পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२.

    • পরে ঈশ্বর কহিলেন, আমরা আপনাদের প্রতিমূৰ্ত্তিতে ও আপনাদের সাদৃশ্যে আদমের (অর্থাৎ মনুষ্যের) সৃষ্টি করি তাহারা জলচর মৎস্যগণের ও খেচর পক্ষিগণের এব^ পশুগণের এবং তাবৎ পৃথিবীর ও ভূচর তাবৎ কীটগণের উপরে কতৃৰ্ত করবে। :P পরে ঈশ্বর আপন প্রতিমূৰ্ত্তিতে মনুষ্যের সৃষ্টি করি, লেন ; ঈশ্বরের প্রতিমূৰ্ত্তিতেই তাহার সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগের সৃষ্টি করিলেন। ২৮ পরে ঈশ্বর তাহাদিগকে এই আশীৰ্ব্বাদ করিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবKশ হও, এবং পৃথিবীকে পরিপূর্ণ করিয়া বশীভূত কর, এবং জলচর মৎস্যগণ ও খেচর পক্ষিগণ ও ভূচর জন্ডগণের উপরে কতৃর্তা কর।
    • ঈশ্বর আরো কহিলেন, দেখ, আমি ভূতলে স্থিত তাবৎ সবীজ ওষধি ও তাবৎ সবীজ ফলদায়ি বৃক্ষ তোমাদিগকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। ** এবং ভূচর পশু ও থেচর পক্ষী ও ভূমিস্থ কীট এই সকল প্রাণির আহারার্থে তাবৎ হরিদৃ ওষধি দিলাম ; তাহাতে সেই মত হইল। ** পরে ঈশ্বর,আপন সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলে সকলকেই উত্তম দেখিলেন, এবং সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে ষষ্ঠ দিবস হইল।

২ অধ্যায়। ১ বিশ্রামবারের নিরূপণ, ৪ ও সৃষ্টির বৃত্তান্ত, ৭ ও এদন উদ্যান প্রস্তুত করণ, ১৫ ও তাহার মধ্যে মনুষ্য স্থাপন, ১৮ ও ফীর সৃষ্টির বৃত্তান্ত।

  • এই রূপে আকাশমণ্ডলের ও পৃথিবীর এবং তদুভয়স্থ সমস্ত বক্তবর্গের সৃষ্টি সাঙ্গ হইলে, ং ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃত কাৰ্য্যহইতে নিবৃত্ত হইয়। সেই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কাৰ্য্যহইতে বিশ্রাম করিলেন। ৩ এবথ ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীৰ্ব্বাদ দিয়া পবিত্র করিলেন, যেহেতুক সেই দিনে ঈশ্বর সৃষ্টি করণরূপ আপনার কৃত সমস্ত কার্যহইতে বিশ্রাম করিলেন ।

• সৃষ্টিকালে আকাশমণ্ডলের ও পৃথিবীর বিবরণ এই। যে সময়ে প্রভু পরমেশ্বর পৃথিবীর ও আকাশের সৃষ্টি করিলেন, “ সেই সময়ে পৃথিবীতে ক্ষেত্রের কোন তৃণ ছিল না, ও ক্ষেত্রের কোন ওষধি জন্মে নাই ; কেননা প্ৰভু পরমেশ্বর পৃথিবীতে বৃষ্টি করান নাই, ও কৃষিকর্ম করিতে মনুষ্য ছিল না। পরে পৃথিবীহইতে কুজ্রঝটিকা উঠিয়া সমস্ত ভূতলকে জলাভিষিক্ত করিল।

  • অপর পরমেশ্বর মৃত্তিকারেণুদ্বারা মনুষ্য 2

আদিপুস্তক l [২ অধ্যায় নির্মাণ করিয়া তাহার নাসারস্ত্রে ফ্রঁ দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন ; তাহাতে সে সজীব প্রাণী হইল। পরে প্রভু পরমেশ্বর পূর্বদিকস্থিত এদন নামক দেশে এক উদ্যান প্রস্তুত করিয়া সেই স্থানে আপন সৃষ্ট ঐ মনুষ্যকে রাখিলেন। * এবং প্রভু পরমেশ্বর ভূমিতে সৰ্ব্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্য বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে অমৃত বৃক্ষ ও সদসৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। “ এবখ উদ্যানে জলসেচন করণার্থে এদমূহইতে এক নদী নিগত হইয়া ভিন্ন ২ চতুমুখ হইয় গমন করিল। -- তাহার পৗশোন নামক প্রথম নদী স্বর্ণোৎপাদক হীল দেশ সমূহকে বেষ্টন করিয়া গেল। *ং ঐ দেশের স্বর্ণ অতি উত্তম, এবং সেই স্থানে রতন ও বৈদূর্য মণি জন্মে। ১৩ এবথ তাহার গীহোন নামক দ্বিতীয় নদী সমস্ত কুশ দেশ বেষ্টন করিয়া গেল । ** এবং তাহার হিদেকল নামক তৃতীয় নদী অশূরিয়া দেশের পূর্বদিক দিয়া গমন করিল। এবথ তাহার চতুর্থ নদীর নাম ফরাৎ। ।

  • পরে প্রভু পরমেশ্বর আদমকে লইয়া ঐ এদনস্থ উদ্যানের কর্ম ও তাহার রক্ষা করিতে নিযুক্ত করিলেন । ** এবং প্রভু পরমেশ্বর অাদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও কিন্তু সদসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করিও না, কেননা যে দিনে তাহা করিব, সেই দিনে নিতান্ত মরিব ।
  • অনন্তর প্রভু পরমেশ্বর কহিলেন, একাকী থাকা মনুষ্যের ভাল নয়, আমি তাহার উপযুক্ত দোসর নির্মাণ করিব। -- প্রভু পরমেশ্বর মৃত্তিকাহইতে বনপশু ও থেচর পক্ষিগণকে নির্মাণ করিলে পরে আদম তাহাদের কি ২ নাম রাখিবে, তাহ জানিতে তিনি তাবৎ প্রাণিকে তাহার নিকটে আনিলেন, তাহাতে আদম যে প্রাণির যে নাম রাখিল, তাহার সেই নাম হইল। ** তৎকালে আদিম সমস্ত পশু ও খেচর পক্ষি ও বন্য পশুদিগের নাম রাখিল, কিন্তু আদমের উপযুক্ত দোসর প্রাপ্ত হইল না। অনন্তর প্রভূ

নিদ্র সময়ে তাহার এক পঞ্জর লইয়া মাৎসদ্বারা সেই ক্ষতস্থান পুরাইলেন। ** এবং প্রভ পরমেশ্বর আদমহইতে নীত সেই পঞ্চরদ্বারা এক স্ত্রী নির্মাণ করিয় তাহাকে আদমের নিকটে অানিলেন। ২৩ তখন আদম কহিল, এ আমার অস্থির অস্থি ও মাথসের মা^স ; ইহার নাম নারী রাখিতে হইবে, কেননা এ নরহইতে গৃহীত হইয়াছে। ২° এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীত্বে আ