি শেকল পরিমাণে রূপার এক বাটি, দুই পাত্র ভক্ষ্য নৈবেদ্যার্থে তৈলপক্ক সুক্ষম সুজিতে পূর্ণ ** এবং ধূপে পরিপূর্ণ দশ শৈকল পরিমাণে স্বর্ণের এক ধূনাচি ; ৩৩ ও হোমের কারণ এক গোবৎস ও এক মেষ ও একবর্ষীয় এক মেষবৎস * ও পাপের প্রায়শ্চিত্তের নিমিত্তে এক ছাগ; * ও মঙ্গলার্থক বলির কারণ দুই গোরু ও পাচ মেষ ও পাচ ছাগ ও