পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০৮ • হে আকাশ, কর্ণ দেও; আমি কহি ; ও হে পৃথিবি, আমার মুখের কথা শুন । * আমার উপদেশ বৃষ্টির ন্যায় বৰ্ষিবে, ও আমার কথা শিশিরের ন্যায় ক্ষরিবে ; তাহা তৃণের উপরে মন্দ ২ পতিত বৃষ্টির ন্যায় এবং শাকসেচনকারি বর্ষার ন্যায় হইবে । * আমি পরমেশ্বরের নাম প্রচার করব ; তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীৰ্ত্তন কর । • তিনি শৈলস্বরূপ, ও তাহার কর্ম সিদ্ধ, ও তাহার সমস্ত পথ ন্যায্য ; তিনি বিশ্বাস্য ও নিষকপট ঈশ্বর, এবং তিনি ধাৰ্মিক ও সরল। “ এই লোকেরা ভুষ্ট, তাহার সন্তান নয়, কিন্তু সকলঙ্ক, এবx বিপথগামি ও কুটিল বxশ। “ হে মূঢ় ও অজ্ঞান জাতি, তোমরা কি পরমেশ্বরের প্রতি এই রূপ ব্যবহার করিতেছ ? তিনি কি তোমাদের ক্রয়কারি পিতা নহেন । তিনিই তোমাদের সৃষ্টি ও স্থিতিকৰ্ত্ত । তোমরা পূৰ্ব্বকালের দিন সকল স্মরণ কর, ও গত বহুপুরুষের বৎসর আলোচনা কর ; ও তোমাদের পিতাfদগকে জিজ্ঞাসা কর, তাহার তোমাদিগকে সুগোচর করিবে ; ওঁ তোমাদের প্রাচীনগণকে জিজ্ঞাসা কর, তাহারা তোমাদিগকে জ্ঞাত করিবে । ৮ নরজাতিদের অধিকার নিরূপণ কালে ও আদমের সন্তানগণকে পৃথক করণ কালে সৰ্ব্বাধ্যক্ষ ইস্রায়েলের পুত্রদের সxখ্যানুসারে প্রজাদের সীমা নিরূপণ করিলেন। ই কেননা পরমেশ্বরের প্রজা র্তাহার অংশস্বরূপ , যাকুবই তাহার অধিকারস্বরূপ । ** তিনি তাহাকে প্রান্তরদেশে ও পশুরোদন বিশিষ্ট মরুভূমিতে পাইলেন, ও তাহাকে আবরণ করিয়া শিক্ষা দিলেন, ও আপন, চক্ষুর তারার ন্যায় তাহাকে রক্ষা করিলেন । যেমন উৎক্রোশপক্ষী আপন বাসার নিকটে জাগ্ৰং থাকে, ও আপন শাবকগণের উপরে ঘুরে, ও পক্ষ বিস্তার করিয়া তাহাদিগকে তুলে, ও পালকের উপরে তাহাদিগকে বহন করে ;. ** তদ্রুপ পরমেশ্বর একাকী তাহাদিগকে লইয়া গেলেন ; তাহার সহিত কোন ইতর দেবতা ছিল না। • ° তিনি পুথিবীর উচ্চস্থানের উপরে তাহাদিগকে উড়ডয়নে গমন করাইলেন, এব^ ক্ষেত্রোৎপন্ন শস্যদ্বারা পোষণ করিলেন, এবং পৰ্ব্বতহইতে মধু ও চকমকি প্রস্তরময় শৈলহইতে তৈল পান করাইলেন ; ** এব^ গোরুর নবনীত ও মেষের দুগ্ধ ও মেষশাবকের মেদ ও বাশন দেশীয় মেষের ও ছাগলের মাংস ও উত্তম গোমের ময়দা তাহাদিগকে দিলেন, ও দ্রাক্ষার রক্তবর্ণ রস পান করাইলেন। " * - - 208 - = 眼 * - - - - -- . দ্বিতীয় বিবরণ। [৩২ অধ্যায় ।

    • কিন্তু যিশুরুন হৃষ্টপূষ্ট হইয় পদাঘাত করিল, এবং তাহার হৃষ্টপুষ্ট ও তৃপ্ত ও স্থূল হইয় আপন সৃষ্টিকৰ্ত্ত ঈশ্বরকে ত্যাগ করিল, ও আপন ত্রাণের পর্বতকে লঘু জ্ঞান করিল। ১৯ ও তাহারা অন্য দেবগণদ্বারা তাহার' উত্তাপ জন্মাইল, ও ঘৃণাহ পুৱলিকাদ্বারা তাহাকে বিরক্ত করিল। ** এবং ষে ভূতের ঈশ্বর নহে; এবং যে দেবগণকে তাহার পূৰ্ব্বে জানিত ন}; অর্থাৎ তোমাদের পূৰ্ব্বপুরুষেরা যাহাদিগকে ভয় করে নাই, এমত আধুনিক ও সদ্যোজাত দেবগণের উদ্দেশে হোম করিল। ’৮ তাহারা আপন জন্মদায়ি পৰ্ব্বতকে ত্যাগ করিল, ও আপন সৃষ্টিকারি ঈশ্বরকে বিস্তৃত হইল। - এমত দেথিয়া পরমেশ্বর আপন পুত্র ও কন্যাদের ' প্রতি অসন্তুষ্ট হইয়া ঘৃণা করিয়া কহিলেন, আমি তাহাদের হইতে আপন মুখ আচ্ছাদিত করিব ; তাহাদের শেষদশ কি হইবে, তাহ দেখিব ; কেননা তাহারা বিপরীতাচাfর ব^শ, ও বিশ্বাসহীন জাতি তাহারা অনীশ্বর দ্বারা আমার উত্তাপ জন্মায়, ও আপন ২ আসার বস্তুদ্বারা আমাকে ক্লেশ দেয় ; অতএব আমিও অগণ্য জাতিদ্বারা তাহাদিগকে উত্তাপযুক্ত করিব, ও বাতুল বংশদ্বারা তাহাদিগকে ক্লেশ দিব । খ * কেননা আমার ক্রোধের তাপে অগ্নি প্রজবলিত হইয়া অধঃস্থ নরক পর্যন্ত দগ্ধ করিবে, এবং পৃথিবী ও তদুৎপন্ন বস্তুকে গ্রাস করিবে, ও পৰ্ব্বতের মূল উদ্দীপিত করবে। ২° আমি তাহাদের উপরে অমঙ্গলরাশি সঞ্চয় করিব, ও তাঁহাদের প্রতি আমার বাণ সকল ত্যাগ করিব । * তাহারা ক্ষুধাতে ক্ষীণ হইবে, এবs মহামারীতে ও কঠিন সAহারেতে বিনষ্ট হইবে, ও আমি তাহাদের প্রতি জন্তদের দন্ত ও ধূলিগ সপের বিষ প্রেরণ করিব। ** এবং বাহিরে খড়গ ও গৃহমধ্যে ত্রাস তাহাদের যুব ও যুবর্তী ও দুগ্ধপোষ্য শিশু ও শুক্লকেশ, বৃদ্ধকে সRহার করবে। - অামি তাহাদিগকে উচ্ছিন্ন করিব, ও মনুষ্যের মধ্যহইতে তাহাদের নাম লোপ করিব, এই কথা কহিতাম। কিন্তু শত্রুর দপকথাতে ভয় করি, পাছে বিপক্ষগণ বিপরীত বিচার করিয়া এই কথা কহে, আমাদেরই হস্ত প্রবল, এই সকল কর্ম পরমেশ্বরের কৃত নহে। ২৮ তাহার হতবুদ্ধি জাতি, তাহাদের বিবেচনা নাই। ২৯ আহা! কেন তাহারা জ্ঞানবান হইয়। এই কথা বুঝে না ? ও কেন আপনাদের শেষ দশ বিবেচনা করে না ? ** এক জন যে তাহাদের সহস্ৰ জনকে তাড়াইয় দেয়, ও দুই জন যে দশ সহসুকে পরাজুখ করে, ইহার কারণ কি? না, তাহাদের পর্বতস্বরূপ ঈশ্বর