পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 88 সমস্ত দেশ গোপনে দেখিল বিশেষতঃ দক্ষিণ প্রদেশে যাইয়া হিরোণে উপস্থিত হইল ; সেই স্থানে অহীমান ও শেশয় ৪ তলময়, অনাকের এই তিন সন্তান ছিল ; মিসরস্থ সোয়নের পত্তনের সাত বৎসর পূৰ্ব্বে হিরোণের পত্তন হইয়াছিল । ** এবণ ইষকোল উপত্যকাতে উপস্থিত হইয়। সে স্থানে এক থলুয়া ফলযুক্ত দ্রাক্ষালতার এক শাখা কাটিয়া তাহ সাইঙ্গদ্বারা দুই জন বহিল, এব^ তাহারা কতক দাড়িম ও ডুস্তুরফলও সঙ্গে লইল । ** ইস্রায়েল বংশীয় লোকেরা ঐ স্থানে সেই দ্রাক্ষার থলুয়া কাটিয়াছিল, এই জনো সেই উপত্যক ইষকোল (থলুয়া) নামে প্রসিদ্ধ হইল। ** চল্লিশ দিবসানন্তর তাহাৱা দেশ নিরীক্ষণহইতে ফিরিয়া আইল ।

  • * পরে তাহারা আসিয়া পারণ প্রান্তরস্থ কাদেশ নামক স্থানে র ও হারোণের ও ইসুয়েলের সমস্ত মণ্ডলীর নিকটে উপস্থিত হইয় তাহাদিগকে ও সমস্ত মণ্ডলীকে সRবাদ দিল, এব^ সেই দেশের ফল তাহাদিগকে দেখাইল । ** এবং সেই দেশের বর্ণনা করিয়া কহিল, তুমি আমাদিগকে ষে দেশে প্রেরণ করিয়াছিল, আমরা তথায় গিয়াছিলাম ; লে দেশ দুগ্ধমধুপ্রবাহী বটে ; এই দেখ তাহার ফল। ২৮ কিন্তু সে দেশনিবাসি লোকেরা বলবান, ও তথাকার মগর প্রাচীরবেষ্টিত ও অতিবৃহৎ ; এবং সে স্থানে আমরা অনাকের সন্তানগণকেও দেখিয়াছি। ** দক্ষিণদেশে আমালেকীয় লোকের বাস করে ; এবঞ্চ পৰ্ব্বতে হিষ্ট্ৰীয় ও যিৰূর্ষীয় ও ইমোরীয় লোকের বাস করে ; এবং সমুদ্রের নিকটে ও যদ্দন নদীর তীরে কিনানীয় লোকের বাস করে । * পরে কালেব মূসার পক্ষে লোকদিগকে ক্ষীন্ত করণার্থে কহিল, আইস অামরা একেবারে উঠিয় তাহ অধিকার করি ; প্তাহ পরাস্তু করিতে আমাদের যথেষ্ট শক্তি আছে । ** কিন্তু যে ২ লোকেরা তাহার সহিত গিয়াছিল, তাহারা কহিল, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাইতে পারি না, কেনন। আমাদের অপেক্ষ তাহারা বলবান। ** এই রূপে তাহারা যে দেশ দেখিতে গিয়াছিল, ইস্রায়েল ব৯শের সাক্ষাতে সেই দেশের অখ্যাতি করিয়া কহিল, আমরা যে দেশ দেখিতে গিয়াছিলাম, সে দেশ আপন নিবাসিদিগকে গ্রাস করে ; এব^ তাহার মধ্যে আমামরা য়ত লোককে দেখিয়াছি, তাহারা সকলে অতি বৃহৎকায়। ** বিশেষতঃ তথাকার বীর জাত স্বমন্যকের সন্তান বীরদিগকে দেখিয় আমরা আপনাদের দৃষ্টিতে, ফড়িঙ্গের ন্যায় হইলাম, এবং তাহাদের দৃষ্টিতেও তদ্রুপ ছিলাম। "

144 গণনাপুস্তক। [১৪ অধ্যায় । ১ 8 অধ্যায় । ১ লোকদের বচলা, ও ও তাহাদিগকে শান্ত করিতে যিহোশূয়ের ও কলেবের যত্ব করণ, ১১ ও ঈশ্বরের অসস্কোষ, ১৩ ও ক্ষমার জন্যে ঈশ্বরের প্রভি মুসার নিবেদন, ২৬ ও বচশাকারিদের অনধিকার হওন, ওগু ও কুসAবাদ আনয়নকারিদিগকে মহামারীতে মারণ, ৪ ০ ও ইম্রায়েল লোকদের শত্ৰুগণের দ্বারা হত হওন।

  • পরে সমস্ত মণ্ডলী উচ্চৈঃস্বর করিয়া কলরর করিল, ও লোকেরা সেই রাত্রিত্বে রোদন করিল। এবং ইসায়েলের সকল ব৯শ মূসার ও হারোণের বিপরীতে রচসা করিল, ও সমস্ত মণ্ডলী তাহাদের সাক্ষাতে কছিল, হায় ২, আমরা কেন মিসরদেশে মরি নাই ? কিম্বা এই প্রান্তরে কেন আমাদের মৃত্যু হইল না? - পরমেশ্বর আমাদিগকে খড়গের ধারে নিপাত করাইতে, ও আমাদের স্ত্রী ও সন্তানগণকে লুট করাইতে এ দেশের নিকটে আমাদিগকে কেন আনিলেন ? মিসরদেশে ফিরিয়া যাওয়া কি আমাদের মঙ্গল নয় ? * পরে তাহারা পরসপর পরামর্শ করিল, আইস, আমরা এক জনকে সেনাপতি করিয়া মিসরদেশে ফিরিয়া যাই। “ তাহাতে মূসা ও হারোগ ইস্রায়েলু বংশের সমস্ত মণ্ডলীর সম্মুখে উবুড় হইয় পড়িল।
  • আর দেশভুমণকারিদের মধ্যে নুনের পুত্র যিহোশূয় ও যিফুন্ধির পুত্র কালেব আপন ২ বস্ত্র চিরিল, এবং ইস্রায়েল বংশের সমস্ত মংগুলীকে কহিল, আমরা যে দেশ দেখিতে গিয়াছিলাম, সে অতি উত্তম দেশ। ৮ পরমেশ্বর যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন, তবে তিনি আমাদিগকে সেই দেশে লইয়া যাইবেন, ও সেই দুগ্ধমধুপ্রবাহি দেশ মামাদিগকে দিবেন। - তোমর কোন মতে পরমেশ্বরের বিরুদ্ধাচারী হইও না, ও সে দেশের লোকদিগকে ভয় করিও না ; কেননা তাহারা আমাদের ভক্ষ্যস্বরূপ ; তাহাদের আশ্রয় গেল, এব৯ পরমেশ্বর আমাদের সহায় আছেন ; অতএব তাহাদিগকে ভয় কুব্লিও না। -- এই কথাতে সমস্ত মণ্ডলী সেই দুই জনকে প্রস্তরাঘাতে বধ করিতে কহিল ; কিন্তু মণ্ডলীর আবাসে পরমেশ্বরের তেজ ইস্রায়েল ব^শের নিকটে প্রকাশ পাইল ।
    • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, এই লোকেরা কত কাল আমাকে অবজ্ঞা করিবে ? এবং তাহাদের মধ্যে এই সকল আশ্চৰ্য্য ক্রিয়া দেখাইলেও তাহারা অামাতে,বিশ্বাস করিতে কক্ত কাল অস্বীকার করিবে ? ? ? অামি মহামারীদ্বারা তাহাদিগকে বধ করিয়া উৎপাটন করিব,