পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ শু তোমার কি করিলাম যে তুমি তিন বার আমাকে প্রহার কর ? ** বিলিয়ম গদভীকে কহিল, তুমি আমাকে অবজ্ঞা করিতেছ ; আমার হস্তে যদি খড়গ থাকিত, তবে আমি এই ক্ষণে তোমাকে বধ করিতাম। ** পরে গর্দভী বিলিয়মকে কহিল, তুমি জন্মাবধি অদ্য পর্যন্ত যাহার উপরে আরোহণ করিয়া থাক, আমি কি তোমার সেই গৰ্দ্দভী নহি ? আমি কি. তোমার প্রতি এমত কুব্যবহার করিয়া থাকি ? তাহাতে সে কহিল, না । * তখন পরমেশ্বর বিলিয়মের চক্ষু প্রসন্ন করিলে সে নিষেকাষ খড়গধারি পরমেশ্বরের দূতকে পথের মধ্যে দণ্ডায়মান দেখিল, তাহাতে সে তাহাকে প্রণাম করিয়া উবুড় হইয়। পড়িল । * তখন পরমেশ্বরের দূত তাহাকে কহিলেন, তুমি আপন গৰ্দ্দভীকে কেন তিন বার প্রহার করিলা ? দেখ, আমি তোমার শত্রুরূপে বাহির হইয়াছি, কেননা অামার সাক্ষাতে তোমার বিপথে যাত্রা হইতেছে। ৩৩ এবৎ গৰ্দ্দভী আমাকে দেখিয়া এই তিন বার আমার সম্মুখহইতে ফিরিল সে যদি আমার সম্মুখহইতে না ফিরিত, তবে আমি অবশ্য তোমাকে বধ করিতাম, কিন্তু তাহাকে রক্ষা করিতাম। ৩৭ তাহাতে বিলিয়ম পরমেশ্বরের দূতকে কহিল, আমি অপরাধ করিলাম, তুমি আমার বিপরীতে পথে দাড়াইয়া আছ, তাহা আমি জানি নাই ; কিন্তু এই ক্ষণে যদি ইহাতে তোমার অসন্তোষ হয়, তবে আমি ফিরিয়া যাই । * তাহাতে পরমেশ্বরের দূত বিলিয়মকে কহিলেন, তুমি ইহাদের সহিত যাইতে পার, কিন্তু আমি যে কথা তোমাকে কহিব, তুমি কেবল তাহাই কহিবা ; তাহাতে বিলিয়ম বালাকের অধ্যক্ষদের সহিত গমন করিল।

    • পরে বিলিয়মের আগমন বাৰ্ত্তা শুনিয়া বালাক তাহার সহিত সাক্ষাৎ করণার্থে দেশসীমার প্রান্তস্থিত অর্ণেনের সীমাস্থ মোয়াবের নগরে গমন করিল। ** পরে বালাক বিলিয়মকে কহিল, আমি তোমাকে ডাকিতে কি অতি যতন পূর্বক লোক পাঠাই নাই ? তুমি আমার নিকটে কেন আইস নাই ? তোমাকে সম্মানিত করিতে আমি কি নিতান্ত অপারক ? ৮ জাহাতে বিলিয়ম বালাককে কহিল, দেখ, এ বার আমি তোমার নিকটে আইলাম, কিন্তু এখনো কোন কথা কহিতে কি আমার ক্ষমতা আছে ? ঈশ্বর আমার মুখে যে বাক্য দেন, তাহাই কহিব। ** পরে বিলিয়ম বালাকের সহিত গমন করিয়া কিরিয়োৎ-হুষোতে উপস্থিত হইল। * ° এবx বালাক গোরু ও মেষ বলিদান করিয়া বিলিয়মের ও তাহার সঙ্গি অধ্যক্ষদের নিকটে পাঠাইল ।

156 히 ণনাপুস্তক l [২৩ অধ্যায় । ২৩ অধ্যায় । f ১ বfলাকের বলিদান করণ ও বিলিয়মের প্রথম কথls ১ ৪ ও অন্য স্থানে বলিদান করণ ও বিলিয়মের দ্বিতীয় কথা, ২৫ ও বালাকের অসচ্ছষ্টি, ২৭ ও অন্য স্থানে খাইয় তাহার বলিদান করণ ।

  • অপর বালাক বিলিয়মকে সঙ্গে লইয়। লোকদের পরিসীমা দেখাইতে তাহাকে বালের টিকর স্থানে আরোহণ করাইল ; তাহাতে বিলিয়ম বালাককে কহিল, তুমি এই স্থানে আমার নিমিত্তে সাত বেদি নির্মাণ কর, এব^ সাত গোবৎস ও সাত মেষ আয়োজন কর । * তাহাতে বালাক বিলিয়মের বাক্যানুসারে সেই রূপ করিল ; তখন বালকি ও বিলিয়ম এক ২ বেদিতে এক ২ গোবৎস ও এক ২ মেষ উৎসর্গ করিল। * পরে বিলিয়ম বালাককে কহিল, তুমি আপন হোমবলির নিকটে দাড়াও ; আমি যাই, হয় তো পরমেশ্বর আমার সহিত সাক্ষাৎ করিবেন ; তিনি আমাকে যাহা জ্ঞাত করেন, তাহা আমি তোমাকে কহিব ; পরে সে উচ্চ স্থানে গমন করিল। * তখন ঈশ্বর বিলিয়মের সহিত সাক্ষাৎ করিলে সে র্তাহাকে কহিল, আমি সাত বেদি প্রস্তুত করিন লাম, এবং এক ২ বেদিতে এক ২ গোবৎস ও এক ২ মেষ উৎসর্গ করিলাম। * তখন পরমেশ্বর বিলিয়মের মুখে এক বাক্য দিয়া তাহাকে কহিলেন, ভূমি বালাকের নিকটে ফিরিয়া গিয়া তাহাকে এই কথা কহ । * তাহাতে সে তাহার নিকটে ফিরিয়া গেল ; তখন বালাক ও মোয়াবের অধ্যক্ষ সকল হোমের নিকটে দণ্ডায়মান ছিল। " পরে বিলিয়ম কথা গ্রহণ করিয়া কহিল, মোয়াবের বালাক রাজা এই কথা কহিয়া পূৰ্ব্বদিকস্থিত পৰ্ব্বতময় আরামহইতে আমাকে আনিল ; আইস, আমার নিমিত্তে যাকুবকে শাপ দেও ; ও আইস, ইস্রায়েল বংশের প্রতি অভিশাপ দেও। ৮ কিন্তু ঈশ্বর যাহাকে শাপ দেন নাই, আমি তাহাকে কি রূপে শাপ দিব ? ও পরমেশ্বর যাহাকে অভিশাপ দেন নাই, আমি তাহাকে কি প্রকারে অভিশাপ দিব ? - আমি পৰ্ব্বতের শৃঙ্গ হইতে তাহাকে দেখিতে পাই, ও গিরিহইতে তাহার দর্শন পাই ; দেখ, ঐ লোকসমূহ স্বতন্ত্র বাস করিবে, অন্য জাতিদের মধ্যে গণিত হইবে না। -- যাকুবের ধূলি ও ইস্রায়েলের চতুর্থা^শের সAখp1 কে গণনা করিতে পারে? ধার্মিকের মৃত্যুর ন্যায় আমার মৃত্যু হউক, ও তাহার শেষাবস্থার তুল্য আমার শেষাবস্থা হউক। ১ - পরে বালীক বিলিয়মকে কহিল, তুমি আমার প্রতি এই কি করিলা ? অামার শত্ৰুগণকে শাপ দিতে তোমাকে আনিলfম, কিন্তু দেখ, তুমি তাহাদিগকে সৰ্ব্বতোভাবে