পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ जथTाग्न ] বহুতল প্রযুক্ত মোয়াবের রাজা আতিশয় ভীত ও ইসায়েল বংশহইতে অতিশয় উদ্বিগু হইয়াছিল । * পরে মোয়াবের রাজা মিদিয়নের প্রাচীনগণকে কহিল, গোরু যেমন ক্ষেত্রের তৃণ গ্রাস করে, তেমনি এই লোকসমূহ আমাদের চতুৰ্দ্দিকস্থ সকলকে গ্রাস করিবে তৎকালে সিপেপারের পুত্র বলাক মোয়াৰীয়দের রাজা ছিল। “ অতএব সে বিয়োরের পুত্র বিলিয়মকে আহ্বান করিতে তাহার স্বজাতীয়দের জন্মভূমিতে অর্থাৎ ফরাং নদীর তীরস্থ পিথেরি নগরে দূত পাঠাইয় তাহাকে কহিল, দেখ, মিসর হইতে এক জাতি বাহির হইয়া আসিয়াছে, তাহারা ভূতল আচ্ছন্ন করিয়া আমার সম্মুখে আছে। . আমি নিবেদন করি, তাহার আমাহইতে বলবান ; অতএব ভূমি আসিয়া আমার নিমিত্ত্বে সেই লোকদিগকে শাপ দেও ; কি জানি তাহাদিগকে পরাজয় করিয়া দেশহইতে দূর করা আমার সাধ্য হইবে ; কেননা তুমি যাহাকে আশীৰ্ব্বাদ কর, সে আশীৰ্ব্বাদ প্রাপ্ত হয়, ও যাহাকে শাপ দেও, সে শাপগুস্ত হয়, ইহা আমি জানি । * পরে মোয়াবের ও মিদি লইয়া প্রস্থান করিল, এবং বিলিয়মের নিকটে উপস্থিত হইয়া বালাকের কথা তাহাকে কহিল। তাহাতে সে তাহাদিগকে উত্তর করিল, তোমরা এই স্থামে রাত্রি যাপন কর ; পরে পরমেশ্বর যাহা কহিবেন, তাহা আমি তোমাদিগকে কহিব ; তাহাতে মোয়াবের অধ্যক্ষগণ বিলিয়মের সহিত প্রবাস করিল। ৯ অপব্ল ঈশ্বর বিলিয়মের নিকটে উপস্থিত হইয় তাহাকে কহিলেন, তোমার সঙ্গে এই লোকের কে ?

  • তাহাতে বিলিয়ম ঈশ্বরকে কহিল, মোয়াবের রাজা সিপেপারের পুত্র বালাক ইহা কহিয়৷

আমার নিকটে লোক পাঠাইয়াছে ; *- দেখ, মিসরদেশহইতে বহির্গত অমুক জাতি ভূতল আtচ্ছন্ন করিয়াছে ; অতএব এখন তুমি আসিয়া আমার নিমিত্তে তাহাদিগকে শাপ দেও, কি জানি আমি তাহাদিগকে পরাস্ত করিয়া দূর করিতে পারিব। - ২ তাহাতে ঈশ্বর বিলিয়মকে কহিলেন, তুমি তাহীদের সঙ্গে যাইও না, ও সেই লোকদিগকে শাপ দিও না, কেননা তাহারা আশীৰ্ব্বাদের পাত্র। ** পরে বিলিয়ম প্রাতঃকালে উঠিয়া বালাকের অধ্যক্ষগণকে কহিল, তোমরা আপন দেশে যাও, কেননা তোমাদের সহিত আমার গমনেতে পরমেশ্বর অসন্মত আছেন। * তাহাতে মোয়াবের অধ্যক্ষগণ উঠিয় বালাকের নিকটে যাইয়া , কহিল, আমাদের সহিত আসিতে বিলিয়ম অসম্মত হইল। x 2 গণনাপুস্তক l ᎽᏊ ☾

  • পরে বালীক পূৰ্ব্বাপেক্ষ বহুসংখ্যক ও সম্ভ্রান্ত অন্য অধ্যক্ষগণকে প্রেরণ করিল। **তাহাতে তাহারা বিলিয়মের নিকটে আসিয়া তাহাকে কহিল, সিপেপারের পুত্র বালাক এই কথা কহে, আমি নিবেদন করি, আমার নিকটে আসিতে ভূমি নিবারিত হইও না। * আমি তোমাকে অতিশয় সম্মানবিশিষ্ট করিব ; এব^ যাহা আজ্ঞা করিবা, তাঁহাই করিব; অতএব বিনয় করি, তুমি আসিয়া আমার নিমিত্তে এই লোকদিগকে শাপ দেও। ১৮ তাহাতে- বিলিয়ম বালাকের দাসদিগকে উত্তর করিল, যদ্যপি বালাক রূপ ও স্বৰ্ণেতে পরিপূর্ণ আপন গৃহ আমাকে দেয়, তথাপি আমি ক্ষুদ্র কি মহৎ কর্মদ্বারা আপন প্রভু পরমেশ্বরের আজ্ঞা লঙ্ঘন করিতে পারিব না। ** এই ক্ষণে নিবেদন করি, তোমরাও এই স্থানে রাত্রি যাপন কর, পরমেশ্বর আমাকে আর যাহা কহিবেন, তাহা আমি জানিব । ই * পরে ঈশ্বর রাত্রিতে বিলিয়মের নিকটে উপস্থিত হইয়া তাহাকে কহিলেন, ঐ লোকেরা যদি তোমাকে ডাকিতে আসিয়া থাকে, তবে ভূমি উঠিয় তাহাদের সহিত যাইতে পার ; কিন্তু আমি তোমাকে যাহা কহিব, তুমি তাহাইমাত্র করিবা। তাহাতে বিলিয়ম প্রাতঃকালে উঠিয়া আপন গৰ্দ্দভী সাজাইয়া মোয়াবের অধ্যক্ষদের সহিত গমন করিল।

২ং অপর তাহার গমন করাতে ঈশ্বরের ক্রোধ প্রজবলিত হইল, এবং পরমেশ্বরের দূত তাহার প্রতিকুল হইয়া শত্রুরূপে তাহার পথে দাড়াইলেন ; তখন সে আপন গৰ্দ্দভীতে চড়িয়া দুই দাসের সহিত যাইতেছিল। " অপর সেই গৰ্দভী নিকোষ খড়গধারি পরমেশ্বরের ক পথিমধ্যে দগুীয়মান দেখিল ; অতএব গদভিী পথ ছাড়িয়া ক্ষেত্রে গমন করিল ; তাহাতে বিলিয়ম তাহাকে পথে আনিবার জন্যে প্রহার করিল। ২ পরে পরমেশ্বরের দূত উভয় দিগে প্রাচীরবিশিষ্ট দ্রাক্ষাক্ষেত্রের গলিপথে দাড়াইলেন। ২৭ তখন গৰ্দভী পরমেশ্বরের দূতকে দেখিয়া প্রাচীরে গাত্র ঘেঁসিয়া যাওয়াতে প্রাচীরেতে বিলিয়মের পদঘর্ষণ হইল ; তাহাতে সে আর বার তাহাকে প্রহার করিল। ** পরে পরমেশ্বরের দূত আরো কিছু অগ্রসর হইয়া দক্ষিণে কিম্বা বামে ফিরিবার স্থান নাই, এমত এক সঙ্কুচিত পথে দাড়াইলেন। ২’ তখন গৰ্দ্দভী পরমেশ্বরের দুতকে দেখিয়া বিলিয়মের নীচে ভূমিতে পড়িল তাহাতে বিলিয়মের ক্রোধ প্রজবলিত হইলে সে গৰ্দ্দভীকে যটির আঘাত করিতে লাগিল । ২৮ তাহাতে পরমেশ্বর গদভীকে বাকশক্তি দিলে গৰ্দ্দভী বিলিয়মকে কহিল; আমি 155.