পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

象》父 শকে ও মিনশির অন্ধ বংশকে কহিল, ** তোমর পরমেশ্বরের সেবক মুসার আজ্ঞা স্মরণ কর; তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে বিশ্রামযুক্ত করিয়া এই দেশ দিলেন । ** অতএব তোমাদের স্ত্রীলোক ও বালক ও পশুগণ মূসার দত্ত যদনের পূৰ্ব্বপারস্থিত এই দেশে থাকুক ; কিন্ড তোমরা অর্থাৎ বীরতরবিশিষ্ট সমস্ত লোক সুসজ্জ হইয়া আপন ভাতাদের অগ্নে গমন করিয়া তাহাদের সাহায্য কর । ** পরে পরমেশ্বর তোমাদের ন্যায় তোমাদের ভাতৃগণকে বিশ্রাম দিলে তাহারাও যখন প্রভু পরমেশ্বরের দত্ত দেশ অধিকার করিবে, তখন তোমরা মদনের পূৰ্ব্বপারে সুৰ্যোদয় দিগে পরমেশ্বরের সেবক মুসার দত্ত আপনাদের অধিকারে ফিরিয়া আসিয়া তাহা ভোগ করিব।

    • তাহাতে তাহার। যিহোশূয়কে উত্তর করিল, তমি যাহ। ২ আজ্ঞা করিতেছ, সেই সকল আমরা করিব ; তুমি আমাদিগকে যে কোন স্থানে প্রেরণ করিব, সেই স্থানে যাইব । * আমরা যেমন মুসার কথাতে মনোযোগ করিলাম, তদ্রপই

তোমার কথাতে মনোযোগ করিব ; কিন্তু তো মার প্রভু পরমেশ্বর যেমন মূসার সহবন্ধী হইয়াছিলেন, তেমনি তোমারও সহবন্তী হউন। ১৮ যে কেহ তোমার আজ্ঞার বিরুদ্ধাচরণ করিয়া তোমার আজ্ঞাপিত কোন কথাতে মনোযোগ না করে, সে হত হুইবে ; তুমি শক্তিমান ও সাহসী হও । ২ অধ্যায়। ৯ শিটীমূহইতে দুই চরকে দেশ নিরীক্ষণ করিতে প্রেরণ ও রহিব বেশ্যার সেই চরকে গ্রহণ কর৭, ৮ ও চরের সঙ্গে রাছবের নিয়ম স্থির করণ, ২৩ ও চরগণের পুনরাগমন ও বৃত্তান্ত কথন।

  • অনন্তর. নুনের পুত্ৰ যিহোশূয় গুপ্তরূপে দেশ নিরীক্ষণ করিতে শিটীমহইতে দুই চরকে এই কথা কহিয়া প্রেরণ করিল, তোমরা যাইয়। দেশ ও ঘিরীহে নগর নিরীক্ষণ কর ; তাহাতে তাহার। যাইয়। রহিব নামনী এক বেশ্যার গৃহে প্রবেশ করিয়া সেই স্থানে শয়ন করিল । * কিন্তু দেখ, দেশ অনুসন্ধান করিতে ইসায়েল বংশহইতে কোন ২ লোক কল্য রাত্রিতে এই স্থানে মাইল, এই বাক্য যিরীহোর রাজার কর্ণগোচর হইলে * সেই রাজা, রাহবের নিকটে এই কথা কহিয়া পাঠাইল, যে লোকেরা, তোমার নিকটে আসিয়া তোমার গৃহে প্ররেশ. করিল, তাহাদিগকে বাহির করিয়া আন, কেননা দেশা

নুসন্ধান করিতে তাহারা আইল । * তাহাতে সে স্ত্রী ঐ দই জনকে লইয়া, গোপনে রাখিয়া 212 যিহোশূয়। [২ অধ্যায়: উত্তর করিল, সেই লোকের আমার নিকটে আসিয়াছিল বটে, কিন্তু তাহারা কোথাকার লোক, তাহা আমি জানিলাম না । * অন্ধকার হইলে নগর দ্বার রোধ করণ সময়ে সেই লোকের চলিয়া গেল, কিন্তু কোথায় গেল, তাহা আমি জানি না শীঘু করিয়া তাহাদের পশ্চাৎ ২ যাও, তাহাতে তাহাদের সঙ্গ ধরিব । * কিন্তু ঐ স্ত্রী তাহাদিগকে ছাতের উপরে আনিয়া ছাতের উপরে রাশীকৃত তুলার মধ্যে লুকাইয়া রাখিয়াছিল। * তাহাতে ঐ লোকের তাহাদের অন্বেষণাথে যদ্দনের পথে পারঘাট পর্যন্ত ধাবমান হইল ; এবথ তাহাদের পশ্চাখ যাইতে বাহির হইবামাত্র নগরদ্বার রুদ্ধ হইল ৷ ” * পরে সেই চরদের শয়নের পূৰ্ব্বে ঐ স্ত্রী ছাতের উপরে তাহাদের নিকটে আসিয়া - তাহাদিগকে কহিল, ঈশ্বর এই দেশ তোমাদিগকে দিলেন, ও তোমাদের হইতে আমাদের প্রতি ভয় উপস্থিত হইল, ও তোমাদের জন্যে এই দেশনিবাসি লোকেরা উদ্বিগ্ন হইল, তাহ আমি জানি । ** কেননা মিসর হইতে তোমাদের বহিরাগমন সময়ে পরমেশ্বর তোমাদের সন্মুখে কি প্রকারে সুফ সমুদ্রের জল শুষক করিলেন, এব২ তোমরা যদনের ওপারে স্থিত সীহোন ও ওগ নামে ইমোরীয়দের দুই রাজার প্রতি কেমন ব্যবহার করিয়া তাহাদিগকে বর্জিতরূপে বিনষ্ট করিলা, তাহা আমরা শুনিলাম ; ** এবথ শুনিবামাত্র আমাদের হৃদয় ব্যাকুল হইল ; তোমাদের সমক্ষে কাহারো মনে সাহসের উদয় হয় না, কেননা যিনি তোমাদের প্রভূ পরমেশ্বর, তিনিই উপরিস্থ স্বর্গে ও অধঃস্থ পৃথিবীতে ঈশ্বর ** অতএব এখন তোমাদের কাছে এক প্রার্থনা করি, আমি তোমাদের প্রতি দয়া করিলাম, এই প্রযুক্ত তোমরাও আমার পিতার বাটীর প্রতি দয়া করিবা, পরমেশ্বরের নাম লইয়। এই দিব্য কর। ** এব^ তোমরা আমার পিতা মাতা ভুতি ভগিনীগণকে ও তাহাদেৱ সৰ্ব্বস্বকে রক্ষা করিব, ও মরণ হইতে আমাদের প্রাণকে উদ্ধার করিবী ; এতদ্বিষয়ে এক সত্য চিহ্ন আমাকে দেও ! ** তাহাতে তাহারা উত্তর করিল, তোমরা যদি আমাদের এই কাৰ্য্য প্রকাশ না কর, তবে তোমাদের পরিবর্ষে আমাদের প্রাণ দত্ত হইবে ; যে সময়ে পরমেশ্বর আমাদিগকে এই দেশ দিবেন, তৎকালে আমরা তোমার প্রতি দয়া ও সত্য ব্যবহার করিব । ** পরে সে বাতায়নদ্বার দিয়া রজজুদ্ধার তাহাদিগকে নামাইল, কেননা তাহার বাটী নগরের ভিত্তির উপরে ছিল, সে প্রাচীরের উপরে বাস করিত।- ** এবs সে তাহাদিগকে কহিল, পশ্চাদগামি লোকের। _