পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২৩ শৃঙ্গে উঠিয়া যাও, এবং পশ্চিম দিগে ও উত্তর দিগে ও দক্ষিণ দিগে ও পূৰ্ব্ব দিগে দৃষ্টিপাত কর । আপন চক্ষে তাহ দেখ, কেননা তুমি এই যদ্দন পার হইতে পাইবা না । ২৮ জুমি যিহোশূয়কে আজ্ঞা কর, ও তাহার সাহস জন্মাও, ও তাহাকে বলবান কর, কেনন। সে এই লোকদের অগ্রগামী হইয় পার হইয়। যাইবে ; যে দেশ তুমি দেখিবা, তাহ সে তাহাদিগকে অধিকার করাইবে । * এই রূপে আমর বৈৎপিয়োরের সম্মুখস্থিত উপত্যকাতে বাস করিলাম । ৪ অধ্যায় । ১ আজ্ঞা পালন করিতে মুসার বিনয়, ৪ ১ ও যদ্দনের পূৰ্ব্বদিগে তিন আশ্রয়নগরের নিরূপণ। • এখন হে ইসায়েল বxশ, আমি যে বিধি ও ব্যবস্থা পালন করিতে তোমাদিগকে শিক্ষা দি, তাহাতে মনোযোগ কর; তাহাতে তোমরা বাচিব, এবং তোমাদের পৈতৃক প্রভু পরমেশ্বর তোমাদিগকে যে দেশ দিবেন, তাহার মধ্যে প্রবেশ করিয়া তাহ অধিকার করিব । ২ এবং আমি তোমাদিগকে যাহা আজ্ঞা করি, তাহাতে আর কিছু যোগ করিও না, এবং তাহার কিছু করিও না ; আমি তোমাদিগকে যাহা ২ জানাইতেছি, তোমাদের প্রভু পরমেশ্বরের সেই সকল আজ্ঞা পালন করিও । * বালপিয়োরের বিষয়ে পরমেশ্বর যাহা করিয়াছেন, তাহ তোমরা স্বচক্ষে দেখিয়াছ ; ফলতঃ তোমাদের প্রভু পরমেশ্বর বালুপিয়োরের পশ্চাদৃগামি প্রত্যেক লোককে তোমাদের মধ্যহইতে বিনষ্ট করিয়াছেন। ৭ কিন্তু তোমরা যত লোক আপন প্রভু পরমেশ্বরেতে আসক্ত ছিল, সকলেই অদ্যাবধি জীবৎ আছি। “ দেখ, আমার প্রভু পরমেশ্বর আমাকে যেরূপ আজ্ঞা করিলেন, আমি তোমাদিগকে সেই রূপ বিধি ও ব্যবস্থা শিক্ষা দিতেছি ; অতএব তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তদনুসারে ব্যবহার করিব । * তোমরা মনোযোগ পূৰ্ব্বক তাহ পালন করিব ; কেননা অন্যজাতীয়দের কাছে ডাহাই তোমাদের জ্ঞান ও বৃদ্ধি স্বরূপ হইবে ; এই সকল বিধি শুনিয় তাহারা কহিবে, এই মহাজাতি জ্ঞানবান ও বুদ্ধিমান লোক বটে। * আর র্তাহার উদ্দেশে আমাদের তাবৎ প্রার্থনা কালে আমাদের প্রভু পরমেশ্বর যেমত আমাদের নিকটবৰ্ত্তী হন, কোন বড় জাতির এমত নিকটবৰ্ত্তী ঈশ্বর আছে ? ৮ এবং আমি অদ্য তোমাদের সাক্ষাতে যে রূপ ব্যবস্থা দিতেছি, এমত যথার্থ বিধি ও ব্য 176 দ্বিতীয় বিবরণ। [৪ অধ্যায় । বস্থা কোন বড় জাতির আছে ? - কিন্তু সাবধান, তোমাদের প্রাণেরই বিষয়ে অতি সাবধান হও ; তোমরা যাহা স্বচক্ষে দেখিয়াছ, কোন ক্রমে তাহা বিস্মৃত হইও না, জীবন থাকিতে তোমাদের হৃদয়হইতে তাহা লুপ্ত না হউক ; তোমরা আপন ২ পুত্র পৌত্রদিগকে তাহ শিক্ষা করাও। ** বিশেষতঃ তোমরা যে দিনে হোরেবে পরমেশ্বরের সম্মুখে দাড়াইয়াছিল, সেই দিন মনে কর । তৎকালে পরমেশ্বর আমাকে কহিলেন, তুমি আমার নিকটে লোকদিগকে একত্র কর, আমি আপন কথা তাহাদিগকে শুনাইব ; ভূতলে তাহাদের অবস্থিতির সমস্ত দিন পর্যন্ত যেন তাহারা আমাকে ভয় করে, এই নিমিত্তে তাহাৱা সেই কথা শিখিবে এব^ আপন পুত্রগণকেও শিখাইবে তাহাতে তোমরা নিকটবৰ্ত্তী হইয়া পৰ্ব্বতের নীচে দাড়াইয়াছিল ; এবং সেই পৰ্ব্বত গগণের অভ্যন্তরসপশি অগ্নিতে প্রজবলিত এব^ অন্ধকারে ও মেঘে ও ঘোর তিমিরে ব্যাপ্ত ছিল । * তখন অগ্নির মধ্যহইতে পরমেশ্বর তোমাদের প্রতি কথা কহিলেন; তোমরা তাহার বাক্যের ধ্বনি শুনিলা, কিন্তু কোন মূৰ্ত্তি দেখিতে পাইল না, কেবল ধ্বনি হইল। ** এবও তিনি আপনার যে নিয়ম পালন করিতে তোমাদিগকে আদেশ করিলেন, সেই নিয়মের দশ আজ্ঞ তোমাদিগকে জানাইয়া দুই প্রস্তুরেতে লিখিলেন ।

    • তোমরা যে দেশ অধিকার করিতে পার হইয়া যাইতেছ, সেই দেশে তোমাদের পালনীয় বিধি ও ব্যবস্থা তোমাদিগকে শিক্ষা করাইতে পরমেশ্বর সেই সময়ে আমাকে আজ্ঞা করিলেন। ** যে দিবসে পরমেশ্বর হোরেবে অগ্নির মধ্যহইতে তোমাদের সহিত কথা কহিয়াছিলেন, সে দিবসে তোমরা কোন মূৰ্ত্তি দেখ নাই । অতএব আপন ২ প্রাণের বিষয়ে অতিশয় সাবধান হও, ** পাছে তোমরা ভুষ্ট হইয়া আপনাদের জন্যে কোন প্রকার মূৰ্ত্তির প্রতিমা নির্মাণ কর; অর্থাৎ পুরুষের কিম্বা স্ত্রীর প্রতিম, কিম্বা পুথিবীস্থ কোন পশু কিম্বা আকাশে উড়ডীয়মান কোন পক্ষী ; ৮ কিম্বা ভূচর কোন জন্তু, কিম্বা ভূমির নীচস্থ জলচর কোন জন্তু, ইহাদের প্রতিমূৰ্ত্তি কর; *- কিম্বা ভান্ত হইয়া আকাশের প্রতি উদ্ধৃদৃষ্টি করিয়া সুর্য ও চন্দ্র ও তারা প্রভূতি আকাশের সমস্ত বাহিনী দেখিয়া, তোমাদের প্রভু পরমেশ্বর যাহাদিগকে আকাশের অধঃস্থিত সমস্ত জাতিদের জন্যে নিযুক্ত করিয়াছেন, পাছে তাহাদিগকে প্রণাম ও সেবা কর । ** কেননা তোমরা যেন আদ্যকার মত পরমেশ্বরের অধিকৃত প্রজাবৰ্গ