পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ অধ্যায় ।] লৌহান্ত্র ভুলিব না। - এবং তোমাদের প্রভূ পরমেশ্বরের সেই বেদি অখোদিত প্রস্তর দ্বারা গাথিবী, ও তাহার উপরে তোমাদের প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করিব, ও মঙ্গলার্থক বলি দান করিবা ; এবং সেই স্থানে ভোজন করিয়া তোমাদের প্রভূ পরমেশ্বরের সম্মুখে আনন্দ করিবা৷ ” এবং সেই প্রস্তরের উপরে এই ব্যবস্থার সমস্তু বাক্য অতি সপষ্ট রূপে লিখিব : , ;* * পরে মুসা ও লেৰীয় যাজকগণ বংশের সমস্ত লোককে আরো কহিল, হে ইস্রায়েল বংশ, তোমরা মনোযোগ করিয়া শুন, অদ্য তোমরা আপন প্রভূ পরমেশ্বরের প্রজা হইল ঃ ** অতএব আপন প্ৰভু পরমেশ্বরের বাক্য মানিয়া অদ্য, আমার দত্ত র্তাহার এই সমস্ত বিধি ও ব্যবস্থার আজ্ঞানুসারে আচরণ কর । । - - ... * -

    • সেই দিবসে মূসা লোকদিগকে এই আজ্ঞা করিল, ১২ তোমরা যদ্দন নদী পার হইলে পর শিমিয়োন ও লেবি ও বিহুদ ও ইষাথর ও যুষফ ও বিন্যামীন, এই সকল বxশ লোকদিগকে আশীৰ্ব্বাদ করিতে গিরির্ষীম পৰ্ব্বতে দাড়াইবে । ** এবং রূবেন ও গাদ ও অাশের ও সিবুলুন ও দান ও নপ্তালি, এই সকল বংশ শাপ দিতে এবল পৰ্ব্বর্তে দাড়াইবে। .

তাহার পরে লেৰীয় লোকেরা ইসুয়েলের সমস্ত ব^শকে এই কথা উচ্চৈঃস্বরে কহিবে, * যে মনুষ্য পরমেশ্বরের ঘৃণিত বস্তু অর্থাৎ শিল্পকরের হস্তুনির্মিত কোন খোদিত কিম্বা ছাচে ঢালা প্রতিমা নির্মাণ করিয়া গুপ্ত স্থানে স্থাপন করে, সে শাপগুস্ত ; তাহাতে সমস্ত লোক সায় দিয়া - এমন হউক’ কহিবে। ** এবং যে কেহ আপনি পিতামাতাকে অবজ্ঞা করে, সে শাপগুস্ত তাহাতে সমস্ত লোক ‘এমন হউক কহিবে । ** এবং যে কেহ আপন প্রতিবাসির ভূমিচিহ্ন স্থানান্তর করে, সে শাপগুস্ত; তাহাতে সমস্ত লোক ’ এমন হউক কহিবে। * এবং যে কেহ অন্ধকে পথহইতে ভূমণ করায়, সে শাপগুস্ত ; তাহাতে সমস্ত লোক *এমন হউক’ কহিবে। ** এবং যে কেহ বিদেশির ও পিতৃহীনের ও বিধবার বিচারে অন্যায় করে, সে শাপগুস্ত তাহাতে সমস্ত লোক ‘এমন হউক কহিবে । ২° এবং যে কেহ পিতৃভাযাতে গমন করে, সে আপন পিতার আবরণীয় অনাচ্ছাদন করণ প্রযুক্ত শাপগুস্ত ; তাহাতে সমস্তু লোক - এমন হউক’ কহিবে। ** এবK যে কেহ কোন পশুতে উপগত হয়, সে শাপগুস্ত তাহাতে সমস্ত লোক এমন হউক? কহি 2 пр দ্বিতীয় বিররণ। 久93 বে। ২২ এবx" যে কেহ আপনার ভগিনীতে অর্থাৎ পিতার কিম্বা মাতার কন্যাতে উপগত হয়, সে শাপগুস্ত ; তাহাতে সমস্ত লোক ‘এমন হউক’. কহিবে । లి এব৭২ যে কেহ আপনি শ্বক্রতে উপগত হয়, সে শাপগ্ৰস্ত ; তাহাতে সমস্ত লোক ‘ এমন হউক কহিবে । ** এব^ যে কেহ গুপ্তভাবে আপন প্রতিবাসিকে বধ করে, সে শাপগুস্ত ; তাহাতে সমস্ত লোক ‘এমন হউক’ কহিবে। &* এবং যে কেহ নিরপরাধের প্রাণ হত্যা করিতে উৎকোচ গ্রহণ করে, সে শাপগুপ্ত। তাহাতে সমস্ত লোক ’ এমন হউক' কহিবে । ২° এবং যে কেহ এই ব্যবস্থার কথা সকল পালন করিতে তাহাতে আস্থা না করে, সে শাপগুস্ত ? তাহাতে সমস্ত লোক * এমন হউক’ কহিবে। . . . . . . . . - ২৮ অধ্যায়। ১ আজ্ঞাপালনের ফল, ১৫ ও আডালঙ্ষনের ফল ।

  • আমি তোমাদিগকে অদ্য যে আজ্ঞা জ্ঞাপন করি, সেই সকল পালন করিতে যদি তোমরা যতন পূৰ্ব্বক আপন প্রভু পরমেশ্বরের বাক্য শুন, তবে তোমাদের প্রভু পরমেশ্বর পৃথিবীন্থ সমস্ত জাতি অপেক্ষা তোমাদিগকে শ্রেষ্ঠ করিখ বেন । ২ এবং তোমাদের প্রভু পরমেশ্বরের বাক্য শ্রবণ করাতে এই সকল আশীৰ্ব্বাদ তোমাদের প্রতি বৰ্ত্তিবে ও , তোমাদিগেতে আশ্রয় করবে। - তোমরা নগরে আশীৰ্ব্বাদযুক্ত, ও ক্ষেত্রে আশীৰ্ব্বাদযুক্ত হইবা । " এবং তোমাদের শরীরের ফল , ও ভূমির ফল ও পশুর ফল অর্থাৎ গোমেষাদি পালের বৃদ্ধি আশীব্বাদযুক্ত হইবে। - এবং তোমাদের চুপড়ি ও ময়দার পাত্র আশীৰ্ব্বাদযুক্ত হইবে। ° এবং তোমরা গৃহে আগমন সময়ে ও বাহিরে গমন সময়ে আশীৰ্ব্বাদযুক্ত হইব। " এবং পরমেশ্বর তোমাদের প্রতিকুলে উত্থিত শত্ৰুগণকে তোমাদের সাক্ষাতে তাড়াইয়া দিবেন ; তাহারা এক পথ দিয়া তোমাদের প্রতিকুলে আসিবে, কিন্তু সাত পথ দিয়া তোমাদের সন্মুখহইতে পলায়ন করিবে। ৮ এবং পরমেশ্বর আজ্ঞা করিয়া তোমাদের গোলাঘরে ও তোমাদের হস্তাপিত সকল কর্মেতে তোমাদিগকে আশীৰ্ব্বাদযুক্ত করিবেন ; এবং তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে যে ভূমি দিবেন, তাহাতেও তোমাদিগকে আশীৰ্ব্বাদ করিবেন। তোমাদের প্রভু পরমেশ্বরের আজ্ঞা পালন ও র্তাহার পথে গমন করাতে পরমেশ্বর আপন দিব্যানুসারে তোমাদিগকে আপনার পবিত্র প্রজারূপে স্থাপন করিবেন ** এবং তোমরা পরমেশ্বরের নামে

- 20]