পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} % 8 তে তৎকালীয় সমস্ত যোদ্ধাগণ উচ্ছিন্ন হইল । * কেননা শিবিরের মধ্যহইতে তাহাদিগকে নিঃশেষ রূপে লোপ করণার্থে তাহাদের প্রতিকুলে পরমেশ্বরের হস্ত বিস্তারিত ছিল । ** পরে সেই সমস্ত যোদ্ধা মরিয়া লোকদের মধ্যহইতে উচ্ছিন্ন হইলে ** পরমেশ্বর আমাকে কহিলেন, ৮ আদ্য তোমরা মোয়াবের সীম; আর নগর পার হইতেছ। ** অতএব আমোনীয় বংশের সম্মুখে উপস্থিত হইলে তাহাদিগকে ক্লেশ দিও না ও তাহাদের সহিত বিরোধ করিও না ; আমি তোমাদিগকে অধিকারাথে অস্মোনীয় বংশের কিছুই দেশ দিব না, কেননা আমি লোটের বংশকে তাহা অধিকার করিতে দিয়াছি। ২° সেই দেশও রিফায়ীয়দের দেশরূপে গণিত ছিল, কেননা আমোনীয় লোকের যাহাদিগকে সমসুৰ্ম্মীয় কহিত, সেই রিফায়ীয় লোক পূৰ্ব্বকালে সে স্থানে বাস করিয়াছিল। ** তাহারা মহান ও পরাক্রমী ও অনাকীয় লোকদের ন্যায় দীর্ঘকায় এক জাতি ছিল, কিন্ড পরমেশ্বর যাহাদের সন্মুখহইতে তাহাদিগকে বিনষ্ট করিলেন, সেই (আমোনীয় ) লোকেরা তাহাদিগকে দেশচুত করিয়া তাহাদের পরিবর্কে তুথায় বসতি করিল। ২২ তিনি সেয়ীর নিবাসি এষোঁর বংশের নিমিত্তে তদ্রুপ কর্ম করিয়া তাহাদের সম্মুখহইতে হোরীয়দিগকে বিনষ্ট করিয়াছিলেন, তাহাতে তাহারা তাহাদিগকে দেশচুতি করিয়া অদ্যাপি তাহাদের পরিবর্ষে তথায় বাস করিয়া আসিতেছে। ২৩ এবং অসা পর্যন্ত হৎসেরীমে বাসকারি অবীিয়দের প্রতিও তাহাই ঘটিয়াছিল, ফলতঃ কপ্তোর হইতে আগত কপ্তোরীয় লোকের। তাহাদিগকে বিনষ্ট করিয়া তাহাদের পরিবর্কে তথায় বাস করিল। ২৪ পরমেশ্বর কহিলেন, তোমরা উঠ, ও যাত্রা করিয়া অর্ণোন নদী পার হও ; দেখ, আমি হিষ্ণুবোন নিবাসি ইমোরীয়দের রাজা সহোনকে ও তাহার দেশকে তোমাদের হস্তে সমপর্ণ করিলাম ; তাহাদের সহিত যুদ্ধদ্বারা বিরোধ করিয়া তোমাদের অধিকার লইতে আরম্ভ করা ; * * অদ্যাবধি আমি আকাশের অধঃস্থিত সমস্তু জাতির মনেতে তোমাদের বিষয়ক ভয় ও অাশঙ্কা জন্মাইতে আরম্ভ করিব, তোমাদের সRবfদ শুনিবামাত্র তাহারা তোমাদের সাক্ষাতে কম্পবান ও ব্যথিত হইবে পরে আমি কিদেমোৎ প্রান্তরহইতে হিষবোন নিবাসি সীহোনের নিকটে দূতদ্বার। এই প্রণয়বাক্য কহিয় পাঠাইলাম, তুমি আপন দেশের মধ্য দিয়৷ আমাকে যাইতে দেও, আমি দক্ষিণে কিম্বা বামে ন। ফিরিয়া কেবল রাজপথ দিয়া যাইব ; ২৮এব৭ 174 দ্বিতীয় বিবরণ। [৩ অধ্যায় } আমাদের প্রভু পরমেশ্বর আমাদিগকে যে দেশ দিতেছেন, আমরা যদন নদী পার হইয়া যাবৎ সেই দেশে উপস্থিত না হই, তাবৎ সেয়ীর নিবাসি এষেীর বKশ ও অীর নিবাসি মোয়ার্বীয় ব৭ শ আমার প্রতি যেমন করিল, ২২ তদ্রুপ তুমিও রূপা লইয়। আমাকে ভোজনের অন্ন দিবা, ও রূপা লইয়া পানার্থক জল দিবা ; আমি কেবল আপন পদ দিয়া পার হইয়া যাইব । ** কিন্তু হিষবোনের রাজা সহোন আপন দেশের মধ্য দিয়া আমাদিগকে যাইতে দিল না, কেননা তোমাদের প্রভূ পরমেশ্বর তোমাদের হস্তে আদ্যকার ন্যায় তাহাকে সমপর্ণ করিতে তাহার মন কঠিন করিলেন ও তাহার অন্তঃকরণ শক্ত করিলেন । ** এবং পরমেশ্বর আমাকে কহিলেন, দেখ, আমি কর্মে প্রবৃত্ত হইয়া সীহোনকে ও তাহার দেশকে তোমার হস্তে সমপর্ণ করিব ; তুমিও কর্মে প্রবৃত্ত হইয়া তাহার দেশ অধিকারার্থে হস্তগত কর । * তখন সীহোন ও তাহার সমস্ত লোক আমাদের প্রতিকুলে বাহির হইয়া যহসে যুদ্ধ করিতে আইলে ৩৩ আমাদের প্রভু পরমেশ্বর আমাদের হন্তে তাহাকে সমপর্ণ করিলে আমরা তাহাকে ও তাহার পুত্ৰগণকে ও সকল লোককে বধ করিলাম। ** সেই সময়ে আমরা তাহার সমস্ত নগর হস্তগত করিয়া প্রতিনগরস্থ পুরুষ ও স্ত্রী ও বালকদিগকে বডিজর্তরূপে বিনষ্ট করিলাম ; তাহাদের কাহাকেও অবশিষ্ট রাখিলাম না । ** কিন্ড পশুগণকে ও যে ২ নগর হস্তগত করিয়াছিলাম, তাহার লুটিত বস্তু সকল আমরা আপনাদের জন্যে গ্রহণ করিলাম। - অর্ণোন নদীতীরস্থিত অরোয়ের অবধি ও নদীর মধ্যস্থিত নগর অবধি গিলিয়দৃ পর্যন্ত এক নগরও আমাদের অজেয় হইল না ; আমাদের প্রভু পরমেশ্বর সে সমস্ত আমাদের হস্তুে সমপণ করিলেন। " কেবল অম্মোন বংশের দেশ, অর্থাৎ ষবোক নদীর পাশ্বস্থ প্রদেশ ও পৰ্ব্বতস্থ তাবৎ নগর প্রভূতি যে দেশের বিষয়ে আমাদের প্রভু পরমেশ্বর নিযেধ করিয়াছিলেন, তাহার নিকটে তোমরা উপস্থিত হইল না। ৩ অধ্যায়। ১ বাশনের রাজ ওগকে জয় করণ, ১২ ও রুবেন ও গাদ বংশকে পরাস্ত ভূমি দিতে আজ্ঞা করণ, ২১ ও যিহোশূয়ের প্রতি মুসার উপদেশ কথা, ২৩ ও দেশে প্রবেশ করিতে মূসার প্রার্থন ।

  • পরে আমরা উঠিয়া বাশনের পথ দিয়া গমন করিলাম ; তাহাতে বাশনের রাজা ওগ এব^ তাহার সমস্ত লোক আমাদের প্রতিকুলে যুদ্ধ