পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১,৩২ অধ্যায় ।] প্রভু পরমেশ্বরের মনোনীত স্থানে তাহার সম্মুখে উপস্থিত হইবে, তৎকালে তোমরা ইস্রায়েলের তাবৎ বইশের সাক্ষাতে তাহাদের কর্ণে এই ব্যবস্থা পাঠ করিবা। ** এবণ তাহারা যেন তাহা শুনিয়া শিক্ষা পায়, ও তোমাদের প্রভু পরমেশ্বরকে ভয় করিয়া এই ব্যবস্থার তাবৎ অাজানুসারে কর্ম করিতে যতনবান হয়, এই জন্যে তোমরা লোকদিগকে অর্থাৎ পুরুষ ও স্ত্রী ও বালক ও নগরদ্বারের অন্তরস্থ বিদেশিগণ সকলকে একত্র করিব । **তাহাতে তোমাদের যে সন্তানগণ এই সকল জানে না, তাহারা তাহা শুনিবে, এবং ষে দেশ অধিকার করিতে তোমরা যদ্দন নদী পার হইয়া যাইতেছ, সেই দেশে যত কাল প্রাণধারণ করিব, তত কাল তাহারা তোমাদের প্রভু পরমেশ্বরকে ভয় করিতে শিক্ষা করিবে।

    • অপর পরমেশ্বর ক কহিলেন, দেখ, তোমার মৃত্যুর দিন উপস্থিত, ভূমি যিহোশুয়কে ডাক, এবং তোমরা উভয়ে মঞ্চলীর অাবাসে দণ্ডায়মান হও, আমি তাহাকে আড়া দিব। তাহাতে মূসা ও যিহোশূয় যাইয়া মণ্ডলীর আবাসে দণ্ডায়মান হইলে ** পরমেশ্বর আবাসে মেঘস্তম্ভমধ্যে দর্শন দিলেন; সেই মেঘস্তম্ভ আবাসের দ্বারের উপরে থাকিল । ।
    • তখন পরমেশ্বর কহিলেন, দেখ, তুমি আপন পিতৃলোকদের সহিত শয়ন করিলে এই লোকেরা বিপথগামী হইবে, এব^ যে দেশের মধ্যে প্রবেশ করিতে যাইতেছে, সেই দেশীয় ইতর দেবগণের সহিত ব্যভিচার করিবে, এব৭ আমাকে ত্যাগ করিয়া আপনাদের সহিত কৃত আমার নিয়ম লঙ্ঘন করবে। ” সেই সময়ে তাহাদের প্রতিকুলে আমার ক্রোধ প্রজারলিত হইলে আমি তাহাদিগকে ত্যাগ করিব ও তাহাদের হইতে আপন মুখ আচ্ছাদিত করিব ; তাহাতে তাহার শিকারস্বরূপ হইয়া নানা অমজল ও ক্লেশরপ বাণেতে আহত হইবে ; সেই সময়ে তাহার কহিবে, আমাদের প্রতি এই সমস্ত অমঙ্গল ঘটিতেছে, ইহার কারণ কি এ নয়, যে আমাদের ঈশ্বর আমাদের মধ্যবর্তী নহেন ? ** কিন্তু তাহারা ইতর দেবগণের প্রতি ফিরিয়া যে ২ অপরাধ করিবে, তন্নিমিত্তে সেই সময়ে আমি তাহাদের হইতে অবশ্য মুখ আচ্ছাদিত করিব। -- এখন আপনাদের জন্যে এই গীত লিখিয়া তুমি ইসায়েল বংশকে তাহ শিক্ষা দেও ও তাহাদিগকে মুখস্থ করাও তাহাতে এই গীত ইস্রায়েল বংশের প্রতিকুলে আমার সাক্ষিত্ত্বরূপ হইবে । ২ ° আমি যে দেশ তাহাদিগকে দিতে তাহাদের পূৰ্ব্বপুরুষদের কাছে

দিব্য করিয়াছি, সেই দুগ্ধমধুপ্রবাহি দেশে তা দ্বিতীয় বিবরণ। -२ ०१ হাদিগকে লইয়া গেলে তাহারা ভোজন করিয়া তৃপ্ত ও হৃষ্টপুষ্ট হইবে, এবং ইতর দেবগণের প্রতি ফিরিয়া তাহাদের সেবা করিবে, এবR আমাকে অগ্রাহ্য করিয়া আমার নিয়ম ভঙ্গ করিবে । ২ * তাহাতে যখন তাহাদের প্রতি নান অমঙ্গল ও ক্লেশ ঘটিবে, তৎকালে এই গীত সাঙ্কিম্বরূপ হইয়া আমার সম্মুখে সাক্ষ্য দিবে ; কেননা তাহাদের বখশ মুখের এই গান বিস্মৃত হইবে না। আমি যে দেশ বিষয়ে দিব্য করিয়াছি, সেই দেশে তাহাদিগকে আনয়ন করণের পূৰ্ব্বে এই ক্ষণে তাহার যে মনের কল্প নাতে হইতেছে, তাহা আমি জ্ঞাত আছি। ২ং পরে মূসা সেই দিবসে ঐ গীত লিখিয়া ইস্রায়েল বংশকে শিখাইল ”

    • অনন্তর তিনি নুনের পুত্ৰ ষিহোশূয়কে আজ্ঞ দিয়া কহিলেন, তুমি শক্তিমান ও সাহসী হও ; কেননা আমি ইস্রায়েল বংশকে যে দেশ দিতে দিব্য করিয়াছি, সেই দেশে তুমি তাহাদিগকে লইয়া যাইবা, এবং আমিও তোমার সঙ্গী হইব।

২° পরে মূসা সমাপ্তি পর্যন্ত এই সকল ব্যবস্থার কথা পুস্তকে লিথিয় ২৭ পরমেশ্বরের নিয় হক লেবীয়দিগকে এই আজ্ঞা করিল, ২° তোমরা এই ব্যবস্থাগ্রন্থ লইয়া তোমাদের প্রভু পরমেশ্বরের নিয়মসিন্দুকের পাশ্বে রাখ ; তাহা তোমাদের প্রতিকুলে সাক্ষিস্বরূপ হওনার্থে সেই স্থানে থাকিবে কেননা তোমাদের বিরুদ্ধাচারিতা ও অবাধ্যতা আমি জানি ; দেখ, তোমাদের সহিত আমি জীবৎ থাকিতেই অদ্য তোমরা যদি পরমেশ্বরের বিরুদ্ধাচারী হও, তবে আমার মরণের পরে কি না করিব ? . ২৮ তোমরা আপন ২ বKশের প্রাচীনগণকে ও অধ্যক্ষগণকে আমার নিকটে একত্র কর ; আমি তাহাদের প্রতিকুলে আকাশকে ও পৃথিবীকে সাক্ষী করিয়া তাহাদের কণে এই সকল কথা কহিব ৷ কেননা আমার মরণের পরে তোমরা সৰ্ব্বতোভাবে ভুষ্ট হইবা, এবং আমার আজ্ঞাপিত পথহইতে পরাভূখ হইবা, তাহ আমি জানি তোমরা আপনাদের হস্তকৃত ক্রিয়াতে পরমেশ্বরকে ক্রুদ্ধ করিতে র্তাহার সাক্ষাতে পাপ করিব ; এই নিমিত্তে শেষকালে তোমাদের অমঙ্গল হইবে। ** পরে মূসা সমা. পন পর্যন্ত ইস্রায়েল বংশের তাবৎ মণ্ডলীর কৰ্ণে পশ্চাৎ লিখিত গীতবাক্য কহিতে লাগিল । ৩২ অধ্যায়।

  • श्रीरलग्न श्रांछांश, १ ७ भीcउ में इंदग्नद्र श्रमूsiद्रक्ष्ट्र বলন, ১৫ ও লোকদের ভাবি দোষ ও দগু, ৪৪ ও মূসার নিবেদন, ৪৮ ও নিবে পৰ্ব্বতে আরোহণ করিতে মুসার প্রতি আজ্ঞা । -

- 207