পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У У о কর, এই জন্যে আমি আদ্য তোমাদিগকে এই আজ্ঞা দিতেছি। . ** আর তোমার নিকটে সুখে থাকাতে সে যদি তোমাকে ও তোমার বাটীকে ভাল বাসিয়া কহে, আমি তোমাকে ছাড়িয়া যাইব না ; তবে তুমি এক গুজি লইয়া কপাটের সহিত তাহার কর্ণ বিন্ধিব, তাহাতে সে সৰ্ব্বদা তোমার দাস হইয়া থাকিবে; আর দাসীর প্রতিও তদ্রুপ করিব । ** ছয় বৎসর তোমার সেবা করাতে সে বেতনজীবি ভূত্য অপেক্ষ তোমার প্রতি দ্বিগুণ ফলদায়ক হইয়াছে, এই কারণ তাহাকে মুক্ত করিয়া বিদায় করিতে কঠিন বোধ করিব না ; তাহাতে তোমার প্রভূ পরমেশ্বর তোমার সকল ক্রিয়াতে আশীৰ্ব্বাদ করিবেন।

    • তোমরা আপন ২ গোমেষাদি পশুপালহইতে উৎপন্ন সমস্ত প্রথমজাত পূ২পস্তকে অাপন প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র করিব1; তোমরা গোরুর প্রথমজাতদ্বারা কোন কর্ম করিব না, এব^ তোমাদের প্রথমজাত মেষের লোম ছেদন করিব না । * ° পরমেশ্বর যে স্থান মনোনীত করবেন, সেই স্থানে তোমাদের প্রভু পরমেশ্বরের সম্মুখে তোমরা সপরিবারে প্রতি বৎসর তাহা ভোজন করিবা। * * যদি তাহাতে কোন দোষ থাকে, অর্থাৎ সে যদি খঞ্জ কিম্বা অন্ধ কিম্বা অন্য কোন প্রকার দোষী হয়, তবে তোমরা আপন প্রভূ পরমেশ্বরের উদ্দেশে তাহ বলিদান করিব না, ** কিন্তু আপন নগরদ্বারের ভিতরে তাহা ভোজন কfরবী ; শুচি কি অশুচি, উভয় লোকই কৃষ্ণসারের কিম্বা হরিণের ন্যায় তাহ ভোজন করিতে পারে । ** তোমরা কেবল তাহার রক্ত ভোজন করিব না, তাহ জলের ন্যায় ভূমিতে ঢালিবা । -

১ ৬ অধ্যায় । ১ নিম্ভার পর্বের কথা, ৯ ও সাত সপ্তাহের পরে উৎসবের কথা, ১৩ ও কুটীরের উৎসবের কথা, ১৬ ও বৎসরে তিন বার ধর্মধামে গমনের কথা, ১৮ ও বিচারকত্তাদের নিরূপণের কথা, ২১ ও চৈত্য ও প্রতিমা স্থাপনে নিষেধ।

  • তোমরা আবীব মাসকে মান্য করিব, ও তোমাদের প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিস্তার পৰ্ব্ব পালন করিব ; কেনন আবীব মাসে তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে রাত্রিকালে মিসরদেশহইতে বাহির করিয়া আনিয়া, ছিলেন। ২ এবৎ , পরমেশ্বর আপন নামের বাসাথে যে স্থান মনোনীত করবেন, সেই স্থানে তোমরা আপন প্রভু ; পরমেশ্বরের উদ্দেশে
190 -

দ্বিতীয় বিবরণ। [১৬ অধ্যায়। গোমেষাদি পালহইতে পশু লইয়া নিস্তারপর্বের বলি দান করিব । * এব^ তাহার, সহিত তাড়ীযুক্ত রুটী খাইবা না ; কেননা তোমরা মিসরদেশহইতে তারায় বাহির হইয়াছিলা ; অতএব তোমরা যেন যাবজ্জীবন মিসর হইতে নিগমনের সেই দিবস স্মরণে রাখ, এই জন্যে সাত দিবস সেই বলির সহিত দুরবস্থার তাড়ীশূন্য রুটী ভোজন করিব । " এবং সাত দিন তোমাদের তাবৎ সীমাতে তাড়ীযুক্ত রুটী দৃষ্ট না হউক ; এবং প্রথম দিবসের সন্ধ্যাকালে হত যে বলি, তাহার কিছুই মাংস প্রাতঃকাল পর্যন্ত অবশিষ্ট না থাকুক। “ তোমাদের প্রস্তু পরমেশ্বর তোমাদিগকে যে ২ নগর দিবেন, তাহার কোন দ্বারে নিস্তারপৰ্ব্বের বলিদান করিব না ; , কিন্তু তোমাদের প্রভু পরমেশ্বর আপন নামের বাসাথে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে সন্ধ্যাকালে সূৰ্য্যস্ত সময়ে, অর্থাৎ মিসরদেশহইতে তোমাদের বহির্গমন সময়ে নিস্তারপর্বের বলিদান করিবা৷ ” এবং তোমাদের প্রভূ পরমেশ্বরের মনোনীত স্থানে তাহ দগ্ধ করিয়া ভোজন করিব ; পরে প্রাতঃকালে তোমর ফিরিয়া আপন ২ তাম্বুতে যাইবা। ৮ তোমর ছয় দিবস তাড়ীশূন্য রুটী খাইবা, কিন্তু সপ্তম দিবসে তোমাদের প্রভু পরমেশ্বরের উদ্দেশে কাৰ্য্যত্যাগের দিন হইবে ; তাহাতে কোন কর্ম করিব1ন । ,, , ,

  • পরে তোমরা সাত সপ্তাহ গণনা করিবা, অর্থাৎ শস্যেতে প্রথম কাস্ত্য দেওন অবধি সাত সপ্তাহ গণনা করিব তোমাদের প্রভু পরমেশ্বরের আশীৰ্ব্বাদানুসারে স্বহস্তুে স্বেচ্ছাদন্ত উপহারদ্বারা তোমাদের প্রস্তু পরমেশ্বরের উদ্দেশে সপ্তাহের উৎসব পালন করিব। * এবং তোমাদের প্রভু পরমেশ্বর আপন নামের বাসাথে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তোমাদের প্রভু পরমেশ্বরের সম্মুখে তোমরা ও তোমাদের পুত্র ও কন্যা ও দাস ও দাসী ও তোমাদের নগরদ্বারবৰি লের্বীয় লোক ও তোমাদের মধ্যনিবাসি বিদেশীয় লোক ও পিতৃহীন ও বিধবা সকলে আনন্দ করিব। * আর তোমরা মিসর দেশে দাস ছিল, তাহ স্মরণ কর, ও এই সকল বিধি মানিয়া পালন কর। * পরে পরিষ্ণুকৃত শস্য ও দ্রাক্ষারস সংগ্ৰহ করিলে পর তোমরা সাত দিবস কুটীরের উৎসব পালন করিব। " এবং সেই উৎসবে তোমরা ও তোমাদের পুত্র ও কন্যা ও দাস ও দাসী ও তোমাদের নগরদ্বারবর্ষি লেবীয় লোক ও বিদেশীয় ও পিতৃহীন ও বিধবা সকলে আনন্দ করিবা। . ** পরমেশ্বরের মনোনীত স্থানে