পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》 Q> য়া শয়ন করিবে, তাহাতে তাহাকে কে উঠাইযে ঐ যে কেহ তাহাকে আশীৰ্ব্বাদ করিবে, সে আশীৰ্ব্বাদ পাইবে ; ও যে কেহ তাহাকে শাপ দিবে, সে শাপগুস্ত হইবে।

  • * তখন বিলিয়মের প্রতি বালাকের ক্রোধ প্রজবলিত হইলে সে আপন হন্তে হন্তের আঘাত করিল, এবং বালীক বিলিয়মকে কহিল, শত্ৰুগণকে শাপ দিতে আমি তোমাকে আfনলাম, কিন্তু তুমি তিন বার সৰ্ব্বতোভাবে তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিলা এখন তুমি স্বস্থানে পলায়ন কর ; আমি তোমাকে অতিশয় গৌরবান্বিত করিব, ইহা ভাবিয়াছিলাম, কিন্তু দেখ, পরমেশ্বর তোমার গৌরবে বাধা দিলেন। *ং ত্যহাতে বিলিয়ম্ বালাককে উত্তর করিল, বালাক স্বর্ণ ও রূপাতে পরিপূর্ণ আপন ভাণ্ডার আমাকে দিলেও আমি আপন ইচ্ছাতে ভাল কি মন্দ করিতে, পরমেশ্বরের আজ্ঞা লঙ্ঘন করিতে পারি না ; ** পরমেশ্বর যাহা কহিবেন, আমি তাহাই কহিব ; এ কথা আমি কি তোমার প্রেরিত দূতগণের সাক্ষাতেও কহি নাই ? ** এখন দেখ, আমি স্বজাতীয়দের নিকটে যাই ; আইস, এই লোকের শেষযুগে তোমার লোকদের প্রতি কি করিবে, তাহা তোমাকে জ্ঞাত কfর । - "
  • পরে সে কথা গ্রহণ করিয়া কহিল, বিয়োরের পুত্র বিলিয়ম কহিতেছে, ও যাহার উন্মীলিত চক্ষু, সে মনুষ্য কহিতেছে ; ** এবং যে ঈশ্বরের বাক্য শুনে, ও সৰ্ব্বশক্তিমান হইতে দর্শন পায়, সে অভিভূত ও উন্মীলিতচক্ষু হইয়। কহিতেছে। ** আমি তাহাকে দেখিতেছি, কিন্তু এই ক্ষণে নয় ; ও তাহার দশন পাইতেছি, কিন্তু নিকটে নয় ; যাকুব হইতে এক তারা উদিত হইবে, ও ইসায়েল বNশহইতে এক রাজদণ্ড উথিত হইবে ; তাহ মোয়াবের পাশ্ব ভগ্ন করিবে, ও কলহকারি লোকদের বংশকে সRহার করি বে। - ৮ এবং ইদোম তাহার অধিকার হইবে, ও তাহার শত্ৰু সেয়ীর তাহার অধিকার হইবে, এবং ইসুয়েল বংশ অতি বীরের ন্যায় আচরণ করবে। ** ও যাকুবহইতে উৎপন্ন এক জন কতৃৰ্তর করিবেন, ও নগরের অবশিষ্ট লোকদিগকে বিনষ্ট করিবেন। ** পরে সে অমালেকের প্রতি দৃষ্টি করিয়া কথা গ্রহণ করিয়া কহিল, এই অমালেক অন্য জাতীয়দের অগ্রগণ্য বটে, কিন্তু সৰ্ব্বনাশ ইহার শেষদশ হইবে। পরে সে কেনীয়দের প্রতি দৃষ্টি করিয়া কথা গ্রহণ করিয়া কহিল, তোমার নিরাস অতি দৃঢ়, এবথ তোমার বাস। শৈলে স্থাপিত। ২২ তথাপি কেনীয় . বংশ বিনষ্ট

158 গণনাপুস্তক। [২৫ অধ্যায় । হইবে, ও অশুর কত দূরে তোমাদিগকে বন্দী করিয়া লইয়া যাইবে। ২৩ পরে সে আপন কথা গ্রহণ করিয়া কহিল, হায় ২t যখন পরমেশ্বর ইহা করিবেন, তখন কে বাচিবে ? ** ও কিন্ত্ৰীমের তীরহইতে জাহাজ আসিয়া অশূরকে ক্লেশ দিবে ও এবরকে দুঃখ দিবে, কিন্তু তাহারাও বিনষ্ট হইবে। ২° পরে বিলিয়ম উঠিয়া স্বস্থানে প্রস্থান করিল, এবং বালাকও আপন পথে চলিয়া গেল । * ২৫ অধ্যায় । ১ ইস্রায়েল্ লোকের বালপিয়োর দেবের পূজা করণ, ও ও সিমির ও কস্বীর বধ, ১০ ও তাহদের বধ করণ প্রযুক্ত পীনিহসের পুরস্কার, ১৬ ও মিদিয়ৰু লোককে দুঃখ দিতে ঈশ্বরের আড়া।

  • পরে ইসায়েল বখশ শিটীমে বাস করিলে লোকেরা মোয়াবের কন্যাদের সহিত ব্যভিচার কর্ম করিতে লাগিল । * এবং সেই কন্যারা তাহাদিগকে আপনাদের দেবপ্রসাদ ভোজনের নিমন্ত্রণ করিলে লোকেরা ভোজন করিয়া তাহাদের দেবগণকে প্রণাম করিল। P বিশেষতঃ বলিপিয়োর দেবের প্রতি ইসুয়েল বংশ আসক্ত হইতে লাগিল ; অতএব ইসায়েল বথশের প্রতি পরমেশ্বরের ক্রোধ প্রজবলিত হইল । * এবং পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি লোকদের অধ্যক্ষগণকে লইয়া পরমেশ্বরের উদেশে সূর্যের সম্মুখে তাহাদিগকে টাঙ্গাইয়া দেও ; তাহাতে ইস্রায়েল বxশহইত্তে পরমেশ্বরের প্রণ চণ্ড ক্রোধ নিবৃত্ত হইবে। * তখন মুসা ইস্রায়েল বংশের বিচারকতুগণকে কহিল, তোমরা প্রত্যেকে বালপিয়োরের প্রতি আসক্ত আপন ২ লোকদিগকে বধ কর । - -
  • পরে মণ্ডলীর আবাসের নিকটে রোদনকারি ইস্রায়েল বংশের তাবৎ মণ্ডলীর ও মুসার সাক্ষাতে ইসায়েল ব৯শের এক জন আপন জ্ঞাতিগণের নিকটে এক মিদিয়নীয় স্ত্রীকে আনিল। * তাহ দেখিয়া হারোণ যাজকের পৌত্ত ইলিয়াসরের পুত্ৰ পীনিহস মণ্ডলীর মধ্যহইতে উঠিয়া হন্তে বড়শা লইয়া ৮ ইস্রায়েল বংশীয় ঐ লোকের পশ্চাৎ ২ কুঠরীতে প্রবেশ করিয়া ঐ দুই জনের অর্থাৎ ইস্রায়েল বংশীয় পুরুষের ও সেই স্ত্রীর গুহ্য স্থান বিন্ধিয়া , বধ করিল ; তাহাতে ইস্রায়েল বxশহইতে ঐ মারী নিবৃত্ত হইল। - কিন্তু যাহার। ঐ মারীতে মরিয়াছিল, তাহার চব্বিশ সহস্ৰ লোক ছিল। = r ** পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, লোকদের মধ্যে আমার নিমিত্তে অস্তজবাল প্রকাশ করাতে হারোণ মাজকের পৌত্র ইলিয়াসরের