পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩২ মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে গুলিবঁটি করিয়া প্রান্তরের সহিত এই সকল নগর লেবি ব^শকে দিল । • আর তাহারা যিহুদী বংশের ও শিমিয়োন বংশের অধিকার হইতে এই ২ নামবিশিষ্ট নগর দিল । ** সে সকল লেবি বংশীয় কিহাতীয় গোষ্ঠীদের মধ্যবর্বি হারোণের সন্তানদের হইল ; কেননা তাহাদের নামে প্রথম গুলিবাট উঠিল । * তাহারা তানাকের পিতা অৰ্ব্বের নগর, অর্থাৎ যিহুদী পৰ্ব্বতস্থ হিবোণ নগর ও তাহার চতুৰ্দ্দিকস্থ প্রান্তর তাহাদিগকে দিল। ** কিন্তু তাহারা ঐ নগরের ক্ষেত্র ও তাহার গ্রাম সকল অধিকার করিতে যিফুল্লির পুত্ৰ কালেবকে দিল ।

    • আর তাহার হারোণ যাজকের বংশকে প্রান্তরের সহিত নরহত্যাকারির আশ্রয়নগর হিব্ৰোণ দিল, এবং প্রান্তরের সহিত লিবন, " ও প্রান্তরের সহিত যন্ত্রীর, ও প্রান্তরের সহিত ইষ্টিমোয়, * ও প্রান্তরের সহিত হোলোন, ও প্রান্তরের সহিত দিবীর, * ° ও প্রান্তরের সহিত ঐন, ও প্রান্তরের সহিত যুটা, ও প্রান্তরের সহিত বৈৎশেমশ, ঐ দুই বংশের অধিকারহইতে এই নব নগর দিল এবং বিনামীন বংশের অধিকারহইতে প্রান্তরের সহিত গিৰিয়োন, ও প্রান্তরের সহিত গেব, ** ও প্রান্তরের সহিত অনাথোৎ, ও প্রান্তরের সহিত অলমোন, এই চারি নগর দিল। ** প্রান্তরযুক্ত ত্রয়োদশ নগর হারোণ ব^শীয় যাজকদের অধিকার হইল ।
    • আর কিহাৎ বংশ অর্থাৎ লেবীয় কিহাৎ বংশের অবশিষ্ট গোষ্ঠী ইফুয়িম বংশের অধিকারহইতে আপনাদের অধিকারনগর পাইল। ং • তাহাতে প্রান্তরের সহিত ইফুয়িমু পৰ্ব্বতস্থ বধকারির আশ্রয়নগর শিখিম, ও পান্তরের সহিত গেষর ; ২২ ও প্রান্তরের সহিত কিবসয়িম, ও প্রান্তরের সহিত বৈথোরোণ; এই চারি নগর তাহার। তাহাদিগকে দিল। ২° এবং দান ব^শের অধিকার হইতে প্রান্তরের সহিত ইলতিকী, ও প্রান্তরের সহিত গিৰ্ব্বিথোন, ২° ও প্রান্তরের সহিত আয়ালোন ও প্রান্তরের সহিত গাংরিম্মোন, এই চারি নগর দিল। ** এব^ মিনশির অন্ধৰ্বংশের অধিকারহইতে প্রান্তরের সহিত তানক, ও প্রান্তরের সহিত গাৎরিন্মোন, এই দুই নগর দিল। - কিহাৎ বKশের অবশিষ্ট গোষ্ঠীদের নিমিত্তে প্রান্তরের সহিত এই দশ নগর দিল ।
  • পরে তাহারা লেবিবংশীয় গেশোনের সন্তানগণকে মিনশির অন্ধ বংশের অধিকারছুইতে প্রান্তরের সহিত বধকারির আশ্রয়নগর

• 232 যিহোশূয়। [২১ অধ্যায় । বাশনস্থ গোলন, এবং প্রান্তরের সহিত বীষ্টির, এই দুই নগর দিল। ২৮ এবং ইষাখর বKশের অধিকার হইতে প্রান্তরের সহিত কিশিয়েনি, ও প্রান্তরের সহিত দাবিরৎ; ২১ ও প্রান্তরের সহিত যমূৎ ও প্রান্তরের সহিত ঐনগন্নীন ; এই চারি নগর দিল। ** এবং আশের বKশের অধিকার হইতে প্রান্তরের সহিত মিশিয়ল ও প্রান্তরের সহিত অব্দোন, ** ও প্রান্তরের সহিত হিলুকং ও প্রান্তরের সহিত রিহেবি ; এই চারি নগর দিল। ৩২ এবং নপ্তালি বংশের অধিকার হইতে প্রান্তরের সহিত বধকারির তাশ্রয়নগর গালীলস্থ কেদশ, ও প্রান্তরের সহিত হমোংদোর, ও প্রান্তরের সহিত কর্তন , এই তিন নগর দিল । * আপন ২ গোষ্ঠ্যনুসারে গেশোন বংশ প্রান্তরের সহিত এই ত্রয়োদশ নগর পাইল ।

  • পরে তাহারা মিরারি গোষ্ঠীদিগকে অর্থাৎ অবশিষ্ট লেবিবংশকে সিৰূলুন বংশের অধিকার হইতে প্রান্তরের সহিত যগ্নিয়াম, ও প্রান্তরের সহিত কাতা, ** ও প্রান্তরের সহিত fদমন, ও প্রান্তরের সহিত নহলোল, এই চারি নগর দিল । ** এব^ রুবেন বKশের অধিকার হইতে প্রান্তরের সহিত বেৎসর, ও প্রান্তরের সহিত যহস, ** ও প্রান্তরের সহিত কিদেমোৎ, ও প্রান্তরের সহিত মেফাং, এই চারি নগর দিল। ৩৮ এবং গাদ বংশের অধিকার হইতে প্রান্তরের সহিত বধকারির আশ্রয়নগর গিলিয়দস্থ রামোৎ, ও প্রান্তরের সহিত মহনfয়ম, শ ও প্রান্তরের সহিত হিষ্ণুবোন, ও প্রান্তরের সহিত যাসের ; এই চারি নগর দিল । * ° এই রূপে লেবি ব^শের অবশিষ্ট মিরারি বখশ তাপন ২ গোষ্ঠ্যনুসারে গুলিবাটদ্বারা সৰ্ব্বশ্বন্ধ দ্বাদশ নগর পাইল। " - ইস্রায়েল বKশের অধিকারের মধ্যে সৰ্ব্বশুদ্ধ লেবি বংশের প্রান্তরের সহিত আটচল্লিশ নগর হইল । ** সেই সকল নগরের প্রত্যেক নগরের চতদিগে প্রান্তর ছিল । బీh్య “ পরমেশ্বর ইস্রায়েল বংশের পূৰ্ব্বপুরুষদের কাছে যে ২ দেশ বিষয়ে দিব্য করিয়াছিলেন, সেই সমস্ত দেশ তিনি তাহাদিগকে দিলেন, এব^ তাহার অধিকার করিয়া সেই সমস্তু দেশে বাস করিল। "° পরমেশ্বর তাহাদের পূৰ্ব্বপুরুষদের কাছে আপন দিব্যানুসারে চতুদিগে তাহাদিগকে বিশ্রাম দিলেন ; তাহাদের শজুগণের মধ্যে কেহ তাহদের সম্মুখে দাড়াইতে পারিল না ; পরমেশ্বর তাহদের সমস্ত শত্ৰুগণকে তাহাদের হস্তগত করিলেন। ** পরমেশ্বর ইস্লায়েল বংশের প্রতি যে ২ মঙ্গল বাক্য