পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ অধ্যায় ।] পরমেশ্বর তোমাদিগকে যে সকল জাতির হস্তগত করিবেন, তাহাঁদের মধ্যে তোমরা আশস্কার ও গল্পের ও উপকন্থার আসপদ হইবা । ** তোমরা ক্ষেত্রেতে বহু বীজ বহিয়া লইয়া যাইব, কিন্তু অল্প সৎগুহ করিব ; কেননা পঙ্গপাল ফড়িঙ্গ তাহ বিনষ্ট করিবে। -- ও তোমরা দ্বাক্ষাক্ষেত্র কর্ষণ করিয়া রোপণ করিবা বটে, কিন্তু রস পান করিতে ও দ্রাক্ষাফল চয়ন করিতে পাইবা না ; কেননা কীট সকল তাহা খাইয়া ফেলিবে । * ° তোমাদের সকল সীমাতে জি হইবে বটে, কিন্তু তৈল মদন করিতে পাইবা না ; কেননা তাহার সমস্ত ফল পড়িয়া যাইবে । ** এবং তোমরা পুত্র কন্যাগণের জন্ম দিবা বটে, কিন্তু তাঁহাদের প্রতি তোমাদের স্বতৰ থাকিবে না ; কেননা তাহারা বন্দী হইয়া দূরে যাইবে । " এবং পঙ্গপাল ফড়িঙ্গ তোমাদের সমস্ত বৃক্ষ ও ক্ষেত্রোৎপন্ন ফল ভোগ করিবে। ** এবং তোমাদের মধ্যবত্তি বিদেশীয় লোকেরা তোমাদের হইতে অতি উন্নত হইবে, ও তোমরা তাহাদের হইতে অতি নীচ হইবা । * ° তাহারা তোমাদিগকে ঋণ দিবে, কিন্তু তোমরা তাহাদিগকে ঋণ দিতে পারিব না ;. তাহার উত্তমাঙ্গস্বরূপ হইবে ও তোমরা লাঙ্গলস্বরূপ হইব। •• এই সমস্ত অভিশাপ তোমাদের প্রতিকুলে আসিয়া তোমাদিগকে তাড়না করিয়া তোমাদের বিনাশ পর্যন্ত তোমাদিগেতে আশ্রয় করিবে ; কেননা তোমাদের প্রভু পরমেশ্বর যে সকল আজ্ঞা ও বিধি দিলেন, তাহ পালন করিতে তোমরা তাহার বাক্য শুনিলা না। ** অতএব সে সমস্ত তোমাদের উপরে ও তোমাদের ব^শের উপরে নিত্য চিহ্ন ও আশ্চৰ্য্যস্বরূপ থাকিবে । ** সৰ্ব্বপ্রকার সম্পত্তির বাহুল্যকালে তোমরা আনন্দপূৰ্ব্বক প্রফুলমনে আপন প্রভু পরমেশ্বরের সেবা করিলা না ; *- এই হেতুক পরমেশ্বর তোমাদের প্রতিকুলে যে শত্ৰুগণকে পাঠাইবেন, তোমরা ক্ষুধা ও তৃষ্ণা ও উলঙ্গতা ও সকলের অভাব ভোগ করিতে ২ তাহাদিগকে সেবা করিবা ; এবং তোমাদের বিনাশ না হওন পর্যন্ত তাহার তোমাদের স্কন্ধে লৌহের যোয়ালি দিবে। -- পরমেশ্বর তোমাদের প্রতিকুলে অতি দুরহইতে অর্থাৎ পৃথিবীর সীমাহইতে উৎক্রোশ পক্ষির ন্যায় দ্রুতগামি এক জাতিকে আনিবেন, সেই জাতির ভাষা তোমরা বুঝিতে পারিব না ; ** তাহারা ভয়ঙ্করবদন হইবে, বৃদ্ধের মুখাপেক্ষা করিবে না, ও বালকদের প্রতি দয়া করিবে না। • এব২ যে পর্যন্ত তোমাদের বিনাশ না হয়, তাবৎ তাহারা তোমাদের পশুর ফল ও ভূমির শস্য - 2 D 2 দ্বিতীয় বিবরণ। ২০৩ ভোজন করিবে ; তোমাদের বিনাশ না হওন পর্যন্ত তোমাদের জন্যে শস্য কিম্ব দ্রাক্ষারস কিম্ব তৈল কিম্বা গোমেষাদি পালের শাবক অবশিষ্ট রাখিবে না। ** এবং তোমাদের দেশের যে সমস্ত উচ্চ ও সুরক্ষিত প্রাচীরেতে তোমরা বিশ্বাস করিলা, যাবৎ সে প্রাচীর পতিত না হয়, তাবৎ তাহার তোমাদের সমস্ত নগরদ্বার অবরোধ করিবে ; তাহার তোমাদের প্রভু পরমেশ্বরের দত্ত সমস্ত দেশের সমস্ত নগরদ্বারে তোমাদিগকে অবরোধ করিবে ।- ** এই রূপে তোমাদের অবরোধসময়ে তোমাদের শত্ৰুগণ তোমাদিগকে ক্লেশ দিলে তোমরা আপন ২ শরীরের ফল অর্থাৎ প্রভু পরমেশ্বরের দন্ত তোমাদের পুত্র ও কন্যাদিগের মাংস ভোজন করিব । ** এবং তোমাদের মধ্যে যে পুরুষ কোমল ও অতিশয় সুখভোগী, সে আপন ভাতার ও বক্ষঃস্থিত ভাৰ্য্যার ও অবশিষ্ট বালকদের প্রতি কুদৃষ্টি করবে। ** এবং তাবৎ নগরদ্বারে শত্ৰুগণদ্বারা তোমাদের ক্লেশ ও অবরোধ হওন সময়ে সমস্ত - খাদ্যের অভাব হওয়াতে সে আপন খাদ্য সন্ততির মাৎস তাহাদের কাহাকেও দিবে না । ** অrর যে স্ত্রী কোমলতা ও সুখভোগ প্রযুক্ত আপন পদতল ভূমিতে রাখিতে সাহস করে নাই, তোমাদের মধ্যবর্কিনী সেই কোমলাঙ্গী ও সুখভোগিনী নারী আপন বক্ষস্থিত স্বামির ও পুত্রের ও কন্যার প্রতি কুদৃষ্টি করবে। ** এবং তাবৎ নগরদ্বারে তোমাদের শত্ৰুগণদ্বারা তোমাদের ক্লেশ ও অবরোধ হওন সময়ে সমস্তুের অভাব হওয়াতে ঐ স্ত্রী আপনার দুই পায়ের মধ্যহইতে নিগর্ত গৰ্বপুপকে ও প্রসবিত বালককে গুপ্তরূপে ভোজন করবে। * আর ক্রযুক্ত ও ভয়ানক নাম বিশিষ্ট তোমাদের প্রভু পরমেশ্বরকে ভয় করিতে যদি তোমরা এই পুস্তকে লিখিত সমস্ত ব্যবস্থার কথা মনোযোগ পূৰ্ব্বক পালন না কর ; ** তবে পরমেশ্বর আশ্চর্য রূপে তোমাদের ও তোমাদের বxশের প্রতি আঘাত করবেন ; ফলতঃ বহুকালস্থায়ি মহা আঘাত ও বহুকালস্থায়ি ব্যথাজনক রোগ ; ** এবং তোমরা যাহা ভয় কর, সেই মিস্ট্রীয় মহাব্যাধি সকল তোমাদের মধ্যে আনিবেন ; সে সকল তোমাদিগেতে আশ্রয় করিবে। ২• তদ্ভিন্ন যাহা এই ব্যবস্থাপুস্তকে লিখিত নাই, এমত প্রত্যেক রোগ ও অঘিাত তোমাদের বিনাশ না হওন পর্যন্ত তোমাদের প্রতি পরমেশ্বর আনিবেন । * তাহাতে তোমরা আকাশস্থ তারার ন্যায় বছসAখ্যক হইলেও অলপসংখ্যক অবশিষ্ট থাকিব; কেননা তোমরা 203