পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১,১২ অধ্যায়।] ইহারা নোহের পুত্রদের বংশ ছিল ; এবং ভালপলাবনের পরে ইছাদের হইতে উৎপন্থ নানা জাতি তাবৎ পৃথিবীতে বিভক্ত হইল। ১১ অধ্যায়। ১ বাবিল নির্মাণু সময়ে লোকদের ভাষা ভেদ করণ, ১ s ও শামের বংশাবলি, ২৭ ও তেরহের বNশাবলি, ৩e ও তেরহ ও ইব্রাম ও লোটের হারণে গমন ও সেখানে তেরহের মৃতু্য । • পূৰ্ব্বে সমস্ত পৃথিবীতে এক ভাষা ও এক রূপ উচ্চারণ ছিল। ২ পরে লোকেরা পূৰ্ব্বদিগে ভূমণ করিতে ২ শিনিয়র দেশের এক প্রান্তর পাইয়া সে স্থানে বসতি করিয়া ও পরসপর এই রূপ পরামর্শ করিল, আইস আমরা ইষ্টক নির্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি ; তাহাতে ইষ্টক তাহাদের প্রস্তরস্বরূপ ও শিলাজতু চুণস্বরূপ হইল । * পরে তাহারা কছিল, আইস আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগণসপশি এক উচ্চগৃহ নিমৰ্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি ; তাহাতে তাবৎ পৃথিবীতে ছিন্নভিন্ন হইব না। * পরে মনুষ্যসন্তানেরা যে নগর ও উচ্চগৃহ নিমৰ্মাণ করিতেছিল, তাহ দেখিতে পরমেশ্বর নামিয়া আইলেন । * ফলতঃ পরমেশ্বর কহিলেন, দেখ, ইহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী ; এখন এই কর্মে প্রবৃত্ত হইল ; ইহার পরে ষে কিছু করিতে সঙ্কপ করিবে, তাহাহইতে নিবারিত হইবে না । * অতএব আইস, আমরা নীচে গিয়া তাহারা যেন এক জন অন্যের ভাষা বুঝিতে না পারে, এই জন্যে তাহাদের ভাষার ভেদ জন্মাই। ৮ এই রূপে পরমেশ্বর তথাহইতে তাবৎ পৃথিবীর দিগদিগন্তরে তাহাদিগকে ছিন্নভিন্ন করিলে তাহারা নগর পত্তনহইতে নিবৃত্ত হইল। * এই কারণ সেই নগরের নাম বাবিল ( ভেদ ) থাকিল ; কেননা সেই স্থানে পরমেশ্বর তাবৎ পৃথিবীর ভাষার ভেদ জন্মাইয়াছিলেন, এবং তথাহইতে তাহাদিগকে তাবৎ পৃথিবীতে ছিন্নভিন্ন করিয়াছিলেন।

    • শামের বংশাবলি। শাম এক শত বৎসর বয়সে অর্থাৎ জলপলাবনের দুই বৎসর পরে অফ কষদের জন্ম দিল। ** অফকষদের জন্মের পর শাম পাচ শত বৎসর জীবৎ থাকিয়া আরো সন্তান সন্ততির জন্ম দিল। ** এবং আফকষদৃ পয়ত্রিশ বৎসর বয়সে শেলহের জন্ম দিল । ** শেলহের জন্মের পর অফ কষদৃ চারি শত তিন বৎসর জীবৎ থাকিয়া আরো সন্তান সন্ততির জন্ম দিল । ** এবং শেলহ ত্রিশ বৎসর বয়সে এবরের জন্ম দিল । ** এবরের জন্মের পর শেলহ চারি শত তিন বৎসর জীবৎ থাকিয় আরো

C আদিপুস্তক l H ఏ সন্তান সন্ততির জন্ম দিল। ** এবণ এবর চেীত্রিশ বৎসর বয়সে পেলগের জন্ম দিল । ** পেলগের জন্মের পর এবর চারি শত ত্রিশ বৎসর জীবৎ থাকিয়া আরো সন্তান সন্ততির জন্ম দিল। * এবং পেলগ ত্রিশ বৎসর বয়সে রিয়ুর জন্ম দিল। ** রিয়ুর জন্মের পর পেলগ দুই শত নয় বৎসর জীবৎ থাকিয়া আরো সন্তান সন্ততির জন্ম দিল। ** এবং রিয়ু বত্রিশ বৎসর বয়সে সিরগের জন্ম দিল। ২* সিরুগের জন্মের পর রিয়ু দুই শত সপ্ত বৎসর জীবৎ থাকিয়া আরো সন্তান সন্ততির জন্ম দিল। ২২ এবং সিরগে ত্রিশ বৎসর বয়সে নাহোরের জন্ম দিল । ** নাহোরের জন্মের পর সিরুগ্ন দুই শত বৎসর জীবৎ থাকিয় আরো সন্তান সন্ততির জন্ম দিল । * ° এবং নাহোর উনত্রিশ বৎসর বয়সে তেরহের জন্ম, দিল । ** তেরহের জন্মের পর নাহোর এক শত উনিশ বৎসর জীবৎ থাকিয়া আরো সন্তান সন্ততির জন্ম দিল। ২° এবং তেরহ সন্তরি বৎসর বয়সে ইব্রামের ও নাহোরের ও হারণের জন্ম দিল ।

    • তেরহের বংশাবলি। তেরহ ইব্রামের ও নাহোরের ও হারণের জন্ম দিল। এবং সেই হারণ লোটের জন্ম দিল ; ২৮ কিন্তু হরিণ আপন পিতা তেরহের আগে আপন জন্মস্থান কসদীয়দের উর নামক নগরে প্রাণত্যাগ করিল। ** ইরাম ও নাহোর ইহারাও বিবাহ করিল ; ইব্রামের স্ত্রীর নাম সারী, ও নাহোরের স্ত্রীর নাম মিলক । ঐ নাহোরের স্ত্ৰী মিলুক হারণের কন্যা ছিল ; সেই হারণ মিলকার ও যিষকার পিতা ।
    • ঐ সারী বন্ধ্যা ছিল, তাহার সন্তান হইল না । * অনন্তর তেরহ ইব্রাম পুত্রকে ও হারণের পুত্র লোট নামক পৌত্রকে এবং ইব্রামের ভার্য সারী নামনী পুত্রবধূকে সঙ্গে লইয়া কিনান দেশে যাইবার নিমিত্তে কমৃদ্ৰীয়দের উর নামক নগরহইতে প্রস্থান করিল ; কিন্তু হরিণ নগর পর্যন্ত গিয়া তথায় বসতি করিল। ** পরে তেরহের দুই শত পাচ বৎসর বয়স হইলে ঐ হরিনু নগরে তাহার মৃত্যু হইল ।

১২ অধ্যায়।

  • हैंठां८यन्न &धंठि में श्वtद्र द्र श्रां*ीर्दिांप्र, 8 ७ छ्द्र4হইতে ইব্রামের গমন, ও ও কিমানুদেশে তাছার ভ্রমণ, ১ • ও দুর্ভিক্ষ প্রযুক্ত তাহার মিসরে গমন, ১ ৪ ও ইব্রামের কীকে রাজার লইয়া যাওন ও

পুনৰ্ব্বার দেওন । • পরমেশ্বর ইব্রামকে কছিলেন, ভূমি আপন দেশ ও জ্ঞাতি ও কুটুম্ব ও পৈতৃক বাটী পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই, সেই দেশে চল। ই আমি তোমাহইতে এক মহাজাতি উৎপন্ন

9