পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭,১৮ অধ্যায় ] বেদি আচ্ছাদনার্থে পাত করুক, কেননা তাহার। পরমেশ্বরের উদ্দেশে সে সকল নিবেদন করিয়াছিল ; অতএব সে সকল পবিত্র, এবং ইস্রায়েল বংশের চিহ্নস্বরূপ হইবে তাহাতে ঐ দগ্ধ লোকের যে ২ পিত্তলের ধূনাচি নিবেদন করিয়াছিল, ইলীয়াসর যাজক সেই সকল লইয়৷ ** মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে ইস্রায়েল বংশের স্মরণার্থে, অর্থাৎ হারোণ বxশ ভিন্ন অন্য বংশীয় কোন মনুষ্য যেন পরমেশ্বরের সন্মুখে ধূপ উৎসর্গ করিতে নিকটে না যায়, এব^ কোরহের ও তাঁহার দলের মত না হয়, এই নিমিত্তে তাহ পিটাইয় বেদির আচ্ছাদনার্থে পাত করিল। তথাপি পরদিনে ইস্রায়েল বংশের সমস্ত মগুলী মূসার ও হারোণের প্রতিকুলে বচস করিয়া কহিল, তোমরাই পরমেশ্বরের প্রজাদিগকে বিনষ্ট করিল। ** পরে মণ্ডলী মূসার ও হারোণের প্রতিকুলে একত্র হইয়া মণ্ডলীর আবাসের প্রতি দৃষ্টি করিলে মেঘ তাহ আচ্ছাদন করিল, এবং পরমেশ্বরের তেজ প্রকাশ পাইল। * তখন মূসা ও হারোণ মণ্ডলীর আবাসদ্বারের সম্মুখে উপস্থিত হইল। "

    • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তোমরা এই মণ্ডলীর মধ্যহইতে উঠিয়া যাও, আমি এক নিমিষে ইহাদিগকে বিনষ্ট করিব ; তখন তাহারা উবুড় হইয়া পড়িল।
    • অপর মূসা হারোণকে কহিল, তুমি ধূনাচি

লও, এবং বেদির উপরহইতে অগ্নি লইয়া তাহার মধ্যে দেও, এবং তাহাতে ধূনা দিয় শীঘ্ৰ মণ্ডলীর নিকটে যাইয় তাহাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত কর ; কেননা পরমেশ্বরের সন্মুখহইতে ক্ৰোধ নিগর্ত হওয়াতে মহামারীর উপক্রম হইল। * তাহাতে হারোণ মূসার আজ্ঞানুসারে ধূনাচি লইয়া মণ্ডলীর মধ্যে দৌড়িয়া গেল ; তখন লোকদের মধ্যে মহামারীর উপক্রম হইয়াছিল, কিন্তু সে ধুনা দিয়া লোকদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিল। ৮ এবং মৃত ও জীবিত লোকদের মধ্যে দাড়াইল ; তাহাতে মহামারী নিবৃত্ত হইল যাহারা কোরহের সহিত মরিয়াছিল, তদ্ভিন্ন চৌদ্দ সহসু সাত শত লোক ঐ মহামারীতে মরিলt ** পরে মহামারী নিবৃত্ত হইলে হারোণ মণ্ডলীর আবাসদ্ধারে মূসার নিকটে ফিরিয়া আইল । ১৭ অধ্যায়। ১ অধ্যক্ষদিগের যষ্টির কথা, ও ও হারোণের যষ্টির পুম্পিত হওন, ১০ ও পাপিদের বিরুদ্ধে চিৰ হওনার্থে সে যষ্টির রক্ষা করণ। ’ . . গণনাপুস্তক। } 8 ఏ

  • অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি ইসুয়েল বংশকে কহিয়, তাহাদের সমস্ত পিতৃবংশাধ্যক্ষহইতে এক ২ পিতৃবৃশের জন্যে এক ২ যষ্টি, এই রূপে বারো যষ্টি গ্রহণ কর; এবx প্রত্যেকের যষ্টিতে তাহার নাম লেখ৷ ” এবং লেবির যষ্টিতে হারোণের নাম লেখ , তাহাদের এক ২ পিতৃবংশাধ্যক্ষের নিমিত্তে এক ২ যষ্টি হইবে। " এবং আমি যে স্থানে তোমাদের সহিত সাক্ষাৎ করি, সেই মণ্ডলীর অাবাসে স্থিত সাক্ষসিন্দুকের সম্মুখে সে সকল রাখিবা । * পরে যে লোক আমার মনোনীত, তাহার যষ্টি পুপিত হইবে, তাহাতে ইস্রায়েল বখশ তোমাদের প্রতিকুলে যে ২ বচস করে, তাহ আমি আপন নিকটহইতে নিবৃত্ত করিব । -
  • পরে মুসা ইসুয়েল বংশকে এই সকল কহিলে তাহাদের পিতৃবখশাধ্যক্ষগণ প্রত্যেকে এক ২ যষ্টি, এই রূপ বারো যষ্টি তাহাকে দিল ; এবং হারোণের যষ্টি তাহাদের যষ্টি সকলের মধ্যস্থানে ছিল। * তাহাতে মূসা ঐ সকল যষ্টি লইয়া সাক্ষ্যের আবাসে পরমেশ্বরের সম্মুখে রাখিল। ৮ অপর পরদিবসে মুসা সাক্ষ্যের আবাসে গিয়া দেখিল, লেবি বখশ সম্বন্ধীয় হারোণের ঘষ্টি অঙ্কুরিত হইয়া মুকুলিত ও পুধিপত হইয়া বাদাম ফল ধরিয়াছে। * তখন মুসা পরমেশ্বরের সন্মুখহইতে ঐ সকল যষ্টি বাহির করিয়া ইস্রায়েলের সমস্ত বKশের সাক্ষাতে আনিল ; তাহাতে তাহ! দেখিয় প্রত্যেকে আপন ২ যষ্টি গ্রহণ করিল। ** পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, এই আজ্ঞালঙ্ঘনকারি লোকদের বচসা যেন আমাহইতে নিবৃত্ত হয়, ও তাহীদের মৃত্যু না হয়, এই নিমিত্তে তাহাদের প্রতিকুলে চিহ্ন থাকিবার জন্যে তুমি সাক্ষসিন্দুকের সম্মুখে পুনৰ্ব্বার হারোণের যষ্টি আন তাহাতে মূসা তাহ করিল ; সে পরমেশ্বরের আজ্ঞানুসারেই করিল। * পরে ইসুয়েল বখশ মূসাকে কহিল, দেখ, আমরা মরি ও বিনষ্ট হই, সকলেই বিনষ্ট হই। P° কেননা যে কেহ পরমেশ্বরের আবাসের নিকটে এক বার যায়, সে মরে ; তবে আমরা কি সৰ্ব্বতোভাবে বিনষ্ট হইব ?

১৮ অধ্যায় । ১ যাজকদের ও লেবীয়দের কর্ম, ৮ ও যাজকদের অংশের কথা, ২৪ ও লেবীয়দের অংশের কথl, ২৫ ও লেবীয়দের উত্তোলনীয় নৈবেদ্য ও যাজকদের অংশের কথা ।

  • পরে পরমেশ্বর হারোণকে কহিলেন, তুমি

ও তোমার সহিত তোমার পুত্ৰগণ ও তোমার। 1149