পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮,১৯ অধ্যায় ।] ১০ ও দেশ বিভাগ করণ, ১১ ও বিন্যfমীনের অধিক্যর নির্ণয় ও নগরের নাম।

  • পরে লৈ বংশের তাবৎ মণ্ডলী শীলোতে সমাগত হইয়া সেই স্থানে মণ্ডলীর আবাস স্থাপন করিল ; দেশ তাহাদের সম্মুখে পরাজিত ছিল।

২ ঐ সময়ে ইস্রায়েল বংশের মধ্যে অধিকার অপ্রাপ্ত সাত বংশ অবশিষ্ট ছিল। * তাহাতে যিহোশূয় ইস্রায়েল বংশকে কহিল, তোমাদের পৈতৃক প্রস্তু পরমেশ্বর তোমাদিগকে যে দেশ দিলেন, সেই দেশে যাইয় তাহা অধিকার : করিতে তোমরা আর কত কাল শৈথিল্য করিব ? * তোমরা আপনাদের এক ২ বংশের মধ্যহইতে তিন ২ জনকে দেও ; আমি তাহাদিগকে প্রেরণ করিব, তাহারা যাইয়া দেশের সর্বত্র ভূমণ করিয়া আপনাদের অধিকারানুসারে তাহ নিৰ্ণয় করিয়া আমার নিকটে ফিরিয়া আসিবে। " এবং তাহারা তাহ! সাত অRশ করিবে ; দক্ষিণদিগে আপন সীমাতে ষিহুদ থাকিবে, এবং উত্তরদিগে আপন সীমাতে যুষফের ল৭শ থাকিবে। - এই রূপে তোমরা দেশকে সাত অRশ করিয়া নকস লিখিয়া আমার কাছে আনিবা ; আমি এই স্থানে আমাদের প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তোমাদের নিমিত্তে গুলিবাট করিব। কিন্তু তোমাদের মধ্যে লেবীয়দের কোন অংশ নাই, কেননা পরমেশ্বরের যাজকঅবপদ তাহাদের অধিকার ; আর গাদৃ বংশ ও রুবেন বখশ ও মিনশির অন্ধ বংশ পূৰ্ব্বদিগে যদ্দনের ওপারে পরমেশ্বরের সেবক মূসার দত্ত আপনাদের অধিকার পাইয়াছে। ৮ পরে সেই লোকেরা উঠিয়া যাত্রা করিল ; যিহোশূয় সেই দেশনির্ণয়কারিদিগকে এই আড়া দিল, তোমরা যাইয়া দেশের সর্বত্র ভূমণ করিয়া দেশ নির্ণয় করিলে পর আমার নিকটে ফিরিয়া আইস ; তাহাতে আমি এই শীলোতে পরমেশ্বরের সাক্ষাতে তোমাদের জন্যে গুলিবাট করিব। ১ পরে ঐ লোকেরা যাইয়া দেশের সর্বত্র जृशं করিল, এবং নগরানুসারে সাত অংশ করিয়া পত্রেতে তাহার নির্ণয় লিখিল ; পরে শীলোস্থিত শিবিরে যিহোশূয়ের নিকটে ফিরিয়া আইল ।

    • পরে যিহোশূয় শীলোতে পরমেশ্বরের সাক্ষাতে তাঁহাদের জন্যে গুলিবাট করিল ; এই রূপে যিহোশূয় সেই স্থানে ইস্রায়েলের বংশদের অRশানুসারে দেশ বিভাগ করিয়া তাহাদিগকে দিল । ,

• বিন্যামীন বংশের আপন ২ গোষ্ঠ্যনুসারে অংশ উঠিল, তাহাদের অধিকারের সীমা যিহুদী বংশের ও যুষফ বংশের মধ্যে হইল। ** তাহাদের উত্তর সীমা যন্ধন অবধি ঘিরীহোর যিহোশয়। २२ * উত্তরপাশ্ব দিয়া গেল, পরে পর্বতের মধ্য দিয়া পশ্চিম দিগে বৈথাবন প্রান্তর পর্যন্ত গেল । * তথাহইতে ঐ সীমা বৈথেলের দক্ষিণস্থ লুসের পাশ্ব পর্যন্ত গেল, এবং নীচস্থ বৈথোরোণের দক্ষিণে স্থিত পৰ্ব্বত দিয়া আটারোৎ-আদরের প্রতি নামিয়া গেল। * তথাহষ্টতে ঐ সীমা আকৃষ্টা হইয়া পশ্চিমদিগভিমূখ হইয়া বৈথোরোণের দক্ষিণে স্থিত পৰ্ব্বত অবধি দক্ষিণদিগে গিয়া কিরিণ য়ৎবাল অর্থাৎ কিয়িং-যিয়ারীম নামে যিহুদা ব^শের নগর পর্যন্ত গেল ; ইহা পশ্চিম সীমা । * এবং দক্ষিণ সীমা কিরিয়ৎ-যিয়ারীমের প্রান্তাবধি গেল, এবং সে সীমা পশ্চিম দিগে নির্গত। হইয়া নিপ্তোহের উনুই পয্যন্ত গমন করিল। ** এবং ঐ সীমা রিফায়াম তলভূমির উত্তরদিকস্থিত ও বিন-হিন্নোম উপত্যকার সম্মুখস্থ পৰ্ব্বতের প্রান্ত পর্যন্ত নামিয়া গেল, এবং হিন্নোম উপত্যক দিয়া যিবৃষের দক্ষিণ পাশ্বে নামিয়া আসিয়া ঐন-রোগেলে গেল। ** অপর উত্তরদিগে আকৃষ্ট হইয়া ঐন্শেমশে গমন করিল, এবং অদুৰ্ম্মীমে উৰ্ব্বগামি পথসন্মুখস্থ গিলীলোতের প্রতি নির্গত হইয়া রুবেন বংশীয় বোহনের প্রস্তুর পর্যন্ত নামিয়া গেল। ** এব^ উত্তরa দিগে অরাবার সম্মুখস্থ পাশ্বে গিয়া আরাবাতে নামিল। ** এবং ঐ সীম বৈথগ্রার উত্তর পার্শ্ব পর্যন্ত গেল ; যদ্দনের দক্ষিণ দিকস্থ লবণ সমুদ্রের উত্তর খাড়ী সেই সীমার প্রান্ত ছিল, ইহ দক্ষিণ সীমা। ২° এবং পূৰ্ব্বদিগে যদ্দন নদী তাহার সীমা ছিল ; আপন ২ গোষ্ঠ্যনুসারে বিন্যামীন বংশের চতুৰ্দ্দিকস্থিত এই অধিকার ছিল । * আপন ২ গোষ্ঠ্যনুসারে বিন্যামীন ব4শের নগর ষিরীহো ও বৈথগ্রা ও কিৎসীসের তলভূমি, ও বৈথরাব ও সিমারয়িম ও বৈথেল, ২৩ ও অীম ও পারা ও অফু, খ" ও কফরম্মোনী ও আফনি ও গেবা ; গ্রামশুদ্ধ এই দ্বাদশ নগর ছিল। ২৭ এবং গিৰিয়োন ও রামৎ ও বেরোৎ, ** ও মিস্পী ও কিফীরা ও মোৎসা, ২১ ও রেকম ও যিপেল ও তরল', ২৮ ও সেল ও এলফ ও যিৰূষ অর্থাৎ যিরশালম, এবং গিবিয়া ও কিরিয়ং ; গ্রামশুদ্ধ এই চৌদ্দ নগর আপন ২ গোষ্ঠ্যনুসারে বিন্যামীন বংশের অধিকার হইল। #. ১৯ অধ্যায়। ১ শিমিয়োন বংশের অংশ, ১০ ও সিবুলুন বংশের অ৭শ, ১৭ ও ইষার্থর বংশের অংশ, ২৪ ও অrশের বংশের অংশ, ৩২ ও নগুলি বংশের অRশ, g • ও দাৰু বংশের অংশ, ৪৯ ও যিহোশূয়ের অsশ ।

  • পরে দ্বিতীয় অংশ শিমিয়োনের অর্থাৎ আ

229