পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায় ] আশীৰ্ব্বাদ করিল। ** জাহাতে সে উত্তর করিল, পূরমেশ্বর আমার মুখে যে কথা দেন, সাবধান হইয় তাহাই কহা কি আমার উচিত নহে ? * বালাক কহিল, আমি নিবেদন করি, তুমি যে স্থানহইতে তাহাদিগকে দেখিতে পাইবা, কিন্তু তাহাদের সকল দেখিতে না পাইয় প্রান্তভাগমাত্র দেখিতে পাইবা, এমত অন্য স্থানে আমার সহিত আসিয়া সেখানে থাকিয় অামার নিমিত্তে তাহাদিগকে শাপ দেও। •• তাহাতে বালাক তাহাকে পিসগার পৃষ্ঠস্থিত প্রহরিক্ষেত্রে লইয়া গিয়া সেই স্থানে সাত বেদি নির্মাণ করিল, এবং প্রত্যেক বেদিতে এক ২ গোবৎস ও এক ২ মেষ উৎসর্গ করিল। ** পরে সে বালাককে কহিল, আমি যাবৎ ঐ স্থানে ঈশ্বরের সহিত সাক্ষাৎ করি, তাবৎ তুমি এই স্থানে আপন হোমবলির নিকটে দাড়াও । ** পরে পরমেশ্বর বিলিয়মের সহিত সাক্ষাৎ করিয়া তাহার মুখে এক বাক্য দিয়া তাহাকে কহিলেন, ভূমি বালাকের নিকটে ফিরিয়া গিয়া এই কথা কহ । * তাহাতে সে তাহার নিকটে উপস্থিত হইল, তৎকালে বালাক ও মোয়াবের অধ্যক্ষগণ হোমবলির নিকটে দণ্ডায়মান ছিল ; তখন বালাক তাহাকে জিজ্ঞাসিল, পরমেশ্বর কি কহিলেন ? ৮ তাহাতে বিলিয়ম কথা গ্রহণ করিয়া কছিল, হে বালাক, উঠিয়া স্তন, ও হে সিপোরের পুত্র, আমার কথায় মনোযোগ কর । ** ঈশ্বর মিথ্যাবাদি মনুষ্য নহেন, ও অনুতাপকারি মনুষ্যের সন্তান নহেন; তিনি কহিয়া কি সফল করিবেন না ? ও বলিয়া কি সিদ্ধ করিবেন না ? ** দেখ, আমি আশীৰ্ব্বাদ করণের আজ্ঞা পাইলাম ; তিনি যে আশীৰ্ব্বাদ করিলেন, তাহার অন্যথা আমি করিতে পারি না। ২> তিনি ষাকুব বংশে পাপ দেখেন না, ও ইস্রায়েল বংশে দণ্ডনীয়তা দেখেন না ; তাহাদের প্রভু পরমেশ্বর তাহাদের সহকারী আছেন, ও রাজার রাজজয়ধ্বনি তাহাদের মধ্যবৰ্ত্তী। ২২ ঈশ্বর মিসরদেশহইতে তাহাদের অনিয়নকারী ; তাহারা গণ্ডারের ন্যায় বলবান। -- যাকুব বংশের মায়াশক্তি নাই, এবং ইস্রায়েল বইশের মন্ত্র নাই ; কিন্তু *ঈশ্বর কেমন কর্ম করিয়াছেন ৷ ” এই কথা যাকুবের ও ইসায়েল ব^শের বিষয়ে একেবারে কহিতে হয়। ** দেখ, ঐ. লোকসমুহ সিংহীর ন্যায় উঠিবে, ও মৃগরাজের ন্যায় গাত্রোথান করিবে, এবং যে পৰ্য্যন্ত শিকার ভোজন না করে, ও হত লোকদের রক্ত পান না করে, তাবৎ শয়ন করিবে না। ২° পরে বালাক বিলিয়মকে কহিল, তুমি তা হাদিগকে শাপ দিও না, এবং আশীৰ্ব্বাদও গণনাপুস্তক। 3 & 4 করিও না। -- তাহাতে বিলিয়ম উত্তর করিল, পরমেশ্বর আমাকে যে কিছু কহিবেন, তাহাই আমি করিব, এ কথা কি আমি তোমাকে राष्ट्रि नाङ्गे ? s খ * তথাপি বালাক বিলিয়মকে কহিল, বিনয় করিয়া কহি, আইস, আমি তোমাকে অন্য স্থানে লইয়া যাই ; তাহাতে সে স্থানে হয় তো আমার নিমিত্তে তাহাদিগকে শাপ দিতে ঈশ্বরের সন্তোষ হইতে পারে। ** পরে বালাক যিশীমোন অভিমুখ পিয়োরের শৃঙ্গে বিলিয়মকে লইয়া গেল। * তাহাতে বিলিয়ম বালাককে কহিল, এই স্থানে আমার নিমিত্তে সাত বেদি নির্মাণ করা, ও সাত গোবৎস ও সাত মেষ আয়োজন কর । * তখন বালাক বিলিয়মের বাক্যানুরূপ করিয়া প্রত্যেক বেদিতে এক ২ গোবৎস ও এক ২ মেষ উৎসগ করিল। ২৪ অধ্যায়। ১ ইস্রায়েল্ বংশের বিষয়ে বিলিয়মের ভবিষ্যদ্বাক্য, ১• ও তৎপ্রযুক্ত ভfহার প্রতি বালাকের ক্ৰোধ, ১৫ ও যাকুবের তারাদির বিষয়ে বিলিয়মের ভবিষ্যদ্বাক্য ।

  • পরে ইসু'য়েল বংশের প্রতি আশীৰ্ব্বাদ করিতে পরমেশ্বরের ভূষ্টি আছে, ইহা দেখিয়া বিলিয়ম পূর্বের ন্যায় মন্ত্র শিখিতে প্রবৃত্ত না হইয়া প্রান্তরের দিগে মুখ করিল। ২ তাহাতে বিলিয়ম আপন চক্ষু জুলিয়া বংশানুক্রমে বাসকারি ইস্রায়েল বংশকে দেখিল ; এবং ঈশ্বরের আত্মা তাহাতে আবির্ভূত হইলেন। ৩ তখন সে কথা গ্রহণ করিয়া কহিল, বিয়োরের পুত্ৰ বিলিয়ম কহিতেছে, ও যাহার উন্মীলিত চক্ষু, সে মনুষ্য কহিতেছে ; " এবং যে ঈশ্বরের বাক্য শুনে ও সৰ্ব্বশক্তিমান হইতে দশন পায়, সে অভিভূত ও উন্মীলিতচক্ষু হইয়া কহিতেছে। “ হে যাকুব বংশ, তোমার শিবির, ও হে ইসায়েল বংশ, তোমার আবাস কেমন সুন্দর l • তাহা উপত্যকার ন্যায় বিস্তারিত, ও নদীতীরস্থ উদ্যানের তুল্য, ও পরমেশ্বরের রোপিত অগুরু বৃক্ষের সদৃশ, ও জলনিকটস্থ এরস্কৃক্ষের ন্যায়। তাহার কলসহইতে জল উথলিবে, এবং তাহার বীজ অনেক জলে সিক্ত হইবে, ও তাহার রাজা অগাগ অপেক্ষাও উন্নত হইবেন, ও তাহার রাজ্য বন্ধমান হইবে। - ঈশ্বর তাহাকে মিসরদেশহইতে বাহির করিয়া আনিয়াছেন ; সে গণ্ডারের ন্যায় বলবান, সে অন্যজাতীয় শত্ৰুগণকে গ্রাস করিবে, ও তাহাদের অস্থি চূর্ণ করিবে, ও আপনি বাণদ্বারা তাহাদিগকে ভেদ করিবে । * সে মৃগরাজের কিম্বা সিংহীর ন্যায় নত হই

157