পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>४ चाथJfम्न I] পর্যন্ত ; আপন ২ গোষ্ঠ্যনুসারে যিহুদী বংশের চতুর্কিস্থিত সীমা এই সকল জানিবা।

    • অপর যিহোশূয় পরমেশ্বরের আজ্ঞানুসারে বিহুদী ব৯শের মধ্যে যিফুল্লির পুত্র কালেবের অRশার্থে অনাকের পিতা অব নামে বিখ্যাত কিরিয়থর্ব অর্থাৎ হিন্ত্রোণ দিল। ** এবং কালেব তথাহইতে অনাকের বংশ শেশয় ও অহীমান ও তলময় নামে অনাকের তিন পুত্রকে দূর করিল। ** পরে তথাহইতে দিবীর নিবাসিদের নিকটে গমন করিল ; পূৰ্ব্বকালে ঐ দিবীর কিরিয়ৎ-সেফর নামে বিখ্যাত ছিল।
    • সেই সময়ে কালেব কহিল, যে জন কিরিয়ৎ-সেফর আক্রমণ করিয়া হস্তগত করিবে, তাহার সহিত আমি অকষা নামে আপন কন্যার বি

বাহ দিব। * তাহাতে কালেবের ভাতা যে কি- } নস, তাহার পুত্র অংনীয়েল তাহ হস্তগত করিলে সে তাহার সহিত অক্ষা নামে আপন কন্যার বিবাহ দিল। ১৮ অপর ঐ কন্যা আগমন কালে আপন পিতার নিকটে এক ক্ষেত্র চাহিতে (স্বামির) সন্মতি লইয়া গৰ্দ্দভহইতে নামিল ; তাহাতে কালেৰ তাহাকে কহিল, ভূমি কি চাহ ? ** যে উত্তর করিল, আপনি আমাকে আশীৰ্ব্বাদ করুন, কেননা দক্ষিণস্থা ভূমি আমাকে দিয়াছেন, এখন জলের উনুই আমাকে দিউন; তাহাতে সে উপরিস্থ ও অধঃস্থ উনুই তাহাকে দিল ।

    • আর আপন ২ গোষ্ঠ্যনুসারে যিহুদী ব-- শের এই সকল অধিকার । ** দক্ষিণদিগে ইদোমের সীমার নিকটে বিহুদী বংশের প্রান্তস্থিত নগর কবসেল ও এদর ও যাগুর, ও কীনা ও দীমোনা ও আদাদা, ২* ও কেদশ ও হাংসোর ও খিৎনন, " " ও সীফ ও টেলম ও বালোং, ২° ও হাৎসোর-হদত্ত ও কিরিয়োৎ ও হিষোণ কিম্বা হাৎসোর , খ - ও অমাম ও শিমা ও মোলাদা, ** ও হৎসর-গদা ও হিন্থমোন ও বৈৎপেলট, ২৮ ও হৎসর-শিয়াল ও বেরশেব ও বিষিয়োথিয়া, * - ও বালা ও ইয়াম ও এৎসম, ** ও ইলতোলদূ ও কির্ষীল ও হমা, ** ও সিক্লগ ও মদূমন্না ও মনসন্না, ২ ও লিবায়োৎ ও শিলহীম ও मेन् ও রিম্মোন, তাহাদের গ্রামশুদ্ধ সকলে উনত্ৰিশ নগর ছিল। ২৩ এবং তলভূমিতে ইষ্টায়োল ও সরিয় ও অসনা, ** ও সানোহ ও ঐনগম্ভীম ও তপূহ ও ঐনম্, “ ও যমুং ও অদুঙ্গম ও সোখে ও অসেক, ও শারয়িম ও অদীথয়িম ও গিদেরা ও গিদেরোথয়িম; তাহাদের গ্রামশুদ্ধ চৌদ্দ নগর ছিল । * এবং সিনন ও হদাশ ও মিগদলগাদ, ২৮ ও দিলিয়ন ও মিসপী ও যক্রেল, ** ও লাখীশ ও বস্কং ও ইপ্লোন, ** ও কৰ্ব্বোন ও লহমস ও কিৎলীশ,

2 а 2 যিহোশূয়। २.२१

    • ও গিদেরোৎ ও বৈৎদাগোন, ও নয়ম ও মকেকদা, তাহাদের গ্রামশুদ্ধ ষোল নগর ছিল। *ং এবং লিবন ও এথর ও আশন, ও বিস্তুহ ও অসন ও নিৎসীব , " " ও কিয়ীলা ও আকর্ষীব ও মারেশ, তাহীদের গ্রামশুদ্ধ নয় নগর ছিল। ** এবং ইক্রোণ ও তাহার নগর ও গ্রাম ; ** এবং ইক্রোণ অবধি সমুদ্র পর্যন্ত অমৃদোদের নিকটস্থ সমস্ত স্থান ও গ্রাম ; ** অর্থাৎ অমূদোদূ ও তাহার নগর ও গ্রাম, এবং অসা ও মিসরনদী পর্যন্ত তাহার নগর ও গ্রাম ; এবং মহাসমুদ্র তাহার সীমা ছিল। . - *৮ পৰ্ব্বতে শামীর ও যন্ধীর ও সোথে, ও দন্না ও কিরিয়ৎ-সন্না অর্থাৎ দিবীর, ** ও আনব ও ইষ্টিমোয় ও আনীম্, ** ও গোশন ও হোলোন ও গীলে, তাহাদের গ্রামশুদ্ধ এগার নগর ছিল । * এবং আরব ও দূম ও ইশিয়ন ** ও যানুম ও বৈত্তপূহ ও অফেক, ** ও হুমট ও কিরিয়থব অর্থাৎ হিরোণ ও সীয়োর, তাহাদের গ্রামশুদ্ধ নয় নগর ছিল। ** এবং মায়োন্‌ ও কর্মিল ও সীফ ও যুট, ** ও যিষিয়েল ও যদিয়াম ও সানোহ, ** ও কয়িন ও গিবিয়া ও তিমনাথ, তাহাদের গ্রামশুদ্ধ দশ নগর ছিল। ** এবং হলহুল ও বৈৎসুর ও গিদোর, “- ও মারৎ ও বৈথনোং ও ইলতিকোন, তাহাদের গ্রামশুদ্ধ ছয় নগর ছিল । ** এবং কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম ও রব্বা, তfহাদের গ্রামশুদ্ধ দুই নগর ছিল।
    • প্রান্তরে বৈথরাব ও মিদ্দীন ও সিকাথা, -২ ও নিবশন ও লবণ নগর ও ঐনগিদী, তাহাদের গ্রামশুদ্ধ ছয় নগর ছিল । ** কিন্তু যিহুদা বংশ ষিরশালম নিবাসি যিবুৰীয়দিগকে দূর করিতে পারিল না; তাহাতে যিবৃন্ধীয়ের অদ্যাবধি বিহুদী বংশের সহিত বিরুশালমে বাস করিতেছে । -

১৬ অধ্যায় । ১ যুষফ বংশের সীমা নির্ণয়, ৫ বিশেষতঃ ইকুয়িম বংশের সীমা নির্ণয়। • অপর যুষফ বংশের অংশ ষিরীহোর নিকটস্থ যদ্দন অর্থাৎ পূৰ্ব্বদিকস্থিত ঘিরীহোর জল অবধি যিরীহোহইতে বৈথেল পৰ্ব্বতে উৰ্দ্ধগামি প্রান্তয়ে আরম্ভ করিয়া ২ বৈথেলহইতে লুসে গমন করিল, ও অর্কীয় সীমাস্থ আটারোতে গমন করিল। ৩ এবং পশ্চিমদিগে যফলেটীয় সীমার প্রতি নীচস্থ বৈথোরোণের সীমা ও গেষর পর্যন্ত গমন করিল, ও তাঁহার অন্তভাগ সমুদ্রে ছিল। • এই রূপে যুষফের বংশ মিনশি ও ইফুয়িম, আপন ২ অধিকার গুহণ করিল। 227