পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ Þ Ꭶ☾ পাইবা, তাহার অকুলান হইবে না, ও তোমাদের কোন বস্তুর অভাব থাকিবে না ; এবং সেই দেশের প্রস্তর লৌহ, ও তাহার' পৰ্ব্বতহইতে তোমরা পিত্তল খুদিবা৷ ” সেই স্থানে তোমরা ভোজন করিয়া তৃপ্ত হইলে তোমাদের প্রভু পরমেশ্বরের দত্ত দেশের উত্তমতা প্রযুক্ত র্তাহার ধন্যবাদ করিবা । ** কিন্তু সাবধান, তোমাদের প্রভু পরমেশ্বরকে বিস্মৃত হইও না ; আমি অদ্য তাহার যে আজ্ঞা ও বিধি ও ব্যবস্থা তোমাদিগকে দি, তাহ পালন করিতে জুটি করিও না। * তোমরা ভোজন করিয়া তৃপ্ত হইলে, ও উত্তম গৃহ নির্মাণ করিয়া বাস করিলে, “ এব^ তোমাদের গোমেষাদির পাল বৃদ্ধি পাইলে, ও তোমাদের স্বর্ণ ও রৌপ্য প্রচুর হইলে, ও তোমাদের সকল সম্পত্তি বৃদ্ধি পাইলে “ তোমরা অহঙ্কারী হইও না ; এবং যিনি মিসরদেশরূপ দাসতন্ত্রাগারহইতে তোমাদিগকে বাহির করিয়া আনিলেন, “ এবং তোমাদের নমুতা ও পরীক্ষা ও ভাবিমঙ্গলার্থে এই ভয়ানক মহাপ্রান্তর দিয়া, অর্থাৎ জালাদায়ি বিষধর ও বৃশ্চিকেতে পরিপূর্ণ নির্জল মরুভূমি দিয়া তোমাদিগকে গমন করাইলেন, এব^ অগ্নিপ্রস্তরময় পৰ্ব্বতহইতে জল নিগর্ত করিলেন ; ** এব^ তোমাদের পূৰ্ব্বপুরুষদের অজ্ঞাত যে মান্না, তাহাদ্বারা তোমাদিগকে প্রান্তরে প্রতিপালন করিলেন, এমত যে তোমাদের প্রভু পরমেশ্বর, তাহাকে বিস্তৃত হইও না। " এব^ আমরা আপন পরাক্রম ও বাহুবলেতে এই সকল ঐশ্বর্য পাইলাম, এমত কথা মনে ২ কহিও না। . ** কিন্তু আপন প্রভু পরমেশ্বরকে স্মরণ করিও, কেননা তিনি তোমাদের পূৰ্ব্বপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়ে দিব্য করিয়াছেন, তাহ আদTকার মত স্থির করণার্থে তোমাদিগকে ঐশ্বৰ্য্য পাইবার সামর্থ্য দিলেন। ২ কিন্তু যদি তোমরা কোন প্রকারে আপন প্রভু পরমেশ্বরকে বিস্তৃত হইয়া ইতর দেবগণের পশ্চাদৃগামী হইয় তাহাদের সেবা ও ভজনা কর, তবে আমি তোমাদের বিরুদ্ধে অদ্য এই সাক্ষ্য দিতেছি, তোমরা নিতান্ত বিনষ্ট হইব তোমাদের সম্মুখে পরমেশ্বর যে অন্যজাতীয়দিগকে বিনষ্ট করিতেছেন, তাহাদের ন্যায় বিনষ্ট হইবা আপন প্রভু পরমেশ্বরের বাক্য না মানিলে তোমরা এই ফল পাইবা । ৯ অধ্যায়। ১ আপন ২ ধর্মের উপরে নির্ভর না দিতে মুসার নি• বেদন, ৭ ও আজ্ঞা লঙ্ঘনের বর্ণনা ।

  • হে ইস্রায়েল ব^শ, মনোযোগ কর; যে ২

182 দ্বিতীয় বিবরণ। [৯ অধ্যায় । ভিন্নজাতীয় লোকদিগকে অধিকারচ্যুত করণার্থে তোমরা আদা যদন নদী পার হইতে যাইতেছ, তাহারা তোমাদের অপেক্ষা বৃহৎ ও বলবান, এব^ তাহাদের নগর সকল বৃহৎ ও গগণসপশি প্রাচীরেতে বেষ্টিত ; ; সেই লোকের বৃহৎ ও দীর্ঘকায়, এব^ তোমাদের জ্ঞাত অনাকীয় ব^শ ; যেহেতুক অনাকৰRশীয়দের সম্মুখে কে দাড়াইতে পারে ? এমত কথা তোমরা শুনিন য়াছ । ৩ কিন্তু অদ্য তোমরা ইহা জ্ঞাত হও ; তোমাদের প্রভু পরমেশ্বর আপনি দাহকাগ্নিস্বরূপ হইয়! তোমাদের অগ্রগামী হইবেন, তিনি তাহাদিগকে সAহার করিবেন, ও তোমাদের সম্মুখে নত করবেন, তাহাতে তোমরা পরমেশ্বরের বাক্যানুসারে আরায় তাহাদিগকে অধিকারচু্যত ও বিনষ্ট করিবা। “ কিন্তু তোমাদের প্রভু পরমেশ্বর যখন তোমাদের সন্মুখহইতে তাহাদিগকে তাড়াইয়া দিবেন, তখন আমাদের পুণ্য প্রযুক্ত পরমেশ্বর আমাদিগকে এই দেশ অধিকার করাইতে আনিয়াছেন, মনে ২ এমত ভাবিও না; বাস্তবিক এই জাতিদের দুষ্টতা প্রযুক্ত পরমেশ্বর ইহাদিগকে তোমাদের সন্মুখে অধিকারচু্যত করিবেন। “ তোমাদের পুণ্য কিম্বা অন্তঃকরণের সারল্য প্রযুক্ত তোমরা তাহাদের দেশ আধিকার করিতে যাইতেছ, তাহা নয় ; কিন্তু এই জাতিদের প্রযুক্ত এব^ তোমাদের পূৰ্ব্বপুরুষ ইব্রাহীম ও ইসহাক ও যাকুবের কাছে দিব্যদ্বারা প্রতিশ্রুত আপনার বাক্য সফল করণের ইচ্ছা প্রযুক্ত তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখে ইহাদিগকে অধিকারচ্যুত করবেন। - অতএব তোমাদের প্রভু পরমেশ্বর অধিকারাথে তোমাদিগকে এই উত্তম দেশ দিবেন, তাহা তোমাদের কোন পুণ্যের ফল নহে, ইহা জ্ঞাত হও, কেননা তোমরা আবাধ্য লোক ।

  • আর তোমরা প্রান্তরের মধ্যে আপন প্ৰভু পরমেশ্বরকে যেরূপ ক্রুদ্ধ করিয়াছিল, তাহ স্মরণ কর, বিস্মৃত হইও না ; মিসরদেশহইতে যাত্রা করণ অবধি এই স্থানে আগমন পর্যন্ত তোমরা পরমেশ্বরের বিরুদ্ধাচারী হইয়া আসিতেছ। ৮ এবং হোরেবেও পরমেশ্বরকে ক্রুদ্ধ করিয়াছিলা; তাহাতে পরমেশ্বর কোপ করিয়া তোমাদিগকে বিনাশ করিতে উদ্যত হইয়াছিলেন। * তৎকালে আমি প্রস্তুরদ্বয় অর্থাৎ তোমাদের সহিত পরমেশ্বরের কৃত নিয়মের দুই প্রস্তুর গ্রহণার্থে পৰ্ব্বতে উঠিয়া চল্লিশ দিবারাত্রি অন্নভক্ষণ ও জলপান বিন পৰ্ব্বতে অবস্থিতি করিলে পরমেশ্বর আমাকে ঈশ্বরীয় অঙ্গুলিদ্বারা লিখিত দুই প্রস্তর দিলেন । পৰ্ব্বতে