পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి আদিপুস্তক l তাহার পাশ্বে দ্বার রাখ, এব^ তাহার প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় তালা নির্মাণ কর। • কেননা দেখ, আকাশের নীচে প্রাণবায়ুবিশিষ্ট যত জীবজন্তু আছে, সেই সকলকে নষ্ট করণাথে আমি পৃথিবীতে জলপলাবন করিব, তাহাতে পৃথিবীর তাবৎ প্রাণী প্রাণত্যাগ করিবে। ৮ কিন্তু তোমার সহিত আমি আপনার এই নিয়ম স্থির করি ; তুমি আপন পুত্রগণকে ও স্ত্রীকে ও পুত্রবধুদিগকে সঙ্গে লইয়া সেই জাহাজে প্রবেশ করিব। -- এবং প্রাণবিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রী পুরুষ যুগ্ম ২ লইয়া প্রাণ রক্ষার্থে তাহাদিগকে আপনার সহিত সেই জাহাজে প্রবেশ করাইবা ; ২ ° ফলতঃ সৰ্ব্বপ্রকার পক্ষী ও সৰ্ব্বপ্রকার পশু ও সৰ্ব্বপ্রকার ভূচর কীট এক ২ যুগ্ম হইয় প্রাণরক্ষার্থে তোমার নিকটে যাইবে । ** এব^ তোমার ও তাহাদের আহারাথে তুমি তাবৎ প্রকার উপযুক্ত সামগ্ৰী আনিয়া আপনার নিকটে সঞ্চয় করিব। তাহাতে নোহ সেই রূপ করিল, ঈশ্বরের আজ্ঞানুসারেই তাবৎ কর্ম করিল। ৭ অধ্যায়। ১ জাহাজ আরোহণ করিতে নোহের প্রতি ঈশ্বরের আজ্ঞা, ৭ ও নোহের ও তাহার পরিবারের ও পশু প্রভূতির জাহাজে আরোহণ, ১৭ ও প্লাবনের বিবরণ।

  • অপর পরমেশ্বর নোহকে কছিলেন, জুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর, কেননা এই কালের লোকদের মধ্যে তোমাকেই সাধু দেখিতেছি। ং তুমি গুচি পশুর স্ত্রীপুরুষ লইয়া প্রত্যেক জাতির সাত যোড়া, এবং অশুচি পশুর স্ত্রীপুরুষ লইয়া প্রত্যেক জাতির এক যোড়া ; * এবং খেচর পক্ষিগণের স্ত্রীপুরুষ লইয়। প্রত্যেক জাতির সাত যোড়া ভূমগুলেতে তাহাদের বখশ রক্ষাথে আপনার সঙ্গে লও। • কেননা সপ্তাহের পর আমি পৃথিবীতে চল্লিশ দিবারাত্রি বৃষ্টি করাইয়া আমার সৃষ্ট তাবৎ প্রাণিকে পৃথিবীহইতে উচ্ছিন্ন করিব। * তখন নোহ পরমেশ্বরের আজ্ঞানুসারে তাবৎ কর্ম করিল । * নোহের ছয় শত বৎসর বয়সের সময়ে পৃথিবীতে জলপলাবন হইল।
  • পরে জলপলাবনের ভয়ে নোহ ও তাহার

স্ত্রী ও পুত্ৰগণ এবং পুত্রবধূগণ সকলে জাহাজে প্রবেশ করিল।, ৮ এবং নোহের প্রতি ঈশ্বরের - র শুচি ও অশুচি পশু ও পক্ষি এবx সৰ্ব্বপ্রকার ভূচর প্রাণির - স্ত্রীপুরুষ যোড়া ২ হইয়। জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল। ** পরে সপ্তাহ গত হইলে পৃথিবীতে জলপলাবন হইতে লাগিল । * ° নোহের বয়সের ছয় শত বৎসরের 6 [৭,৮ অধ্যায় । দ্বিতীয় মাসের সপ্তদশ দিনে মহাসমুদ্রের সমস্ত উনুই ভাঙ্গিয় গেল, এবং গগণস্থ দ্বার সকল মুক্ত হইল। ২ তাহাতে পৃথিবীতে চল্লিশ দিবারাত্রি মুষলধারে বৃষ্টি হইতে লাগিল। ** সেই দিনে নোহ এবং শাম ও হাম ও যেফৎ নামক তাহার পুত্ৰগণ এবং তাহাদের সহিত নোহের স্ত্রী ও তিন পুত্রবধূ জাহাজে প্রবেশ করিল। ** এবং তাহাদের সহিত সৰ্ব্বজাতীয় বন্য পশু ও সৰ্ব্বজাতীয় গ্রাম্য পশু ও সৰ্ব্বজাতীয় ভূচর কীট ও সৰ্ব্বজাতীয় খেচর পক্ষী, * অর্থাৎ প্রাণবায়ুবিশিষ্ট সৰ্ব্বপ্রকার জীবজন্তু যুগ্ম ২ হইয়। জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল। ** ফলতঃ তাহার প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে সর্বপ্রকার প্রাfণর স্ত্রীপুরুষ যোড়া ২ হইয় প্রবেশ করিল ; পরে পরমেশ্বর দ্বার বদ্ধ করিলেন।

    • অনন্তর চল্লিশ দিন পয্যন্ত পৃথিবীতে জলপলাবন হইল, তাহাতে জল বৃদ্ধি পাইলে জাহাজ মৃত্তিক ছাড়িয়া ভাসিয়া উঠিল। ৮ পরে ক্রমে ২ পৃথিবীতে অতিশয় জল বৃদ্ধি হইলে জাহাজ জলের উপরে ভাসিয়া গেল। ** এই রূপে পুথিবীতে অত্যন্ত জল বাড়িল ; তাহাতে আকাশমণ্ডলের অধঃস্থিত তাবৎ মহাপর্বত মগ্ন হইল। ** ও তাহার উপরে পোনের হাত জল উঠিলে সকল পৰ্ব্বত মগ্ন হইল। তাহাতে পক্ষী এবং গ্রাম্য ও বন্য পশু ও ভূচর প্রাণী ও মনুষ্য প্রভূতি পুথিবঁীনিবাসি তাবৎ প্রাণী মরিল স্থলচর যত প্রাণির নাসিকাতে প্রাণবায়ুর সঞ্চার ছিল, সকলে মরিল। ২° এই রূপে ভূমণ্ডলনিবাসি তাবৎ প্রাণী, অর্থাৎ মনুষ্য ও পশু ও কীট ও আকাশীয় পক্ষি সকল লুপ্ত হইয়া পৃথিবীহইতে উচ্ছিন্ন হইল, কেবল নোহ ও তাহার সঙ্গি জাহাজস্থ প্রাণির বঁচিল । ** এই রূপে পৃথিবী এক শত পঞ্চাশ দিন পর্যন্ত জলপলাবিত হইয়া রহিল।

৮ অধ্যায়। ১ প্লাবনের হ্রাস, ৬ দাড়কাককে উড়াইয়া দেওন, ১০ ও কপোতকে উড়াইয় দেওন, ১৫ ও জাহাজহইতে নামিতে ঈশ্বরের অডিা, ২০ ও ঈশ্বরের উদ্দেশে নোহের বলিদান করণ ও তাহার প্রক্তি ঈশ্বরের প্রতিজ্ঞ।

  • পরে ঈশ্বর নোহকে ও জাহাজে স্থিত তাহার সঙ্গি পশ্বাদি তাবৎ প্রাণিকে স্মরণ করিয়া পুথিবীতে বায়ু বহাইলে জলের হ্রাস হইতে লাগিল। ২ ফলতঃ মহাসমুদ্রের উনুই ও গগণস্থ দ্বার সকল বদ্ধ এবং আকাশের বৃষ্টি নিবৃত্ত হইলে ৩ জল ক্রমে ২ ভূমির উপর হইতে সরিয়া গিয়া এক শত পঞ্চাশ দিনের শেষে হ্রাস পাইল । * তাহাতে সপ্তম মাসের সপ্তদশ দিনে আরারটু নামক পৰ্ব্ব