পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায়।] সমাগমদিবসে অগ্নির মধ্যহইতে পরমেশ্বর তোমাদিগকে যাহা ২ কহিয়াছিলেন, সেই সমস্ত বাক্য ঐ দুই প্রস্তরে লিখিত ছিল । ** সেই চল্লিশ দিবারাত্রির শেষে পরমেশ্বর ঐ দুই প্রস্তরময় পত্র অর্থাৎ নিয়মের প্রস্তুর আমাকে দিয়া কহিলেন, উঠ, এ স্থানহইতে শাস্তু নামিয়া যাও ; কেননা তুমি মিসরদেশহইতে যে লোকদিগকে বাহির করিয়া আনিলা, তাহারা আপনাদিগকে ভুষ্ট করিয়া আমার আজ্ঞাপিত পথহইতে শীঘু বহির্ভূত হইয়া আপনাদের জন্যে ছাচে ঢালা প্রতিমা নির্মাণ করিল। ** পরমেশ্বর আমাকে আরো কহিলেন, আমি এই লোকদের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিলাম, ইহার অবাধ্য জাতি। * অতএব ভুমি আমাহইতে সর, আমি ইহাদিগকে বিনষ্ট করিয়া আকাশের অধোহইতে ইহাদের নাম লোপ করি, কিন্তু তোমাকে ইহাদের অপেক্ষা বলবান ও বৃহৎ জাতি করিব। -- তাহাতে আমি ফিরিয়া দুই হন্তে নিয়মের দুই প্রস্তর লইয়া অগ্নিতে প্রজবলিত পৰ্ব্বতহইতে নামিয়া - দৃষ্টিক্ষেপ করিয়া দেখিলাম, তোমরা আপন প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করিয়া আপনাদের জন্যে ছাচে ঢালা গোবৎস নির্মাণ করাতে পরমেশ্বরের আজ্ঞাপিত পথহইতে শীঘু বহির্ভূত হইয়াছ। * তাহাতে আমি সেই দুই প্রস্তর ধরিয়া আপন হস্তহইতে ফেলিয়া তোমাদের সাক্ষাতে ভাঙ্গিলাম। ২৮ এবং তোমরা পরমেশ্বরকে ক্রুদ্ধ করণার্থে তাহার দৃষ্টিতে কুকর্ম করিয়া যে পাপ করিয়াছিল, তোমাদের সেই সমস্ত পাপের জন্যে আমি পূৰ্ব্বকার ন্যায় চল্লিশ দিবারাত্রি অন্নভক্ষণ ও জলপান বিনা পরমেশ্বরের সম্মুখে উবুড় হইয়া রহিলাম। -- কেননা পরমেশ্বর তোমাদিগকে বিনষ্ট করিক্তে ক্রোধে ও অতিশয় তাপে প্রজবলিত হওয়াতে আমি ত্রাসযুক্ত ছিলাম ; কিন্তু তৎকালেও পরমেশ্বর আমার নিবেদন শুনিলেন । ** এবং পরমেশ্বর হারোণকে বিনষ্ট করণাথে অতিশয় ক্রুদ্ধ হইলে আমি সেই সময়ে হারোণের জন্যেও প্রার্থনা করিলাম। ** এব^ তোমাদের পাপ, অর্থাৎ তোমরা যে গোবৎস - নির্মাণ করিয়াছিল, তাহা লইয় অগ্নিতে দগ্ধ করিলাম, ও যে পর্যন্ত তাহ খুলীবৎ সূক্ষম ন হইল, তাবৎ পিষিয়া উত্তমরূপে চুর্ণ করিলাম ; পরে পর্বতহইতে নিৰ্গত নদীতে তাহার ধুলী নিক্ষেপ করিলাম। ২ং পরে তোমরা তবিয়েরাতে ও মসাতে ও কিবোৎ-হকাবাতে পরমেশ্বরকে ক্রুদ্ধ করিল। ** তাহার পর পরমেশ্বর যে সময়ে কাদেশ-বর্ণেয়হইতে জামাদিগকে প্রেরণ করিয়া কহিল্লেন, তোমরা দ্বিতীয় বিররণ। )協〜いめ উঠিয় যাও, আমি তোমাদিগকে যে দেশ দি, তাহা অধিকার কর; তৎকালেও তোমরা আপন প্রভূ পরমেশ্বরের আজ্ঞার বিরুদ্ধাচারী হইয়া উাহাকে প্রত্যয় করিলা না, ও তাহার কথায় মনোযোগ করিলা না । ২° তোমাদের সহিত আমার পরিচয়দিনাবধি তোমরা পরমেশ্বরের বিরুদ্ধাচারী হইয়া আসিতেছ। ২* অতএব আমি পূৰ্ব্বকার ন্যায় তৎকালেও চল্লিশ দিবারাত্রি পরমেশ্বরের সম্মুখে উবুড় হইয় রহিলাম ; কেননা পরমেশ্বর তোমাদিগকে বিনষ্ট করিবার কথা কহিয়াছিলেন। ২ ° এবং আমি পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করিলাম, হে প্রভো পরমেশ্বর, জুমি আপনার অধিকারস্বরূপ যে প্রজাদিগকে আপন মহিমাতে মুক্ত করিল, ও পরাক্রান্ত হস্তদ্বারা মিসর হইতে বাহির করিয়া আনিলা, তাহাদিগকে বিনষ্ট করিও না তোমার দাস যে ইব্রাহীম ও ইসহাক ও যাকুব, তাহাদিগকে স্মরণ কর ; এই লোকদের অবাধ্যতার ও দুষ্টতার ও পাপের প্রতি দৃষ্টি করিও না। ২৮ কি জানি, তুমি আমাদিগকে যে দেশহইতে বাহির করিয়া আনিলা, সেই দেশীয় লোকেরা এমত কথা কহিবে, পরমেশ্বর উহাদিগকে যে দেশ দিতে প্রতিজ্ঞা করিয়াছিলেন, সে দেশে লইয়া যাইতে অপারক, এই জন্যে তিনি উহাদিগকে ঘৃণা করি, য়া প্রান্তরে বধ করিবার নিমিত্তে বাহির করিালেন। ২৯ তুমি আপন মহাপরাক্রম ও বিস্তীর্ণ বাহুদ্বারা যাহাদিগকে বাহির করিয়া আনিলা, ইহারাই তোমার সেই প্রজা ও অধিকার । , , ১০ অধ্যায়। 3 छिडीग्न वांद्र प्रभो व्रjख्छ| ८ण &म, ७ ७ शांcझf८८ंद्भ মরণের পর তাহার পুত্রের যাজকত্বপদে নিযুক্ত হওন, ৮ ও লেবীয়দিগকে পৃথক করণ, ১০ ও झेश्वरग्नद्र यांख्लl, s२ ७ में श्वtग्नद्र श्राज्ञां श्रालन করিতে মুসার বিনয় । "

  • সেই সময়ে পরমেশ্বর আমাকে কহিলেন, তুমি পূৰ্ব্বকার দুই প্রস্তরের ন্যায় দুই প্রস্তর খুদিয়া আমার নিকটে পৰ্ব্বতে আরোহণ কর, এবং কাষ্ঠের এক সিন্দুক নির্মাণ কর। তোমাকর্তৃক ভগ্ন প্রথম প্রস্তুরেতে যে ২ বাক্য ছিল, তাহা আমি ঐ প্রস্তরে লিখিব, পরে তুমি তাহ ঐ সিন্দুকে রাখিব। তাহাতে আমি শিটীম কাষ্ঠের এক সিন্দুক নির্মাণ করিলাম, এবং প্রথমের ন্যায় দুই প্রস্তর খুদিয়া ঐ দুই প্রস্তর হস্তে লইয়া পৰ্ব্বতারোহণ করিলাম। " অপর পরমেশ্বর সমাগমদিবসে পৰ্ব্বতে অগ্নিমধ্যহইতে যে দশ আজ্ঞা তোমাদিগকে কহিয়াছিলেন, তাহা প্রথম লিখনানুসারে ঐ প্রস্তরের - উপরে লি

J83