পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৎক্ষমধ্যায়।] যেন তোমাদের সঙ্গ না ধরে, এই জন্যে তোমরা পৰ্ব্বতে ষাইয়া তিন দিন লুকাইয় থাক, তাহার পর পশ্চাদৃগামি লোকের ফিরিয়া আইলে তোমরা আপন পথে চলিয়া যাইও । * তাহাতে সেই লোকের তাহাকে কহিল, তুমি আমাদিগকে যে দিব্য করাইয়াছ, তদ্বিষয়ে আমরা নিরপরাধ হইব। ৮ দেখ, তুমি যে বাতায়ন দিয়া আমাদিগকে নামাইলা, আমাদের এই দেশে আগমন সময়ে সেই বাতায়নে এই রক্তবর্ণ সুত্রনির্মিত রজজু বান্ধিয়। রাখিবা, এবং তোমার পিতা মাতা ভুতি৷ প্রভৃতি পিতৃপরিবার সমস্তকে আপন বাটীতে একত্র করিব। ** তা হাতে যে কেহ তোমার বাটীর দ্বারহইতে পথে নিগর্ত হইবে, তাহার রক্তপাতের অপরাধ তাহার মস্তুকোপরি বৰ্ত্তিবে, এবং আমরা নিৰ্দ্দোষ হইব ; কিন্তু যে কেছ তোমার সহিত বাটীতে থাকে, তাহার উপরে যদি কেহ হস্তাপর্ণ করে, তবে তাহার রক্তপাতের অপরাধ আমাদের মন্তকোপরি বত্ত্বিবে। ২° কিন্তু তুমি যদি আমাদের এই কাৰ্য্য প্রকাশ কর, তবে ভূমি আমাদিগকে যে দিব্য করাইয়াছ, তাহাহইতে আমরা মুক্ত হইব। ** তাহাতে সে কহিল, তোমাদের কথানুসারে তাহাই হউক ; পরে সে ; তাহাদিগকে বিদায় করিলে তাহার প্রস্থান করিল, এবং সে ঐ রক্তবর্ণ রজজু বাতায়নে বাধিয়া রাখিল পরে তাহার। যাইয়া পৰ্ব্বতে আশ্রয় লইয়া পশ্চাদগামিদের পুনরাগমন পর্যন্ত তিন দিবস প্রবাস করিল ; জাহাতে পশ্চাদগামি লোকের সমস্ত পথে অন্বেষণ করিলেও - কুত্ৰাপি তাহাদের উদ্দেশ পাইল না । - ২° পরে ঐ দুই চর পর্বতহইতে নামিয় আসিয়া পুনৰ্ব্বার পার হইয়া নুনের পুত্ৰ যিহোশুয়ের নিকটে গেল, এবং আপনাদের প্রতি যাহা ২ ঘটিয়াছিল, সে সমস্ত বিবরণ তাহাকে কহিল। ২° বিশেষতঃ যিহোশূয়কে এই কথা কহিল, পরমেশ্বর এই সমস্ত দেশ আমাদের হস্তে সমপর্ণ করিলেন, ইহা সত্য, কেননা এতদ্দেশীয় তাবও লোক আমাদের সমক্ষে উদ্বিগ্ন আছে। ৩ অধ্যায়। - j . . - ১ যদিন নদীতীরে ঘিহোশূয়ের উপস্থিত হওন, ৭ s - যিহোশূয়কে পরমেশ্বরের আশ্বাস দেওন, ১ ও লোকদিগকে ঘিছোশুয়ের আশ্বাস দেওন, ১৪ ও নদীর জল ভিন্ন হওন । - . ? অনন্তর যিহোশূয় প্রত্যুষে উঠিয়া ইস্রায়েলের সমস্ত বংশের সহিত শিটীমহইতে যাত্র করিয়া যদ্দন নদীর নিকটে উপস্থিত হইল, বিহাশয়। ২১৩ এবং তখনি পার না হইয়া সে স্থানে রীত্রি যাপম করিল। ২ তিন দিবসের পর সেনাপতিগণ শিবিরের মধ্য দিয়া যাইয়৷ ” লোকদিগকে এই আজ্ঞা করিল ; যে সময়ে তোমরা আপনাদের প্রভু পরমেশ্বরের নিয়মসিন্দুককে ও তাহার বহনকারি লেবীয় যাজকগণকে দেখিবা, তৎকালে তোমরা আপনাদের স্থানহইতে যাইয় তাহার পশ্চাৎ গমন করিবা ; * তাহাতে আপনাদের গন্তব্য পথ , জানিতে পারিবা, কেননা তোমরা পূৰ্ব্বে সেই পথ দিয়া কখনো যাও নাই ; কিন্তু তাহার ও তোমাদের মধ্যে দুই সহস্ৰ হাত ভূমি ব্যবধান থাকিবে ; তাহার আর নিকটবন্ধী হইবা না । * পরে যিহোশূয় লোকদিগকে কহিল, তোমরা আপনাদিগকে পবিত্র কর, কেননা কল্য পরমেশ্বর তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন । * পরে যিহোশূয় যাজকদিগকে আজ্ঞা করিল, তোমরা নিয়মসিন্দুক তুলিয়া লইয়ালোকদের অগ্রগামী হইয়া পার হও ; তাহাতে তাহার নিয়মসিন্দুক তুলিয়া লইয়া, লোকদের অগ্ৰে ২ গমন করল । = }

  • তখন পরমেশ্বর যিহোশুয়কে কহিলেন, আমি যে রূপ মূসার সহিত ছিলাম, তোমার সহিতও তদ্রুপ আছি, ইহা যেন ইসুয়েল বংশ জানিতে পারে, এই জন্যে আমি অদ্য তাছাদের, সকলের সাক্ষাতে তোমাকে গৌরবান্বিত করিতে আরম্ভ করিব । * তুমি নিয়মসিন্মুকবাহি যাজকগণকে এই আজ্ঞা কর, তোমরা যদ্দন নদীর জলের ধারে উপস্থিত হইয়া সেই স্থানে যন্দনউীরে স্থগিত হও । * . . . . * তাহাতে যিহোশূয় ইস্রায়েল বxশকে কহিল, তোমরা এই স্থানে আসিয়া আপন প্রভু পরমেশ্বরের কথা শুন । ’ যিহোশূয় আরো কহিল, অমর পরমেশ্বর যে তোমাদের মধ্যবন্ধী আছেন, এব। কিনানীয় ও fহৰীয় ও হিন্দ্রীয় ও পিরিষীয় ও গিগাশীয় ও ইমোরীয় ও ঘিবুৰীয় লোকদিগকে তোমাদের সন্মুখহইতে নিতান্ত অধিকারচ্যুত করবেন, তাহা তোমরা ইহাদ্বারা জানিতে পারিব । ** দেখ, সমস্ত ভূমণ্ডলের অধিকারির নিয়মসিন্দুক তোমাদের অগ্লে ২ যদ্দনে যাইতেছে। ** অতএব তোমরাইসুয়েলের এক ২ বৎশহইতে এক ২ জন, এই রূপে বারে বংশহইতে বারো জনকে গ্রহণ কর । ** সমস্ত ভূমণ্ডলের অধিকারি পরমেশ্বরের নিয়মসিন্দুকরাহি যাজকদের পদতল যদনের, জলে সপশ হইবামাত্র ঐ যাদনের জল ভিন্ন হইবে, তাহাতে, উৰ্ব্বস্থান হইতে যে জল বহিয়। আসিতেছে, তাহ রাশীকৃত হইয় থাকিবে ।

213