পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৯ ই হাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনাদের উপরে রাজা করিব । তোমরা আপনাদের ভুতৃিগণের মধ্যহইতে রাজ লইয়া অাপ - নাদের উপরে নিযুক্ত করিব ; কিন্তু ভুতি, ভিন্ন অন্যদেশীয়কে আপনাদের উপরে রাজা করিতে পারিব না। ** আর সেই রাজা কোন ক্রমে আপনার জন্যে অনেক অশ্ব রাখিবে না, বিশেষতঃ অনেক অশ্বের চেটাতে লোকদিগকে পুনৰ্ব্বার মিসরদেশে গমন করাইবে না ; কেননা পরমেশ্বর তোমাদিগকে কহিয়াছেন, ইহার পরে তোমরা এই পথ দিয়া আর যাইব না। *? আর সে অনেক স্ত্রী বিবাহ করিবে না, পাছে তাহরি অন্তঃকরণ বিপথগামী হয় ; এবx আপনার জন্যে রূপা কিম্বা স্বর্ণ অতিশয় বৃদ্ধি করিবে না। ** এবং রাজসিAহাসনে উপবেশন কালে সে আপনার নিমিত্তে এক পুস্তকে লেবীয় যাজকদের সম্মুখস্থিত এই ব্যবস্থার অনুলিপি করিয়া ৯ আপনার নিকটে রাখিয়া যাবজ্জীবন প্রতিদিন পাঠ করিবে ; তাহাতে সে আপন প্রভু পরমেশ্বরকে ভয় করিতে ও এই ব্যবস্থার সমস্ত বাক্য ও বিধি পালন করিতে শিখিয়া “ আপন ভাতাদের উপরে মনে অহস্কার করিবে না, এবx আজ্ঞার দক্ষিণে কি বামে ফিরিবে না। এই রূপে ইসায়েল বংশের মধ্যে তাহার ও তাহার সন্তানদের রাজস্র দীর্ঘকালস্থায়ী হইবে । t ১৮ অধ্যায়। ১ পরমেশ্বরের যাজক ও লেবীয়দের অধিকারস্বরূপ হওন, ৩ ও যাজকদের প্রাপ্তির নির্ণয়, ৩ ও লেবী য়দের প্রাপ্তির নিণয়, ৯ ও কিনানীয়দের ন্যায় ব্যবহার করিতে নিষেধ, ১৫ ও বিশেষ ভবিষg দ্বক্তাকে মান্য করিতে আজ্ঞ, ২০ ও মিথ্যাভবি ষ্যদ্বক্তার দণ্ডের কথ1 } • লেৰীয় যাজকগণ প্রভূতি লেবির সমস্ত বংশ ইসুয়েল বংশের সহিত কোন অংশ কিম্বা অধিকার পাইবে না; তাহারা অগ্নিকৃত উপহার প্রভূতি পরমেশ্বরের অধিকৃত বস্তু ভোগ করিবে । * তাহারা আপন ভাতাদের মধ্যে কোন অধিকার পাইবে না, কিন্তু পরমেশ্বর আপন বাক্যানুসারে আপনি তাহাদের অধিকার হইবেন । h

  • আর লোকদের হইতে যাজকগণের প্রাপ্তব্য বিষয়ের এই বিধি, গোমেষাদি বলিদানকারি লোকের বলির স্কন্ধ ও দুই গাল ও ভূঁড়ি যাজককে দিবে। ° তোমরা আপন ২ প্রথম উৎপন্ন শস্য ও দ্রাক্ষারস ও তৈল এবং মেষের প্রথমছিন্ন লোম তাহাকে দিব । “ কেননা সৰ্ব্বদ দণ্ডায়মান হুইয়া পরমেশ্বরের নামে পরিচর্য

192 দ্বিতীয় বিবরণ। { ১৮ অধ্যায়। করিতে তোমাদের প্রভূ পরমেশ্বর তোমাদের তাবৎ বKশের মধ্যহইতে তাহাকে ও তাহার ভাবিব^শকে মনোনীত করিয়াছেন।

  • আর তাবৎ ইস্রায়েল বংশের মধ্যে তোমাদের কোন নগরদ্বারে যে লেবীয় লোক প্রবাস করে, সে যদি আপনার তাবৎ মনোবাঞ্ছাতে তথাহইতে পরমেশ্বরের মনোনীত স্থানে অাসিয়া , পরমেশ্বরের সম্মুখে দণ্ডায়মান আপন লেৰীয় ভাতাদের ন্যায় আপন প্রভু পরমেশ্বরের নামে পরিচর্য্যা করে ; ৮ তবে সে ভোজনাথে তাহীদের সমান অRশ পাইবে, তদ্ব্যক্তিরেকে আপন পৈতৃক অধিকার বিক্রয়ের মূল্যও ভোগ করিবে ।
  • তোমরা আপন প্রভু পরমেশ্বরের দত্ত দেশে উপস্থিত হইলে তথাকার ভিন্ন জাতীয়দের ঘৃণাহ ক্রিয়ার ন্যায় ক্রিয়া করিতে শিখিব না । ** বিশেষতঃ পুত্র কন্যাহোমকারী ও মন্ত্রজ্ঞ ও গণক ও মোহক ও মায়াবী ** ও সপবৈদ্যু ও ভূতড়িয়া ও গুণী ও ভৌতিকপরামর্শার্থী তোমাদের মধ্যে যেন না পাওয়া যায় । * * কেনন পরমেশ্বর এই সকল ক্রিয়াকারিদিগকে ঘৃণা করেন ; সেই ঘৃণাহ ক্রিয়া প্রযুক্ত তোমাদের ছু পরমেশ্বর তোমাদের সন্মুখহইতে তাহাদিগকে দূর করবেন তোমরা আপন প্ৰভু পরমেশ্বরের উদ্দেশে সরলাচরণ কর । ** কেননা তোমরা যে ভিন্নজাতীয়দিগকে বহির্ভূত করিব, তাহারা গণক ও মন্ত্রজ্ঞদের কথাতে মনোযোগ করে ; কিন্তু তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে তাহা করিতে দেন না ।
    • তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের মধ্যহইতে অর্থাৎ তোমাদের ভুতৃিগণের মধ্যহইতে আমার সদৃশ ভবিষ্যদ্বক্তার উদয় করিবেন, তাহার কথাতে তোমরা মনোযোগ করিব । ** আমরা যেন আপন প্রস্তু পরমেশ্বরের রব পুনৰ্ব্বার শ্রবণ না করি, ও এই মহাগ্নি আর না দেখি ও না মরি, হোরেবে থাকিয়া সমাগমের দিবসে তোমরা আপন প্রভু পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করিয়াছিল । * তাহাতে পরমেশ্বর আমাকে কহিলেন, ইহার উত্তম কহিতেছে। * আমি ইহাদের কারণ ইহাদের ভূতৃগণের মধ্যহইতে তোমার সদৃশ এক ভাবষ্যদ্বক্তাকে উৎপন্ন করিব, ও তাহার মুখে আমার বাক্য দিব ; তাহাতে আমি তাহাকে যে ২ আজ্ঞা করিব, তাহা তিনি তাহাদিগকে কহিবেন। ** তিনি আমার নামে যে ২ কথা কহিবেন, তাহা যে জন না শুনিবে, তাহার বিচার আমি করিব । ,
    • আমি যাহা কহিতে আজ্ঞা করি নাই,