পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)* ケ লেন যে তোমাদের প্রভু পরমেশ্বর, তাহার অনুগমনহইতে তোমাদিগকে ভুষ্ট করিতে সে চেষ্টা করিল। **তাহাতে তাবৎ ইসায়েল বংশ তাহা শুনিয়া ভয় করিবে, এবx তোমাদের মধ্যে এমত দুৰ্যকৰ্ম আর কেহ করিবে না।

  • আর তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে নিবাসার্থে যে ২ নগর দিবেন, তাহার কোন নগরে ৩ তোমাদের মধ্যহইতে উৎপন্ন দুষ্ট লোকেরা তোমাদের অজ্ঞাত কোন দেবতার নাম উল্লেখ করিয়া, আইস, আমরা যাইয়া ইতর দেবতার সেবা করি, এই কথা বলিয়া আপন নগরনিবাসিদিগকে ভুষ্ট করিয়াছে, এমন সRবাদ যদি শুন, ** তবে জিজ্ঞাসা কর, ও অনুসন্ধান কর, ও যতনপূৰ্ব্বক প্রশন কর; তাহাতে তোমাদের মধ্যে এমত ঘৃণাহ কুকর্ম হইয়াছে, ইহা যদি সত্য ও নিশ্চিত হয় ; ** তবে তোমরা খড়গের ধারেতে সেই নগরের নিবাসিদিগকে আঘাত কর, এব^ তাহ ও তfহার মধ্যস্থিত পশু আদি সকলকে বর্জিতরূপে খড়গদ্বারা বিনষ্ট কর ; এবথ তাহার লুটিত দ্রব্য চকের মধ্যে সংগ্ৰহ করিয়া সেই নগর ও সেই সকল দ্রব্য পরমেশ্বরের উদ্দেশে অগ্নিতে দগ্ধ কর ; ও সে নিত্য ঢিবিস্বরূপ হইয়া থাকুক, ও সে নগর পুনর্নির্মিত না হউক এবং ঐ বজিত দ্রব্যের কিছুই তোমাদের হস্তে না থাকুক। তাহাতে পরমেশ্বর আপন ক্রোধহইতে ফিরিয়া তোমাদিগকে কৃপা করিবেন ; এবং আমি আদ্য তোমাদের প্রভু পরমেশ্বরের যে ২ আজ্ঞ তোমাদিগকে কহিতেছি, ** তোমরা যদি তাহার বাক্যে মনোযোগ করিয়া সেই সকল আজ্ঞ পালন কর, ও তোমাদের প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে যথার্থ আচরণ কর, তবে তিনি তোমাদের পূৰ্ব্বপুরুষদিগকে দত্ত প্রতিজ্ঞানুসারে তোমাদের প্রতি কৃপা করিয়া তোমাদের বৃদ্ধি করিবেন।

১ ৪ অধ্যায় । ১ মৃতদের জন্যে শরীর ছেদনে নিষেধ,৩ ও শুচি অশু fচ পশুর নির্ণয়, ৯ ও শুচি অশুচি জলচর জন্দ্রদের নির্ণয়, ১১ ও শুচি অশুচি পক্ষির নির্ণয়, ২২ ও দশমাRশাদির কথা । * তোমরা আপন প্রভু পরমেশ্বরের সন্তান, অতএব আপন ২ শরীরের ছেদন করিব না, এব^ মৃতদের জন্যে আপন ২ ভ্রমধ্যস্থল ক্ষেীর করিব না। " কেননা তোমরা আপন প্রভু পরমেশ্বরের পবিত্র প্রজা; পৃথিবীস্থ তাবৎ জাতির মধ্যহইতে পরমেশ্বর আপনার বিশেষ প্রজা করণার্থে তোমাদিগকে মনোনীত করিয়াছেন। 3188 দ্বিতীয় বিবরণ। [১৪ অধ্যায়। ৩ তোমরা কোন ঘৃণাহ দ্রব্য ভোজন করিব না। " এই সকল পশু ভোজন করিবা, গোরু ও মেষ ও ছাগল “ ও হরিণ ও কৃষ্ণসার ও বনগোরু ও বনছাগল ও গবয় ও পুষত ও বাতপ্রমী প্রভৃতি - পশুগণের মধ্যে যত পশু দ্বিখণ্ড খুরবিশিষ্ট ও জাওর কাটে, সেই সকলকে তোমরা ভোজন করিব । * কিন্তু যাহার জাওর কাটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট হয়, তাহাদের মধ্যে ইহাদিগকে কোন মতে ভোজন করিবা না, উটু ও শশক ও শাফন ; কেননা তাহার জাওর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, এই জন্যে তোমাদের পক্ষে অশুচি ; ৮ এব^ শূকর দ্বিখণ্ডখুরবিশিষ্ট বটে, কিন্তু জাওর কাটে না, এই জন্যে সে তোমাদের পক্ষে অশুচি; তোমরা তাহাদের মাথস ভোজন করিব না, ও তাহাদের শব সপশ করিব না ।

  • আর জলচর সকলের মধ্যে যাহাদের ড়েন। ও আইস আছে, তাহাদিগকে ভোজন করিব। ** কিন্তু যাহাঁদের ডেন ও আইস নাই, তাহাr দিগকে ভোজন করিব না, তাহার তোমাদের পক্ষে অশুচি। g
    • আর তোমরা সকল প্রকার শুচি পক্ষিকে ভোজন করিতে পারিব । ** কিন্তু এই ২ ভোজন করিব না ; উৎক্রোশ ও হাড়গিলা ও কুরল, ৩ ও আপন ২ জাত্যনুসারে গৃধু ও চিল ও শঙ্করচিল, “ ও আপন ২ জাত্যনুসারে সকল প্রকার কাক, " ও উষ্ট্রপক্ষী ও রাত্রিশ্যেন ও গা-চিল ও আপন ২ জাত্যনুসারে শ্যেন, ** ও পেচক ও মহাপেচক ও দীঘগলহ^স ; ** ও পানিভেলা ও শকুনী ও মাছরাঙ্গা ও সারস, ৮ ও আপন ২ জাত্যনুসারে বক ও টিfট্টভ ও চামচিকা, শ ও পক্ষবিশিষ্ট তাবৎ পোক ; এই সকল তোমাদের পক্ষে অশুচি ; তোমর তাহাদিগকে ভোজন করিব না। ** তদ্ভিন্ন সমস্ত শুচি পক্ষিকে ভোজন করিতে পারিবা।
    • আর তোমরা স্বয়xমৃত কোন প্রাণির মা^ম ভোজন করিব না, তোমাদের নগরদ্বারবৰ্ত্তি কোন বিদেশিকে ভোজনার্থে তাহ দিতে পার, কিম্বা কোন বিদেশির কাছে বিক্রয় করিতে পরি ; কেননা তোমরা আপন প্রভু পরমেশ্বশ্বরের পবিত্র লোক । আর তোমরা ছাগবৎসের মাৎস তাহার মাতৃদুগ্ধেতে পাক করিব না। ২২ আর তোমরা বৎসর ২ ক্ষেত্রেতে বীজোৎপন্ন তাবৎ শস্যের দশমাংস পৃথক করিব। ** এবং তোমাদের প্রভু পরমেশ্বর আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করবেন, সে স্থানে তোমরা আপন ২ শস্যের ও দ্রাক্ষারসের ও তৈলের দশমাংশ ও গোমেষাদিপালের