পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ、》レー লের প্রভু পরমেশ্বরকে সমাদর করিয়া তাহার কাছে দোষ স্বীকার কর, এব^ কি করিয়াছ, তাহা অামাকে কহ ; আমাহইতে তাহ গোপন করিও না । * তাহাতে আখন্‌ যিহোশূয়কে কহিল, সত্য, আমি ইসায়েলের প্রভু পরমেস্বরের প্রতিকুলে পাপ করিয়াছি, আমি অমুক ২ কাৰ্য্য করিয়াছি। -- অর্থাৎ লুটিত দ্রব্যের মধ্যে উত্তম এক বাবিলীয় মহাবস্ত্র ও দুই শত শেকল রূপ ও পঞ্চাশ শেকল পরিমাণ একথান স্বর্ণ দেখিয়া লেভেতে হরণ করিলাম ; দেখ, সে সকল আমার তাম্বুর মধ্যে ভূমিতে গুপ্ত আছে, ও সকলের নীচে রূপা আছে । ২২ তাহাতে যিহোশূয় দূত প্রেরণ করিলে তাহার তাম্বুতে দৌড়িয়া গিয়া তাম্বুর মধ্যে গুপ্ত সেই সকল ও তাহার নীচে স্থিত রূপ পাইল । * তখন তাহারা তাম্বুর মধ্যহইতে যে সকল লইয়া যিহোশূয়ের ও ইস্রায়েলের সমস্ত ব^শের কাছে আনিল, এবণ পরমেশ্বরের সম্মুখে তাহী বিস্তার করিল। ২° পরে যিহোশূয় ও ইসুয়েল বংশের সমস্ত লোক সেরহ ব^শীয় আখনকে ও সেই রূপা ও বস্ত্র ও স্বর্ণের থান ও তাহার পুত্ৰগণ ও কন্যাগণ এব^ তাহার গো ও গৰ্দ্দভ ও মেষ ও তাম্বু, সৰ্ব্বস্ব গ্রহণ করিয়া আথোর তলভূমিতে আনিল। ** পরে যিহোশূয় তাহাকে কহিল, তুমি আমাদিগকে কেন ক্লেশ দিলা ? এই দিনে পরমেশ্বর তোমাকে ক্লেশ দিবেন ; পরে ইস্রায়েলের তাবৎ ব^শ প্রস্তরাঘাতে তাহাদিগকে বধ করিল, এব^ তাহাদিগকে দগ্ধ করিয়া প্রস্তরেতে আচ্ছন্ন করিল। ** পরে তাহার উপরে প্রস্তুরের রাশি করিল, সেই বৃহৎ প্রস্তররাশি অদ্যাfপ বৰ্ত্তমান আছে ; এই রূপে পরমেশ্বর অাপন প্রচণ্ড ক্রোধহইতে নিবৃত্ত হইলেন ; এই ঘটনাপ্রযুক্ত সেই স্থান অদ্যপি আখেরি (ক্লেশ ) তলভূমি নামে বিখ্যাত আছে। ৮ অধ্যায় । ১ যিহেীশূয়কে পরমেশ্বরের অশ্বিাস দেওন, ৩ ও যিহোশূয়ের সেনাগণকে গোপনে থাকিতে আডা দেওন, ৯ ও অয় নগর আক্রমণ, ১৪ ও নগর ও লোক সকলের বিনাশ, ৩০ ও বেদি নির্মাণ ও ব্যবস্থার শাপ ও আশীৰ্ব্বাদ প্রচার করণ।

  • পরে পরমেশ্বর যিহোশূয়কে কহিলেন, তুমি

ভীত ও নিরাশ হইও না ; সমস্ত সৈন্যকে সঙ্গে লইয়া উঠিয়া অয়েতে যুদ্ধযাত্রা কর ; দেখ, আমি আয়ের রাজাকে ও তাহার প্রজাদিগকে ও নগ রকে ও সমুদয় দেশকে তোমার হস্তে সমপর্ণ করিলাম। তুমি যিরীহোর ও তাহার রাজার 218 যিহোশয় । [৮ অধ্যায় প্রতি যেরূপ করিল, অয়ের ও তাঁহার রাজার প্রতিও তদ্রুপ করিবী ; কেবল তাহার লুটদ্রব্য ও পশু তোমরা আপনাদের জন্যে লইবা, এব^ তুমি নগরের পশ্চাতে এক দল সৈন্য গোপন করিয়ী রাখিব ।

  • তখন যিহোশূয় ও তাবৎ সৈন্য উঠিয় অয়ের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিল, এব^ যিহোশূয় ত্রিশ সহস্র বলবান লোকদিগকে মনোনীত করিয়া রাত্রিতে বিদায় করিয়া তাহাদিগকে আজ্ঞা করিল, দেখ, “ তোমরা নগরের পশ্চাতে নগরের প্রতিকুলে গোপনে থাকিবা; নগরহইতে অতি দূরে যাইব না, কিন্তু সকলেই প্রস্তুত থাকিব । * পরে আমি ও আমার সঙ্গি লোকের নগরের নিকটে উপস্থিত হইলে তাহারা যখন পূৰ্ব্বের ন্যায় আমাদের বিরুদ্ধে বাহির হইয় আসিবে, তখন আমরা তাহাদের আগে পলায়ন করিব । * তাহাতে আমরা নগর হইতে তাহাদিগকে আকর্ষণ করিলে তাহার। বাহির হইয়া আমাদের পশ্চাৎ ২ আসিবে, কেননা তাহারা কহিবে, ইহার পূৰ্ব্বের ন্যায় আমাদের হইতে পলায়ন করিতেছে । এই রূপে আমরা যখন তাহাদের সম্মুখহইতে পলায়ন করিব, তখন তোমরা গোপন স্থানহইতে উঠিয়া নগর আক্রমণ করিব1; তাহাতে তোমাদের প্রভু পরমেশ্বর তাহা তোমাদের হস্তগত করবেন। ৮ নগর হস্তগত করিবামাত্র তোমরা নগরে অগ্নি দিয়া পরমেশ্বরের আড়ামত কর্ম কfরবী ; দেখ, ইহা আমি তোমাদিগকে অডিা করিলাম।

• এই রূপে যিহোশূয় তাহাদিগকে প্রেরণ করিলে তাহারা যাইয়া আয়ের পশ্চিমে বৈথেলের ও আয়ের মধ্যস্থানে গোপনে থাকিল, কিন্তু যিহোশূয় লোকদের মধ্যে সে রাত্রি যাপন করিল ; * পরদিবসে যিহোশূয় প্রত্যুষে উঠিয় লোকদিগকে গণনা করিল, পরে সে ও ইস্রায়েল ব^শের প্রাচীনগণ তাহাদের আগ্লে ২ অয়েতে যাত্রা করিল। ** এবং তাহার সঙ্গি সমস্ত সৈন্য যাইয়। নিকটবৰী হইয়। নগরসম্মুখে উপস্থিত হইয়া আয়ের উত্তরদিগে শিবির স্থাপন করিল ; তাহাদের ও অয়ের মধ্যস্থানে এক তলভূমি ছিল। ২ আর সে পাঁচ সহস্ৰ লোক লইয় নগরের পশ্চিম দিগে বৈথেলের ও আয়ের মধ্যস্থানে গোপনে রাখিল । ** এই রূপে লোকদিগকে অর্থাৎ নগরের উত্তরদিকস্থ শিবিরের সৈন্যগণকে ও পশ্চিমদিকস্থ দলের সৈন্যগণকে নিরূপিত স্থানে স্থাপন করিয়া যিহোশূয় ঐ রাত্রিতে তলভূমির মধ্যস্থানে গমন করিল।

    • তখন অয়ের রাজা তাহ দেখিলে নগরস্থ লোকেরা, অর্থাৎ রাজা ও তাহার সকল লোক