পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১.অধ্যায়।] রূপে আপন মুখ বিস্তার করিয়া তাবৎ ইস্রায়েল ব^শের মধ্যে তাহাদিগকে ও তাহীদের পরিজনগণকে ও তাহাদের তাম্বু ও তাহাদের অধিকৃত সমস্ত সম্পত্তি গ্রাস করিল, । পরমেশ্বরের কৃত এই যে সকল মহাকর্ম, তাহ তোমরা স্বচক্ষে দেখিয়াছ 1 * অতএব আদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা করি, তোমর তাহ পালন কর, তাহাতে তোমরা যে - দেশ অধিকার করিতে পারে যাইতেছ, বলবান হইয়। সেই দেশে প্রবেশ করিয়া অধিকার করিব ; ” এবং পরমেশ্বর তোমাদের পূৰ্ব্বপুরুষদিগকে ও তাহাদের বংশকে যে দেশ দিতে দিব্য করিয়াছিলেন, সেই দুগ্ধ মধু প্রবাহি দেশে তোমাদের দীর্ঘকাল অবস্থিতি হইবে।

    • তোমরা যে মিসরদেশহইতে বাহির হইয়। আইল, সেই দেশে বীজ বুনিয়া শাকের উদ্যানেয় ন্যায় পদদ্বারা জল সেচন করিতা ; কিন্তু তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, সে তদ্রুপ নয়। * ° তোমরা যে দেশ অধিকার করিতে পারে যাইতেছ, সেই দেশ পৰ্ব্বতময় ও তলভূমিময়, এবং আকাশের বৃষ্টির জল পান করে । ** সেই দেশের প্রতি তোমাদের প্রভু পরমেশ্বরের মনোযোগ আছে, এবং তাহার প্রতি বৎসরের প্রথমাবধি শেষ পর্যন্ত নিরন্তর তোমাদের প্রভু পরমেশ্বরের দৃষ্টি থাকে।

১৩ আর আমি আদ্য তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যদি মনোযোগ পূৰ্ব্বক তাহা পালন করিয়া আপন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত আপন প্রভু পরমেশ্বরকে প্রেম ও সেবা কর, ** তবে আমি উপযুক্ত সময়ে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বর্ষাতে তোমাদের দেশে বৃষ্টি দান করিব, তাহাতে তোমরা আপন ২ শস্য ও দ্রাক্ষারস ও তৈল সংগ্ৰহ করিতে পারিব1; ** এবং তোমাদের পশুগণের জন্যে ক্ষেত্রে তৃণ দিব ; তা হাতে তেমির ভক্ষণ করিয়া তৃপ্ত হইব। - সাবধান, তোমাদের মন ড্রান্ত না হউক, তোমরা পথ ছাড়িয়া ইতর দেবগণের সেবা করিয়া তাহাদিগকে প্রণাম করিও না; ** করিলে তোমাদের প্রতি পরমেশ্বর ক্রোধে প্রজবলিত হইয়া আকাশ রোধ করিবেন, তাহাতে বৃষ্টি হইবে না, ও ভূমি নিজ ফল প্রদান করিবে না, এবং তোমরা পরমেশ্বরদত্ত সেই উত্তম দেশহইতে আরায় উচ্ছিন্ন হইবা ।

  • ৮ তোমরা আমার এই বাক্য আপন ২ অন্তঃকরণে ও মনে রাখ, ও চিহ্নরূপে আপন ২ হস্তে বন্ধ কর, এবং সে সকল ভূষণরূপে তোমাদের চক্ষুদ্বয়ের মধ্যে থাকুক। -- আর তোমরা গৃহে উপবেশন ও পথে গমন ও শয়ন ও গাত্রো

2 в দ্বিতীয় বিবরণ Ꮌ Ꮏ←:© থান সময়ে ঐ সকল কথা ব্যাখ্যা করিয়া আপন ২ বালকদিগকে শিক্ষা দেও ! * ° এবK আপন ২ গৃহদ্বারের পাশ্বস্থ কাষ্ঠে ও আপন ২ নগরদ্ধারে তাহা লিখিয়া রাখ তাহাতে পরমেশ্বর তোমাদের পূর্বপুরুষদিগকে যে ভূমি দিতে দিব্য করিয়াছেন, সেই ভূমিতে তোমাদের ও তোমাদের বংশের অবস্থিতি পৃথিবীর উন্ধে আকাশের অবস্থিতির ন্যায় দীর্ঘকাল হইবে। ২২ আর এই যে সমস্ত আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা যদি যতনপূর্বক তাহ পালন করিয়া আপন প্রভু পরমেশ্বরকে প্রেম কর, ও তাহার সমস্ত পথে চল, ও দৃঢ়রূপে র্তাহাতে আসক্ত হও ; ২৩ তবে পরমেশ্বর তোমাদের সন্মুখহইতে এই সকল ভিন্নজাতীয় লোকদিগকে অধিকারচ্যুত করিবেন ; এবং তোমরা আপনাদের হইতে বৃহৎ ও বলবান জাতিদের দেশ অধিকার করিব । ২° তোমাদের চরণ যে ২ স্থানে পড়িবে, সেই ২ স্থান তোমাদের হইবে ; প্রান্তর ও লিবানোন এবং নদী অর্থাৎ ফরাং নদী অবধি পশ্চিম সমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হইবে। ২° তোমাদের সম্মুখে কেহই দাড়াইতে সমর্থ হইবে না, তোমরা যে দেশে পাদবিক্ষেপ করিবা, সেই দেশের সৰ্ব্বত্র তোমাদের প্রভু পরমেশ্বর আপন বাক্যানুসারে তোমাদের হইতে লোকদের ভয় ও আশঙ্ক! জন্মাইবেন। ২° দেখ, আদ্য আমি তোমাদের সম্মুখে আশীৰ্ব্বাদ ও অভিশাপ রাখিলাম। ২ * অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা জানাইলাম, তোমাদের প্রভু পরমেশ্বরের সেই আজ্ঞা যদি পালন কর, তবে তোমরা আশীৰ্ব্বাদ পাইবা। ২৮ আর যদি আপন প্রভু পরমেশ্বরের আজ্ঞা পালন না কর, ও আমি অদ্য তোমাদিগকে যে পথ বিষয়ে আজ্ঞা করিলাম, যদি সেই পথ ছাড়িয়া অজ্ঞাত ইতর দেবগণের পশ্চাৎ গমন কর, তবে অভিশাপ পাইবা । ** আর তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তোমাদের প্রভু পরমেশ্বর যখন তোমাদিগকে প্রবেশ করাইবেন, তখন তো.. মরা গিরিষীম পৰ্ব্বতে ঐ আশীৰ্ব্বাদ, ও এবল পৰ্ব্বতে ঐ অভিশাপ স্থাপন করিব। ৩° সেই দুই পৰ্ব্বত যদ্দনের ওপারে সুর্যস্তিপথের প্রান্তে গিলগলের সম্মুখস্থ সমভূমি নিবাসি কিনানীয়দের দেশে মোরি উদ্যানের নিকটে কি নয় ? ** কেননা তোমাদের প্রভু পরমেশ্বরের দাতব্য দেশ অধিকার করণার্থে তোমরা তাহাতে প্রবেশ করিতে যদ্দন নদী পার হইয়া যাইবা, ও তাছা অধিকার করিব, ও তা- ৷ 185