পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ।] রূপে যিহোশূয় কাদেশ-বর্ণের অবধি অস। পর্যন্ত তাহাদিগকে এবং গিৰিয়োন পৰ্য্যন্ত গোশনের সমস্ত দেশকে বিনষ্ট করিল। ** যিহোশূয় এই সমস্ত দেশ ও রাজগণকে এক কালেই হস্তগত করিল, কারণ ইস্রায়েলের প্রভু পরমেশ্বর ইস্রায়েল বংশের পক্ষ হইয়। যুদ্ধ করিলেন। ৩ পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েল বংশকে সঙ্গে লইয় গিলগলস্থিত শিবিরে প্রত্যাগমন করিল। ১ ১ অধTায় । ১ ইস্রায়েল ব^শের বিরুদ্ধে দেশের উত্তরভাগস্থ অনেক রাজীর একত্র হওন, ও ও তাছাদের বিনাশ, ১০ ও হাংসের নগরের হস্তগত ও দগ্ধ হওন, ১৬ ও অনেক দেশ হস্তগত করণ, ২ ১ ও অনাকীয় লোকের উচ্ছিন্ন হওন।

  • অপর হাৎসোরের রাজা যাবীন সেই সমস্তের সAবাদ শুনিয়া মাদোনের যোবত্র রাজার ও শিমোণের রাজার ও অক্ষফের রাজার নিকটে, ২ এবং উত্তরদেশীয় পৰ্ব্বতে ও কিন্ধেরতের দক্ষিণস্থ প্রান্তরে ও তলভূমিতে ও পশ্চিমস্থ দোর নামক অঞ্চলে স্থিত রাজগণের নিকটে ; ও অর্থাৎ পূৰ্ব্ব ও পশ্চিম দেশীয় কিনানীয়দের ও ইমোরীয়দের ও হিন্দ্রীয়দের ও পিরিষীয়দের ও পর্বতস্থ যিৰূর্ষীয়দের ও হর্মোণের অধঃস্থিত মিসপীদেশীয় হিব্বায়দের রাজগণের নিকটে লোক প্রেরণ করিল । * তাহাতে তাহারা সকলে সসৈন্য হইয়া সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য লোক এবং অশ্বের ও রথের বাহুল্য সঙ্গে লইয়া বাহির হইল। " এবং এই সকল রাজা নিরূপণানুসারে একত্র হইয়া ইস্রায়েল বংশের প্রতিকুলে যুদ্ধ করণার্থে মেরোম নামক জলাশয়ের নিকটে আসিয়া শিবির স্থাপন করিল।
  • পরে পরমেশ্বর যিহোশূয়কে কহিলেন, তুমি তাহাদের হইতে ভীত হইও না ; কল্য এমন সময়ে আমি ইস্রায়েল বংশের সম্মুখে আহত তাহাদের সকলকে সমপর্ণ করিব, তাহাতে তুমি তাহাদের অশ্বের পায়ের শিরা ছেদন করিবা ও রথ অগ্নিতে দগ্ধ করিবা৷ ” তাহাতে যিহোশূয় সমস্ত সৈন্য সঙ্গে লইয়া মেরোম জলাশয়ের নিকটে তাহাদের বিরুদ্ধে অকস্মাৎ উপস্থিত হইয়া তাহাদিগকে আক্রমণ করিল। ৮ তাহাতে পরমেশ্বর তাহাদিগকে ইসুয়েল বংশের হস্তে সমপর্ণ করিলে তাহারা তাহাদিগকে আঘাত করিল, এব^ মহাসীদোন ও মিক্সিফোৎ-ময়িম পর্যন্ত ও পূৰ্ব্বদিগে মিসপীর তলভূমি পর্যন্ত তাহাদিগকে তাডুনা করিল, এবং তাহাদিগকে সRহার করিয়া তাহাদের কাছাকেও অবশিষ্ট রাখিল না। পরে যিহোশুয় পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহাদের

যিহোশূয় l ২২৩ অশ্বের পায়ের শিরা ছেদন করিল ও তাহাঁদের রথ সকল অগ্নিতে দগ্ধ করিল।

    • ঐ সময়ে যিহোশূয় প্রত্যাগমন করিয়া হাৎসোর হস্তগত করিয়া খড়গদ্বারা তাহার রাজাকে আঘাত করিল, কেননা পূৰ্ব্বকালে হাংসোর সেই সকল রাজ্যের মাথা ছিল। ** এবং তাহার মধ্যনিবাসি সমস্ত প্রাণিকে খড়গদ্বারা আঘাত করিয়া বর্জির্তরূপে বিনষ্ট করিয়া তাহার মধ্যে কোন প্রাণিকে অবশিষ্ট রাখিল না ; পরে সে হাৎসোরকে অগ্নিতে দগ্ধ করিল। ** অপর যিহোশূয় ঐ রাজগণের সমস্ত নগর ও তাহাদের সমস্ত রাজাকে হস্তগত করিয়া পরমেশ্বরের সেবক মূসার আজ্ঞানুসারে খড়গদ্বার তাহাদিগকে আঘাত করিয়া বর্জিতরূপে বিনষ্ট করিল। ** কিন্তু স্ব ২ টিকরোপরি স্থাপিত সেই সকল নগর ইস্রায়েল বংশকতৃক দগ্ধ হইল না, কেবল হাৎসোর নগর যিহোশয় কতৃক দগ্ধ হইল। ** এবং ইসায়েল বxশ সে সকল নগরের দ্রব্যাদি ও পশুগণকে আপনাদের নিমিত্তে লুট করিল, এবং খড়গদ্বারা প্রত্যেক মনুষ্যকে নিঃশেষে বধ করিল ; তাহাদের মধ্যে কোন প্রাণিকে অবশিষ্ট রাখিল না। ** পরমেশ্বর আপন সেবক মূসাকে যে রূপ আজ্ঞা করিয়াছিলেন, মূসা যিহোশূয়কে তদ্রুপ আজ্ঞা করিয়াছিল, তাহাতে যিহোশূয় তদ্রুপ করিল ; মূসার প্রতি উক্ত পরমেশ্বরের তাবৎ আদেশের একটি কথার অন্যথা করিল না ।
  • এই রূপে যিহোশূন্ন সেই সমস্ত প্রদেশ ও তথাকার পর্বত ও সমস্ত দক্ষিণ দেশ ও গোশনের তাবৎ দেশ ও তলভূমি ও প্রান্তর ও ইস্রায়েলের পর্বত ও তাহার তলভূমি ঃ ** অর্থাৎ সেয়ীরগামি হালক পৰ্ব্বত অবধি হমোণ পৰ্ব্বতের নীচস্থ লিবানোনের তলভূমিতে স্থিত বালগাদ পর্যন্ত তাবৎ দেশ হস্তগত করিয়া তাহাদের রাজগণকে ধরিয়া আঘাত পূৰ্ব্বক বধ করিল। ১৮ যিহোশূয় সেই রাজগণের সহিত যুদ্ধ করিতে বহুকাল পর্যন্ত ব্যস্ত হইল। ** গিবিয়োন নিবাসি হিব্বীয় লোক ব্যতিরেকে আর কোন নগরীয় লোক ইস্রায়েল বংশের সহিত সন্ধি করিল না ; তাহারা অন্য সমস্তকেই যুদ্ধেতে হস্তগত করিল। " কেনন তাহারা যেন ইসায়েল বKশের সহিত যুদ্ধ করিতে আসিয়া বর্জির্তরূপে বিনষ্ট হইয়া দয়া না পাইয়। মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে উচ্ছিন্ন হয়, এই জন্যে তাহাদের অন্তঃকরণ কঠিন করিতে পরমেশ্বরের মনস্থ ছিল ।

ং অপর সেই সময়ে যিহোশূয় আসিয়া পৰ্ব্বত ও হিন্ত্রোণ ও দিবীর ও আনৰ হইতে ও যিহুদার 223