পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

B సిరి د ۰

    • পরে তাহারা প্রাতঃকালে গাত্ৰোথান করিয়া

পৰ্ব্বতের শৃঙ্গে উঠিয়া কহিল, দেখ, পরমেশ্বর যে স্থানের বিষয়ে আড়া করিয়াছেন, আমরা সেই স্থানে যাই ; আমরা পাপ করিলাম। তাহাতে মূসা কহিল, এই ক্ষণে তোমরা কেন পরমেশ্বরের আজ্ঞা লঙ্ঘন করিতেছ? ইহাতে তোমাদের মঙ্গল হইবে না। " এখন পরমেশ্বর তোমাদের মধ্যে নাই, অতএব তোমরা উঠিয়া যাইও না গেলে শত্রুসন্মুখে পরাস্ত হইব। " কেননা অমালেকীয় ও কিমানীয় লোকের সে স্থানে তোমাদের সম্মুখে আছে ; তোমরা খড়গে পতিত হইবা, এবং পরমেশ্বর হইতে পরাবৃত্ত হওয়াতে পরমেশ্বর তোমাদের সহবন্ত্ৰী হইবেন - না। ** তথাপি তাহারা দুঃসাহস পূৰ্ব্বক পৰ্ব্বতশৃঙ্গে উঠিয়া গেল ; কিন্তু পরমেশ্বরের সাক্ষ্যসিন্দুক ও মুসা শিবিরহইতে নিগর্ত হইল না। * তখন ঐ পৰ্ব্বতবাসি অমালেকীয় ও কিনানীয় লোকের নামিয়া আসিয়া তাহাদিগকে আঘাত করিল, ও হর্ম পর্যন্ত তাহাদিগকে প্রহার করিল। ১৫ অধ্যায় । ১ ভক্ষ্য ও পেয় নৈবেদ্য উৎসর্গের ব্যবস্থা, ১৪ ও বিদেশির বিষয়ে কথা, ১৭ ও উত্তোলনীয় প্রথ মজাত শস্যের শকুর ব্যবস্থা, ২২ ও আজ্ঞাতসার পাপের কথl, ৩ ৪ ও অবজ্ঞাকারির দণ্ড, ৩২ ও বিশ্রামবার লঙ্ঘনকারির প্রস্তুরাঘাত দণ্ড, ৩৭ ও বস্ত্রের থোপের কথা ।

  • অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ইস্রায়েল বxশকে কহ ও তাহাদিগকে এই কথা রল, আমার দেয় নিবাসদেশে প্রবেশ করিলে পরে • যখন তোমরা মানত পূর্ণ করণার্থে কিম্বা স্বেচ্ছাপূৰ্ব্বক নৈবেদ্যার্থে কিম্বা তোমাদের উৎসবেতে গোমেষাদিপালহইতে পরমেশ্বরের উদেশে সুগন্ধি করণার্থে পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত উপহাররূপে হোম কিম্ব বলি উৎসর্গ করিব } * তখন উপহার উৎসর্গকারি ব্যক্তি পরমেশ্বরের উদ্দেশে হোমাদিবলিদানার্থক এক মেষশাবকের সহিত এক হিহের চতুর্থাংশ তৈলে পক্ক এক দশমাংশ সুজির নৈবেদ্য আনিবে, * এবং এক হিনের চতুর্থাৎশ দ্রাক্ষরিসের পেয় নৈবেদ্য প্রস্তুত করিবে। - এবং এক মেষের সহিত পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধি উপহারার্থে এক হিনের তৃতীয়া২শ তৈলে পক্ক সুজির দুই দশমাRশ নৈবেদ্য প্রস্তুত করিবে, এব^ পেয় নৈবেদ্যের জন্যে এক হিনের তৃতীয়াংশ 曝 রস উৎসর্গ করিবে। ৮ পরমেশ্বরের উদ্দেশে মানত পূর্ণ করণার্থে কিম্বা মঙ্গলার্থক বলিদানার্থে যখন কেহ হোমাদিবলিরাপে গোবৎস 'উৎসর্গ

146 গণনাপুস্তক। [১৫ অধ্যায় । করিবে, তৎকালে এক গোবৎসের সহিত পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি উপহারের জন্যে অন্ধহিন তৈলে পক্ক তিন দশমা^শ সুজির নৈবেদ্য আনিবে ; ** এবং পেয় নৈ• বেদ্যার্থে অন্ধহিন দ্রাক্ষারস আনিবে। তোমর এক ২ গোবৎস ও মেষ ও মেষবংস ও ছাগবৎসের জন্যে এই রূপ করিব। ** তেfমর মত পশু উৎসর্গ করিষা, তাছাদের সৎখ্যানুসারে প্রত্যেকের প্রতি এই রূপ ব্যবহার করি ব। ** দেশীয় লোক সকল পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি উপহার নিবেদনাথে এই ব্যবস্থানুসারে এই সকল প্রস্তুত করবে।

    • আর তোমাদের মধ্যে প্রবাসকারি কোন বিদেশি লোক কিম্বা তোমাদের মধ্যে পুরুষানুক্রমে বাসকারি কোন ব্যক্তি যদি পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি উপহার নিবেদন করিতে চাহে, তবে তোমরা যেরূপ, সেও তদ্রুপ করিবে। ** মণ্ডলীস্থ তোমাদের এবx তোমাদের মধ্যে প্রবাসকারির একই ব্যবস্থা হইবে ; তোমাদের পুরুষানুক্রমে এই নিত্য বিধি হইবে ; পরমেশ্বরের সম্মুখে যেমন তোমরা, প্রবাসিগণও তদ্রুপ হইবে। ** এবং তোমাদের ও তোমাদের মধ্যে প্রবাসকারি বিদেশীয়দের একই বিধি ও একই ব্যবস্থা হইবে ।
  • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি ইসুয়েল বংশকে কহ ও তাহাদিগকে এই কথা বল, আমি তোমাদিগকে যে দেশে লইয়। ঘাইতেছি, সে দেশে উপস্থিত হইলে তোমরা এই রূপ করিব তোমরা সেই দেশের অন্ন ভক্ষণ কালে পরমেশ্বরের উদ্দেশে উৰোলনীয় উপহার নিবেদন করিব । * ° এবx উত্তোলনীয় নৈবেদ্যের জন্যে প্রথম শত্তর এক পিষ্টক নিবেদন করিব ; যেমন শস্যমন্দনস্থানের উত্তোলনীয় নৈবেদ্য, তাহাও সেই রূপ করিবা। তোমরা পুরুষানুক্রমে আপনাদের প্রথম শক্ত হইতে পরমেশ্বরের উদ্দেশে এক উত্তোলনীয় উপহার নিবেদন করিব।
    • আর যদি তোমরা ভান্ত হইয়া মূসার নিকটে পরমেশ্বরের প্রকাশিত এই সকল বিধি ল৭ ঘন কর, ২৩ অর্থাৎ আদ্য প্রকাশিত কিম্বা ইহুরি পরে তোমাদের পুরুষ পরম্পরার প্রতি প্রকাশনীয় যে সকল বিধি পরমেশ্বর মূসাদ্ধার তোমাদিগকে জ্ঞাত করেন, সেই সকল বিধির মধ্যে কোন বিধি যদি তোমরা ল৭২ঘন করা ; ** এবX তাহ যদি মণ্ডলীর অগোচরে অজ্ঞানতঃ হইয় থাকে, তবে তাবৎ মণ্ডলী পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধি উপহারের কারণ হোমার্থে এক গোবৎস ও বিধিমতে তাহার সহিত্ত