পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 8 ki সম্মুখে দাড়াইয় তাহার সেবা করণাথে আপনার নিকটবৰ্ত্তী করিয়াছেন, ইহা কি তোমাদের বোধে ক্ষুদ্র বিষয় ? ** তিনি তোমাকে ও তোমার সহিত তোমার ভুতি লেবির সকল সন্তানকে আপনার নিকটবৰী করিয়াছেন ; তথাপি তোমরা কি যাজকতেরও চেষ্টা করিতেছ? ** দেখ, তুমি ও তোমার সহায়গণ পরমেশ্বরেরই প্রতিকুলে একত্র হইল ; যেহেতুক হারোণ কে,যে তোমরা তাহার প্রতিকুলে বচস কর ? *ং পরে মূসা ইলীয়াবের পুত্র দাথনকে ও অবীরামকে ডাকিতে লোক পাঠাইলে তাহারা কহিল, আমরা যাইব না। * তুমি আমাদিগকে প্রান্তরে মারিতে দুগ্ধমধুপ্রবাহি দেশহইতে আনিয়াছ, ইহা কি ক্ষুদ্র বিষয় ? তুমি কি আমাদের উপরে সৰ্ব্বতোভাবে কতৃৰ্তা করিব ? ** তুমি ন সুন্দর রূপে আমাদিগকে দুগ্ধমধুপ্রবাহি দেশে আনিয়াছ, ও শস্যক্ষেত্রের ও দ্রাক্ষাক্ষেত্রের অধিকার দিয়াছ ! তুমি কি এই লোকদের চক্ষু উৎপাটন করিব ? আমরা যাইব না। * তাহাতে মূসা অতিশয় ক্রুদ্ধ হইয় পরমেশ্বরকে কহিল, তুমি তাহাদের নৈবেদ্য গ্রাহ্য করিও না ; আমি তাহাদের হইতে এক গদভও লই নাই, ও তাহাদের এক জনেরও হি৭ স৷ করি নাই।

    • পরে মূসা কোরহকে কহিল, তুমি ও তোমার দল সকল, তোমরা সকলে কল্য হারোণের সহিত পরমেশ্বরের সম্মুখে উপস্থিত হইয় ? প্রত্যেক জন ধূনাচি লইয়া তাহার উপরে ধূনা দিয়া পরমেশ্বরের সম্মুখে আপন ২ ধুনাচি উপস্থিত করিও ; দুই শত পঞ্চাশ ধূনাচি উপস্থিত করিও, এবং তুমি ও হারোণ আপন ২ ধুনাচি লইও। ৮ পরে তাহারা প্রত্যেকে ধূনাচি লইয়া তাহার মধ্যে অগ্নি রাখিয়া ধুনা দিয়া মূসার ও হারোণের সহিত মণ্ডলীর আবাসদ্বারে দাড়াইল । ** এবং কোরাহ মণ্ডলীর আবাসদ্বার নিকটে তাহাদের প্রতিকুলে সমস্ত মণ্ডলীকে একত্র করিল ; তখন সমস্ত মণ্ডলীর সাক্ষাতে পরমেশ্বরের তেজ প্রকাশ পাইল ।
    • পরে পরমেশ্বর মূসাকে ও হারোণকে কহিলেন, তোমরা এই মণ্ডলীর মধ্যহইতে পৃথক হও ; আমি ইহাদিগকে এক নিমিষে বিনষ্ট করি। ২২ তাহাতে তাহারা উবুড় হইয়। পড়িয়া কহিল, হে ঈশ্বর, হে তাবৎ শরীরস্থ আত্মার ঈশ্বর, এক জন পাপ করিলে কি তোমার ক্রোধ সমস্ত মণ্ডলীর • উপরে প্রজবলিত হইবে ? --

২৩ তখন পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি মণ্ডলীকে কহ, তোমরা কোরহের ও দাথ 148 গণনাপুস্তক l [১৬ অধ্যায় । নের ও আবীরামের তাম্বুর চতুৰ্দ্দিগহইতে উঠিয়া যাও। ২° তাহাতে মূসা উঠিয় দাথনের ও অবীরামের নিকটে গেল, এবং ইসায়েল বংশের প্রাচীনগণ তাহার পশ্চাৎ গেল। ই * পরে সে মণ্ডলীকে কহিল, আমি বিনয় করি, তোমরা এই দুষ্ট লোকদের সমূহপাপেতে যেন বিনষ্ট না হওঁ, এই জন্যে ইহাদের তাম্বুর নিকটহইতে উঠিয়া যাও ও ইহাদের কিছুই সপৰ্শ করিও না। * ? তাহাতে তাহার কোরহের ও দাথনের ও অবীরামের তাম্বুর চতুৰ্দ্দিগহইতে উঠিয়া গেল, কিন্তু দাথন ও অবীরাম বাহির হইয় আপন ২ স্ত্রী ও পুত্ৰগণ ও শিশুগণের সহিত আপন ২ তাম্বুদ্ধারে দাড়াইয়া রহিল।

    • পরে মূসা কহিল, এই সমস্ত কাৰ্য্য করিতে আমি পরমেশ্বর কতৃক প্রেরিত হইয়াছি, আপন ইচ্ছাতে তাহা করি না, তাহা ইহাতেই জানিতে পারিবা৷ ” এই মনুষ্যের যদি সাধারণ লোকদের ন্যায় মরে, কিম্বা সাধারণ লোকদের ঘটনানুসারে ইহাদের প্রতি ঘটে, তবে আমি পরমেশ্বর কতৃক প্রেরিত নহি । ৩• কিন্তু পরমেশ্বর যদি অপূৰ্ব্ব কর্ম করেন, এবং পৃথিবী আপন মুখ বিস্তার করিয়া ইহাদিগকে ও ইহাদের সৰ্ব্বস্বকে গ্ৰাস করে, ও ইহারা জীবৎ থাকিতে পরলোকে গমন করে, তবে ইহারা যে পরমেশ্বরকে অবজ্ঞা করিয়াছে, তাহা তোমরা জানিতে পারিব ।
  • পরে মূসার এই সমস্ত কথা সমাপ্ত হইবামাত্র তাহাদের অধঃস্থিত ভূমি বিদীর্ণ হইল, *ং এবং পৃথিবী আপন মুখ বিস্তার করিয়া তাহাদিগকে ও তাহাদের পরিজনগণকে ও কোরহের সপক্ষ সমস্ত লোককে ও তাঁহাদের সকল সম্পত্তি গ্রাস করিল। ৩৩ তাহাতে তাহার ও তাহাদের তাবৎ পরিজন জীবৎ থাকিতে পরলোকে গমন করিল, ও পৃথিবী তাহাদের উপরে চাপিয়া পড়িল ; তাহাতে তাহারা মণ্ডলীর মধ্যহইতে লুপ্ত হইল। ** এব^ তাহাদের রবেতে চতুৰ্দ্দিকুস্থিত সমস্ত ইস্রায়েল ব৭শ পলায়ন করিল, কেননা কহিল, পাছে পৃথিবী আমাদিগকেও গ্রাস করে । ৩৭ পরে পরমেশ্বর হইতে অগ্নি নিগর্ত হইয়৷ ধূপনিবেদনকারি ঐ দুই শত পঞ্চাশ লোককে গ্রাস করিল।
    • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, ও তুমি হারোণের পুত্র ইলীয়াসর যাজককে কহ, সে দহিস্থানহইতে ঐ সকল ধূনাচি গ্রহণ করুক, এবং তাহার অগ্নি সেই স্থানে ছড়াউক, কেননা সেই সকল ধূনাচি পবিত্র। , এবx. ঐ যে পাপি লোকেরা আপন ২ প্রাণের প্রতিকুলে পাপ করিল, তাহাদের ধুনাচি সকল পিটাইয়া লোকেরা
  • = -