পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bー ও দেহবাসি সৰ্ব্ব প্রকার প্রাণির সহিত আমার যে নিয়ম আছে, তাহ আমার স্মরণ হইবে, এবং তাবৎ প্রাণির বিনাশার্থে জলপলাবন আর হইবে না। -- কেননা মেঘধনুক হইলে আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব ; তাহাতে দেহবাসি যত প্রাণী পৃথিবীতে আছে, তাহাদের সহিত ঈশ্বরের যে চিরস্থায়ি নিয়ম আছে, তাহ আমি স্মরণ করিব। ** ঈশ্বর নোহকে আরও কহিলেন, পৃথিবীস্থ সমস্ত প্রাণির সহিত আমার স্থাপিত নিয়মের এই লক্ষণ হইবে। ১৮ নোহের যে তিন পুত্র জাহাজহইতে বহির্গত হইল, তাহাদের নাম শাম ও হাম ও যেফৎ। সেই হাম কিনানের পিতা ছিল। -- এই তিন জন নোহের পুত্র ; ইহাদেরই বৎ শেতে তাবৎ পৃথিবী ব্যাপ্ত হইল । * পরে নোহ কৃষিকর্মে প্রবৃত্ত হইয়। দ্রাক্ষাক্ষেত্র করিল। তাহাতে সে দ্রাক্ষারস পান করিয়া মন্ত হওয়াতে তাম্বুর মধ্যে বিবস্ত্র হইয়া পড়িল। ২২ তখন কিনানের পিতা হাম আপন পিতার উলঙ্গতা দেখিয়া বাহিরে আপন দুই ভুতাকে সমাচার দিল্ল। ২৩ তাহাতে শাম ও যেফৎ (পিতার ) বস্ত্ৰ লইয়া আপনাদের স্কন্ধেতে রাখিয়া পশ্চাৎ হাটিয়া উলঙ্গ পিতাকে আচ্ছাদিত করিল ; তাহারা পশ্চাৎ হাটিয়া পিতার উলঙ্গতা দেখিল না। : ಛಿ।' রসের নিদ্রাহইতে জাগুৎ হইয় আপনার প্র কনিষ্ঠ পুত্রের আচরণ জানিয়া ২° কহিল, কিনান অভিশপ্ত হউক, সে আপন ভাতাদের দাসানুদাস হইবে। -- সে আরো কহিল, শামের প্রভু পরমেশ্বর ধন্য ; কিনান শামের দাস হইবে। ২৭ এবং ঈশ্বর যেফতের বৃদ্ধি করিবেন ; তাহাতে সে শামের তাম্বুতে বাস করিবে, ও কিনান তাহার দাস হইবে। ২৮ জলপলাবনের পরে নোহ আর তিন শত পঞ্চাশ বৎসর বাচিল । ** পরে নোহ সৰ্ব্বশুদ্ধ নয় শত পঞ্চাশ বৎসর বয়সের সময়ে প্রাণত্যাগ করিল। ১ ০ অধ্যায়। ১ ষেফতের ব^শাবলি, ৬ ও হামের বংশাবলি, ২১ ও শামের বংশাবলি ।

  • শাম ও হাম ও যেফৎ নামক নোহের তিন পুত্রের বংশাবলি। জলপলাবনের পরে তাহাদের এই সকল সন্তান সন্ততি হয়। ১ গোমর ও भांखूख ७ यांनञ्च ७ यूनान् ७ ও মেশক ও তীরস, ইহার যেফতের পুত্র। * আস্কিনস ও রীফৎ ও তোগম, ইহার গোমরের পুত্র। এবও ইলীশা ও তশীশ ও কিন্তীম ও দোদানীম, ইহার যুনানের পুত্র। “ এই সকলহইতে

8 আদিপুস্তক l [১ ৪ অধ্যায় । নানা উপদ্বীপের দেবপূজক লোক স্থানে ২ বিভক্ত হইল, এবং সকলের পৃথক ২ ভাষা ও গোষ্ঠী ও জাতি হইল।

  • এবং কুশ ও মিসর ও পূটু ও কিনান, ইহার হামের পুত্র। সিব ও হবীলা ও সবত ও রয়ম ও সবতিক, ইহারা কুশের পুত্র। শিব ও দিদন ইহার রয়মার পুত্র। ৮ নিম্নোদ কুশের পুত্ৰ ; সে পৃথিবীর মধ্যে পরাক্রমী হইতে লাগিল, * ও পরমেশ্বরের সাক্ষাতে পরাক্রান্ত বাধ হইল ; অতএব লোকের অদাপি এই দৃষ্টান্ত কহে, পরমেশ্বরের সাক্ষাতে নিম্নোদের তুল্য পরাক্রান্ত ব্যাধ। ** এব" শিনিয়র দেশে বাবিল ও এরক ও অককদৃ ও কলনী, এই সকল নগর তাহার প্রথম রাজ্য হইল। -- সেই দেশহইতে অশূর নিগর্ত হইয়া নিনির্বী ও রিহোবোৎ ও কেলহ, ** এবং নিনিবী ও কেলহের মধ্যস্থিত মহানগর রেষন, এই সকল নগরের পত্তন করিল। ** এব^ লুদীয় ও অনামীয় ও লিহাৰীয় ও নপুহীয় ** ও পঞ্জুষীয় ও পিলেষ্টীয়দের আদিপুরুষ কসলুহীয় এবং কপ্তোরীয়, এই সকল মিসরের পুত্র। ** এবং কিনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন, তাহার পর হেৎ - ও ম্বিবৃষীয় ও ইমোরীয় ও গিগাশীয় ** ও হিবীয় ও আকীয় ও সীনীয় ১৮ ও অবদীয় ও সিমারীয় ও ছমাতীয়। ** পরে কিনানীয়দের বংশ সকল বিস্তারিত হইলে সীদোনহইতে গিররের দিগে অসা পর্যন্ত এব^ সিদোম ও অমোরা ও অদূম ও সিবোয়ীমের দিগে লেশ পর্যন্ত কিনানীয়দের বসতির সীমা ছিল। ২ ° এই সকলে হামের বংশ, কিন্তু ইহাদের মধ্যে গোষ্ঠী ও ভাষা ও দেশ ও জাতিভেদ ছিল ।

২ - যেফতের জ্যেষ্ঠ ভুতি যে শাম তাহারও সন্তান সন্ততি ছিল, ফলতঃ সে তাবৎ ইন্দ্রীয় লোকের আদিপুরুষ ছিল। ২২ তাহার এই সকল বংশ, এলম ও অশুর ও অফকুষদ ও লুদৃ ও অরাম। ২৩ ঐ অরামের বখশ উষ ও হুল ও গেথর ও মশ ** এবং আফকষদের বংশ শেলহ, ও শেলহের পুত্র এবর । ** ঐ এবরের দুই পুত্র ; একের নাম পেলগ (ভাগ), কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল ; তাহার ভ্রাতার নাম যক্তন এবং যক্রনের পুত্ৰ অলমোদদ ও শেলফ ও হৎসমাৰৎ ও যেরহ ও হদোরাম ও উষল ও দিকু ** ও ওবল ও অবমায়েল ও শিব ২১ ও ওফীর ও হবীলা ও যোবব । এ সকল যক্রনের বংশ। • মেষ অবধি পুৰ্ব্বদিগের সিফর পর্বত পর্যন্ত তাহাদের বসতি ছিল। ** এই সকলে শামের বংশ ; ইহাদের মধ্যে গোষ্ঠী ও ভাষা ও দেশ ও জাতি ভেদ ছিল। ** এই সকলের গোষ্ঠী ও জাতি ভেদ থাকিলেও