পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 8 চক্ষুর পরিশোধে চক্ষু, ও দন্তের পরিশোধে দন্ত, ও হস্তের পরিশোধে হস্ত, ও পদের পরিশোধে পদ লইবা । ९० অধ্যায় । ১ যুদ্ধ সময়ে যাজকের কথা, ৫ ও অধ্যক্ষগণের কথা, ১• ও শত্ৰুদের নগরের প্রতি ব্যবহারের নিণয়, ১৬ ও সাত জাতীয়দের বিনাশ করণের আজ্ঞ, ১৯ ও যুদ্ধ সময়ে ফলবান বৃক্ষ নষ্টকরণে নিষেধ ।

  • তোমরা আপন শজুদের প্রতিকুলে যুদ্ধ করিতে বহির্গমন করিলে যদি আপনাদের অপেক্ষ অধিক অশ্ব ও রথ ও জনতা দেখ, তথাপি ভয় করিও না, কেননা যিনি মিসরদেশহইতে তোমাদিগকে আনিয়াছেন, তোমাদের সেই প্ৰভু পরমেশ্বর তোমাদের সহিত থাকিবেন । ২ এব^ তোমরা যুদ্ধার্থে নিকটবৰ্ত্তী হইলে যাজক আসিয়া লোকদের নিকটে কথা কহিবে, ৩ ও তাঁহাদিগকে এই কথা বলিবে, হে ইস্রায়েল বxশ, শুন, তোমরা অদ্য আপন শজুদের সহিত যুদ্ধ করিতে যাইতেছ, কিন্তু অন্তঃকরণে নিরাশ হইও না ও ভয় করিও না ও কম্পবান হইও না, ও তাহাদের হইতে ত্ৰাসযুক্ত হইও না। " কেননা তোমাদিগকে জয়ী করণার্থে তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের পক্ষে শত্ৰুগণের প্রতিকুলে যুদ্ধ করিতে তোমাদের সহিত যাইতেছেন।
  • এবং অধ্যক্ষগণ লোকদিগকে এই কথ! কহিবে, তোমাদের মধ্যে কে নুতন গৃহ নিৰ্মাণ করিয়া তাহার প্রতিষ্ঠা করে নাই ? সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক তাহার প্রতিষ্ঠা করে, এই জন্যে সে আপন গৃহে ফিরিয়া যাউক । * আর কে দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার প্রথম ফল ভোগ করে নাই ? সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক তাহার প্রথম ফল ভোগ করে, এই জন্যে সে আপন গৃহে ফিরিয়া যাউক। " এবং বাগদান হইলেও কে বিবাহ করে নাই ? সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক তাহার ভার্যাকে গ্রহণ করে, এই জন্যে সে আপন গৃহে ফিরিয়া যাউক । ৮ অধ্যক্ষগণ লোকদিগকে আরো কহিবে, ভীরু ও ভয়শীল লোক কে আছে ? তাহার মনের ন্যায় পাছে তাহার ভাতাদের মন সাহসহঁীন হয়, এই জন্যে সে আপন গৃহে ফিরিয়া যাউক । * অপর অধ্যক্ষগণ লোকদের সহিত কথা সাঙ্গ করিলে পর তাহারা সৈন্যের উপরে সেনাপতি নিযুক্ত করিবে ।
  • আর তোমরা কোন নগরের প্রতিকুলে যুদ্ধ করিতে তাহার নিকটে উপস্থিত হইলে অগে সন্ধির কথা ঘোষণা করিব। * তা

194 দ্বিতীয় বিবরণ। [২০,২১ অধ্যায়। হাতে যদি তাহারা সন্ধিতে সন্মত হইয়। তোমাদের জন্যে নগরদ্বার খুলে, তবে সেই নগ- , রীয় তাবৎ লোক তোমাদিগকে কর দিবে ও তোমাদের সেবা করিবে । ** আর যদি তাহারা সন্ধি না করিয়া তোমাদের সহিত যুদ্ধ করে, তবে তোমরা তাহাদের নগর অবরোধ করিব । ** পরে তোমাদের প্রভু পরমেশ্বর তাহা তোমাদের হস্তগত করিলে তোমরা তাহার সমস্ত পুরুষকে খড়গের ধারে বধ করিব । ** কিন্তু স্ত্রীগণ ও বালকগণ ও পশুগণ ইত্যাদি নগরের সর্বস্ব আপনাদের জন্যে লুটস্বরূপ গ্ৰহণ করিয়া তোমাদের প্রভু পরমেশ্বরের দত্ত শজুদের লুট ভোগ করিব। * এই নিকটবন্ত্ৰি জাতিদের নগর ব্যতিরেকে যে সকল নগর তোমাদের হইতে অতি দূরে আছে, তাহদেরই প্রতি এই রূপ করিব ।

    • কিন্তু এই (নিকটবৰ্ত্তি) জাতিদের যে ২ নগর তোমাদের প্রভু পরমেশ্বর অধিকারার্থে তোমাদিগকে দিবেন, তাহার মধ্যে কোন প্রাণিকে জীবৎ রাখিব না। ** তোমরা আপন প্রভু পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহাদিগকে, অর্থাৎ হিকীয় ও ইমোরীয় ও কিনানীয় ও পিরিষীয় ও হিন্দ্রীয় ও যিৰূষীয় লোকদিগকে বজ্জিতরুপে বিনষ্ট করিব। ৮ নতুবা কি জানি, তাহার আপন ২ দেবতাদের উদ্দেশে যে ২ ঘৃণাৰ্ছ কর্ম করে, তাহা করিতে তোমাদিগকেও শিখাইবে, তাহাতে তোমরা আপন প্রভু পরমেশ্বরের প্রতিকুলে অপরাধী হইব।
    • আর যুদ্ধ করিয়া কোন নগর হস্তগত করণাথে যদি বহুকাল পর্যন্ত অবরোধ করিয়া থাকিতে হয়, তবে কুঠারাঘাতদ্বারা তথাকার বৃক্ষ ছেদন করিব না, কেননা তোমরা তাহার ফল ভোগ করিতে পারিবী ; অতএব নগরের রোধকায্যের নিমিত্ত্বে সে সকল কাটিও না ; কেননা ক্ষেত্রের বৃক্ষেতে মনুষ্যের প্রয়োজন । ** কিন্তু এই বৃক্ষহইতে খাদ্য জন্মে না, ইহা যে ২ বৃক্ষের বিষয়ে জ্ঞাত আছ, সে সকল নষ্ট করিতে ও কাটিতে পারিবী ; এব^ তোমাদের সহিত যুদ্ধকারি নগর যে পর্যন্ত পরাস্ত না হয়, তাবৎ সেই নগরের প্রতিকুলে তাহাদ্বারা দুর্গ নির্মাণ করিব ।

২১ অধ্যায়। ১ অনিশ্চিত বধের প্রায়শ্চিত্ত, ১০ ও সুন্দরী বন্দি মন্ত্রীকে বিবাহ করণের নিয়ম, ১৫ ও অপ্রিয়াজাত্ত জ্যেষ্ঠ পুত্রের অধিকার নির্ণয়, ১৮ ও অবাধ্য পুত্রকে বধ করণের আড়া, ২২ ও উদ্বন্ধলে রাখনের নিয়ম ।

  • তোমাদের প্রভু পরমেশ্বর অধিকারার্থে যে দেশ তোমাদিগকে দিবেন, তাহার মধ্যে যদি