পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

,Ᏹ © ? পিতৃবংশ, তোমর পবিত্র স্থানের অপরাধ ভোগ করিব, এবং ভূমি ও তোমার সহিত তোমার পুত্ৰগণ যাজকতাপদের অপরাধ ভোগ করিব। - তুমি লেবি বংশীয় তোমার ভুতৃিগণকে অর্থাৎ তোমার পিতৃবংশীয়দিগকে সঙ্গে আনিবা, তাহারা তোমার সহিত যুক্ত হইয় তোমার সেবা করিবে ; কিন্তু তুমি ও তোমার সহিত তোমার পুত্ৰগণ, তোমরা সাক্ষ্যের অাবাসের সম্মুখে সেবা করিব। - এবং তাহার। তোমার রক্ষণীয় ও আবাসের সমস্ত রক্ষণীয় বস্তু রক্ষা করিবে ; কিন্তু তাহাদের ও তোমাদের যেন মৃত্যু না হয়, এই জন্যে তাহারা পবিত্র স্থানের পাত্রের ও বেদির নিকটে যাইবে না। * তাহার1. তোমার সহিত যুক্ত হইয়। আবাসের সমস্ত সেবানুসারে মণ্ডলীর আবাসের রক্ষণীয় রক্ষা করিবে, এবং অন্যব^শীয় কেহ তোমাদের নিকটে যাইরে না। “ এবং ইসায়েল ব^শের প্রতি যেন আর ক্রোধ উপস্থিত না হয়, এই জন্যে তোমরা পবিত্র স্থানের রক্ষণীয় ও বেদির রক্ষণীয় বস্তু রক্ষা করিব। * দেখ, মণ্ডলীর আবাসের সেবার্থে তোমাদিগকে দিতে আমি পরমেশ্বরকে দত্ত তোমাদের ভাতৃগণ লেৰীয়দিগকে ইস্রায়েল বখশহইতে গ্রহণ করিলাম। * অতএব তুমি ও তোমার সহিত তোমার পুত্ৰগণ তোমরা বেদির নিকটে ও তিরস্করিণীর ভিতরে যাজকতত্ব পালন করিব ও সেবা করিবী ; আমি দানরূপে যাজকতত্ব সেবাপদ তোমাদিগকে দিলাম, কিন্তু যে অন্যবংশীয় লোক নিকটবৰ্ত্তী হইবে, সে হত হইবে।

  • অপর পরমেশ্বর হারোণকে কহিলেন, দেখ, ইস্রায়েল বংশের সমস্ত পবিত্রীকৃত দ্রব্যহইতে নীত আমার উত্তোলনীয় নৈবেদ্যের ভার আমি তোমাকে দিলাম ; এব^ তোমার অভিযেক প্রযুক্ত তোমাকে ও তোমার সন্তানগণকে নিত্য বিধিতে সে সকল দিলাম। - এবং অগ্নিকৃত অতি পবিত্র উপহারের মধ্যে আমার উদ্দেশে তাঁহাদের নিবেদিত প্রত্যেক নৈবেদ্য ও প্রত্যেক প্রায়শ্চিত্ৰবলি ও দোষাথক বলিরুপ উপহার সকল তোমার ও তোমার পুত্ৰগণের প্রতি অতি পবিত্র হইবে। -- তুমি তাহ অতি পবিত্র স্থানে ভক্ষণ করিব, ও প্রত্যেক পুরুষ তাহা ভক্ষণ করিবে, ও তাহ তোমার প্রতি পবিত্র হইবে। -- এবং আমি ইস্রায়েল বx.শের সমস্ত আন্দোলনীয় নৈবেদ্যরূপ দানের উত্তোলনীয় নৈবেদ্য তোমাকে ও তোমার সহিত তোমার পুত্ৰগণকে ও তোমার কন্যাগণকে নিত্য বিধিমতে দিলাম ; , সে সকল তোমার হইবে, এর তোমার গৃহের প্রত্যেক গুচি লোক তাহ

J50 히 ণনাপুস্তক l ১ি৮ অধ্যায়। ভক্ষণ করিবে। * তাহারা পরমেশ্বরের উদ্দেশে যে সকল উত্তম তৈল ও উত্তম দ্রাক্ষারস ও গোম ও প্রথমজাত ফল উৎসগ করে, তাহী আমি তোমাকে দিলাম। ** এবথ দেশেতে যে প্রথমপক ফল তাহাদের দ্বারা পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত হয়, সেই সকল তোমার হইবে, ও তোমার গৃহের সকল গুচি লোক তাহা ভক্ষণ করিবে। ** এবথ ইস্রায়েল বহুশের সমস্ত বর্জিত বস্তু তোমার হইবে। ** অার মনুষ্য কিম্বা পশুদের মধ্যহইতে পরমেশ্বরের উদ্দেশে তাহাদের কতৃক আনীত . প্রথমজাত সমস্ত প্রাণী তোমার হইবে ; কিন্তু মনুষ্যের প্রথমজাতকে তুমি অবশ্য মুক্ত করিব, এবx অশুচি পশুর প্রথমজাতকেও মুক্ত করিব। - এবং এক মাস বয়স্ক অবধি মোচনীয় সকলকে তোমার নিরূপিত মূল্যেতে বিখশুতি গের পরিমিত পবিত্র স্থানের শেকলনুসারে পাচ শেকল রুপাতে মুক্ত করিব । *? কিন্তু গোরুর প্রথমজাতকে কিম্বা মেযের প্রথমজাতকে কিম্বা ছাগলের প্রথমজাতকে তুমি মুক্ত করিব না, তাহারাই পবিত্র ; তুমি বেfদর উপরে তাহাদের রক্ত প্রোক্ষণ করিব, এবং পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি উপহারের নিমিত্তে তাহাদের মেদ দগ্ধ করিব । ** এবx আন্দোলনীয় বক্ষ ও দক্ষিণ স্কন্ধ যেমন তোমার, তেমনি তাহাদের মাRস তোমারি হইবে। ** এবx ইসুয়েল বখশ যে সমস্ত বস্তু পবিত্র করিয়া উৰোলনীয় নৈবেদ্যরূপে পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করে, সে সকল আমি তোমাকে ও তোমার সহিত তোমার পুত্ৰগণকে ও তোমার কন্যাগণকে নিত্য বিধিমতে দিলাম ; পরমেশ্বরের সাক্ষাতে তোমার ও তোমার বস্থ শের সহিত স্থাপিত এই নিয়ম নিত্যস্থায়ী হইবে।

    • পরে পরমেশ্বর হারোণকে কহিলেন, তাহাদের ভূমিতে তোমার কোন অধিকার থাকিবে না, ও তাহাদের মধ্যে তোমার কোন অংশ থাকিবে না ; ইস্রায়েল বংশের মধ্যে আমিই তোমার অথশ ও অধিকার। - এবx. দেখ, লেবীয়ের যে সেবা করিতেছে, মণ্ডলীর আবাসসম্বন্ধীয় তাহাদের সেই সেবার বেতনরূপে আমি তাহাদের অধিকারার্থে ইস্রায়েল বxশের তাবৎ দশমাংশ দিলাম। ২২ আর ইসুয়েল বখশ যেন পাপ ভোগ করিয়া নী মরে, এই জন্যে এই অবধি তাহারা মণ্ডলীর আবাসের নিকটবৰ্ত্তী না হউক। ** কিন্তু লেবঁীয় লোকের মণ্ডলীর আবাসের সেবী করবে, এব^ তাহার। আপনাদের অপরাধ ভোগ করিবে, ইহ তোমাদের পুরুষানুক্রমে নিত্য রিধি হইবে । আর তাহার। ইস্রায়েল ব৯শের মধ্যে কোন