পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭,২৮ অধ্যায়।] ২৭ অধ্যায়। ১ সিলফদের কম্যাগণের কথা, ৬ ও ভূমি অধিকারের ব্যবস্থা, ১২ ও মূসার প্রতি ঈশ্বরের আজ্ঞা, ১৫ ও ঈশ্বরের প্রতি মুলার নিবেদন, ১৮ ও মুসার মরণের পরে তাহার কর্ম করিতে যিহেীশূয়কে নিরূপণ । * পরে যুষফের পুত্র মিনশির বংশের মধ্যে মিনশির বৃদ্ধপ্রপৌত্র মার্থীরের প্রপৌত্র গিলিয়দের পৌত্র হেফরের পুত্র যে সিলফদ তাহার কন্যাগণ, অর্থাৎ মহল ও নোয় ও হগল ও মিলকা ও তিস নামে কন্যাগণ , মূসার ও ইলিয়াসর যাজকের ও অধ্যক্ষগণের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে আসিয়া মণ্ডলীর আবাসন্ধারের নিকটে দাড়াইয়৷ এই কথা কহিল ; * আমাদের পিতা প্রান্তরে মরিয়াছে ; সে কোরহের দলের অর্থাৎ পরমেশ্বরের প্রতিকুলে বিরোধকারিদের দলের মধ্যে ছিল না ; তথাপি আপন পাপেতে মরিয়াছে, তাহার পুত্র হয় নাই। “ কিন্তু আমাদের পিতার পুত্র নাই, এই জন্যে তাহার বxশহইতে তাহার নাম কেন লোপ পাইবে? আমাদের পিতৃবংশীয় ভূতাদের মধ্যে আমাদিগকে অধিকার দেও। * তখন মূসা পরমেশ্বরের সম্মুখে তাহাদের কথা উপস্থিত করিল ৷ - • তাহাতে পরমেশ্বর মূসাকে কছিলেন, সিলফদের কন্যাগণ যথার্থ কহিতেছে; তুমি তাছাদের পিতৃবংশীয়দের মধ্যে অবশ্য তাহাদিগকে ভূমি অধিকার দিবা, ও তাহাঙ্গের পিতার অধিকার তাহাদিগকে সমপর্ণ করিবা৷ ” এবং ইস্রায়েল বংশকে কহ, কেহ যদি অপুত্ৰক হইয়া মরে, তবে তোমরা তাহার অধিকার তাহার কন্যাকে সমপর্ণ করিব11 * যদি তাহার কন্যা না থাকে, তবে তাহার ভাতৃগণকে তাহার অধিকার দিবা৷ ” যদি তাহার ভাতৃগণ না থাকে,তবে তাহার পিতৃব্যদিগকে তাহার অধিকার দিবা। ** যদি তাহার পিতৃব্যগণ না থাকে, তবে তাহার বংশীয় নিকটস্থ ডাতিকে তাহার অধিকার দিব, সে তাহা অধিকার করিবে ; মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে ইস্রায়েল বংশের এই রূপ রাজনীতির বিধি হইবে। -

  • পরে পরমেশ্বর কহিলেন, তুমি এই আবারীম পৰ্ব্বতে আরোহণ করিয়া যে দেশ আমি ইস্রায়েল বংশকে দিলাম তাহ নিরীক্ষণ কর। *° তাহ নিরীক্ষণ করিলে পর তোমার ভাত হারোণের ন্যায় তুমিও আপন পিতৃলোকদের নিকটে সংগৃহীত হইব। • কেননা সীন প্রান্তরে মণ্ডলীর বিবাদে তোমরা বিরুদ্ধাচারী হইয়া জলের বিষয়ে লোকদের সাক্ষাতে পবিত্ররূপে আমার সন্মান কর নাই। সেই জল সীন প্রান্তরের কাদেশস্থ মিরীবার জল ছিল।

Y 히 ণনাপুস্তক l ১ ত ১

  • তাহাতে মূসা পরমেশ্বরকে কহিল, “ হে সৰ্ব্বশরীরস্থ আত্মাগণের প্রভু পরমেশ্বর, মণ্ডলীর উপরে এমত এক ব্যক্তিকে নিযুক্ত করুন, ** যে বহির্গমন ও অভ্যন্তরাগমন সময়ে তাহার অগ্রগামী হইয় তাহাদিগকে বহির্গমন ও অভ্যন্তরাগমন করায় ; তাহা করিলে পরমেশ্বরের মণ্ডলী রক্ষকহীন মেষপালের ন্যায় হইবে না।
    • অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, নুনের পুত্ৰ যিহোশূয়ের অন্তরে আত্মা অধিষ্ঠিত আছেন ; তুমি তাহাকে লইয়। তাহার মস্তকে হস্তাপর্ণ কর, ** এবং ইলিয়াসর যাজকের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে তাহাকে উপস্থিত করিয়া তাহাদের সাক্ষাতে উপদেশ দেও। ১° এবং তাহাকে আপন প্রতাপের ভাগী কর; তাহাতে ইসুয়েল বংশের সমস্ত মণ্ডলী তাহার আজ্ঞাবহ হইবে। ২১ এবং সে ইলিয়াসর যাজকের সম্মুখে দাড়াইবে, এবং ইলিয়াসর তাহার জন্যে উরীমের দ্বারা পরমেশ্বরকে জিজ্ঞাসা করিবে, এবং সে ও তাহার সহিত ইসুয়েল বংশ ও সমস্ত মণ্ডলী তাহার অডিয়াতে বাহিরে যাইবে, ও তাহার আজ্ঞাতে ভিতরে আসিবে। ২ং পরে মূসা পরমেশ্বরের আজ্ঞানুসারে সকল কর্ম করিল, ফলতঃ সে যিহোশূয়কে লইয়া ইলিয়াসর ষাজকের সন্মুখে ও সমস্ত মণ্ডলীর সম্মুখে উপস্থিত করিল, ২৩ এবং তাঁহার মস্তকে হস্তাপর্ণ করিয়া মূসার দ্বারা পরমেশ্বরের বাক্যানুসারে তাহাকে উপদেশ দিল । - *.

২৮ অধ্যায়। ১ হোমের বিষয়ে পরমেশ্বরের অডিা,৩ ও প্রাতঃকালের ও সঙ্কাকালের হোমের কথা, ৯ ও বিশ্রামবারের হোমের কথা, ১১ ও প্রতিপদের হোমের কথা, ১৬ ও নিস্তারপর্বের্বর হোমের কথা, ২৬ ও প্রথম ফলের দিনে কৰ্ত্তব্য হোমের কথা । 影 *

  • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, " ভূমি ইস্রায়েল বংশকে আজ্ঞা কর, ও তাহাদিগকে এই কথা কহ, আমার অগ্নিকৃত সুগন্ধি উপহারাথক যে ভক্ষ্যরূপ নৈবেদ্য, তাহা তোমরা আমার উদ্দেশে নিরূপিত সময়ে নিবেদন করিতে মনোযোগ করিব ।

• তুমি তাহাদিগকে এই কথা কহ, তোমরা পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত উপহাররূপে এই সকল নিবেদন কfরব । প্রতি দিবস নিত্য হোমার্থে একবর্ষীয় নির্দোষ দুই মেষবৎস তাহার এক মেষবৎস প্রাতঃকালে উৎসর্গ করিবা, ও দ্বিতীয় মেষবৎস সন্ধ্যাকালে উৎসর্গ করিব। * এবং ভক্ষ্য নৈবেদ্যের জন্যে হিনের চতুর্থা^শ আলোড়িত তৈলে মিশ্রিত ঐফার দশমাংশ সুঞ্জি 16]