পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচারকর্তৃবিবরণ। ১ অধ্যায়। ১ ঘিলুদ ও শিমিয়োনের কর্মের কথা, ১ ও কালেবের কন্যার কথা, ১৬ ও নানা নগর জয় করণের কথা, ২২ ও যুষঙ্গ বংশের বৈশ্বেল্ নগর হস্তগত করণ, ২৭ ও মিমশি বংশের কর্মের কথা, ২৯ ও ইফুয়িম বংশের কর্মের কথা, ৩০ ও সিবুলুন বংশের কর্মের কথা, ৩১ ও আশের বংশের কর্মের কথা, ৩৩ ও নপ্তালি বংশের কর্মের কথা, ও ৪ ও দান বংশের ফর্মের কথা ।

  • যিহোশূয়ের মৃত্যুর পরে ইস্রায়েল বংশ পরমেশ্বরকে এই কথা জিজ্ঞাসা করিল, কিনা

নীয়দের প্রতিকুলে যুদ্ধ করণার্থে প্রথমে আমাদের কে যাইবে । * তাহাতে পরমেশ্বর কহিলেন, যিহুদ যাইবে ; দেখ, আমি তাহার হন্তে ঐ দেশ সমপণ করি। ৩ পরে ঘিহুদা আপন ভাত শিমিয়োনকে কহিল, ভূমি আমার অংশে আমার সহিত আইস, আমরা কিনানীয়দের সহিত যুদ্ধ করি ; পরে আমিও তোমার অRশে তোমার সহিত যাইব ; তাহাতে শিমিয়োন তাহার সঙ্গে গেল। * পরে যিহুদ যাত্র করিলে পরমেশ্বর তাহার হস্তে কিনানীয় ও পিরিষীয়দিগকে সমপণ করিলেন । তাহাতে তাহার বেষকে তাহাদের দশ সহসু লোককে বধ করিল । * অর্থাৎ বেষকে আদোনীবেষককে পাইয় তাহার সহিত যুদ্ধ করিয়া কিনানীয় ও পিরিষীয় লোকদিগকে বধ করিল । * তখন অদোনীবেষক পলায়ন করিল ; কিন্তু তাহার। তাহার পশ্চাদ ধাবমান হইয় তাহাকে ধরিয়া তাহার হস্তপাদের বৃদ্ধাঙ্গুলি ছেদন করিল। * তাহাতে অদোনীবেষক কহিল, হস্তপাদের বৃদ্ধাজুলি ছিন্ন সত্ত্বরি রাজা আমার মেজের নীচে খাদ্য কুড়াইত ; আমি যেমন করিয়াছি, ঈশ্বর আমাকে তদনুরূপ প্রতিফল দিলেন ; পরে লোকেরা তাহাকে যিরশালমে আনিলে সে সেই স্থানে মরিল। ৮ পরে যিহুদী বংশ ষিরুশালমের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করিয়া খড়গদ্বারা সকলকে আঘাত করিল, এবং অগ্নিদ্বারা নগর দগ্ধ করিল।

  • পরে যিহুদী বংশ পৰ্ব্বত ও দক্ষিণ দেশ ও তলভূমি নিবাসি কিনানীয়দের সহিত যুদ্ধ

করিতে নামিল। ** এবং যিহুদী বংশ হিরোবাস কিনানীয়দের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়া শেশয়কে ও অহীমানকে ও তলময়কে বধ করিল ; পূৰ্ব্বে ঐ হিরোণের নাম কিরিয়থব ছিল। ** তথাহইতে তাহারা দিবীর নিবাসিদের প্রতিকুলে যাত্রা করিল ; পূৰ্ব্বে দিবীরের নাম কিরিয়ৎ-সেফর ছিল । ** এবং কালেব কহিয়াছিল, যে কেহ কিরিয়ৎ-সেফরকে আঘাত করিয়া হস্তগত করিবে, তাহার সহিত আমি অকষ নামে আপন কন্যার বিবাহ দিব। ** অনন্তর কালেবের কনিষ্ঠ ভুতি কিনসের পুত্র অৎনীয়েল তাহ হস্তগত কারলে সে তাহার সহিত অবষ নামে আপন কন্যার বিবাহ দিল । ** অপর ঐ কন্যা আগমনকালে আপন পিতার নিকটে এক ক্ষেত্র চাrহতে (স্বামির) সন্মতি লইয়। আপন গদভহইতে নামল ; তাহাতে কালেব, তাহাকে জিজ্ঞাসিল, তুমি কি চাহ ? * সে উত্রর করিল, আপনি আমাকে আশীৰ্ব্বাদ করুন ; কেননা দক্ষিণস্থ ভূমি আমাকে দিয়াছেন, এখন জলের ডনুই আমাকে দিউন ; তাহাতে কালেব উপরিস্থ ও অধঃস্থ উনুই তাহাকে দিল ।

    • পরে মূসার স্বশুর কেনের বংশ ষিহদা বংশের সহিত খৰ্জ্জুরপুরহইতে অরাদের দক্ষিণদিকস্থিত যিহুদী অরণ্যে গমন করল; এব° সেই স্থানে যাইয়। লোকদের মধ্যে বসতি করিল । * পরে যিহুদী বংশ আপন ভূতি শিমিয়োন বংশের সহিত গমন করিলে ভাইরা Iসফাৎবাস কিনানীয়দিগকে বধ করিয়া ঐ নগর বর্জিতরুপে বিনষ্ট করিয়া তাহার নাম হর্ম (বর্জিত) রাখিল। * অপর ঘিহুদ অস ও তাহার অঞ্চল, এবং অস্কিলোন ও তাহার অঞ্চল, এব^ ইক্রোন ও তাহার অঞ্চল হস্তগত করল। ** পরমেশ্বর যিহুদী বংশের সাহায্য করাতে তাহারা পৰ্ব্বতনিবাসিদিগকে দূর করিয়া দিল ; কিন্তু তলভূমি নিবাসিদিগকে দূর করিতে পারিল না, কেননা তাহীদের লৌহ রথ ছিল। ং* পরে তাহার। মূসার আজ্ঞানুসারে কালেরকে হিবুেণি দিল, এব^ সে তথাহইতে অনাকের তিন পুত্রকে দূর করিল। কিন্তু বিনামীন বংশ fষরুশালমনিবাস যিবর্ষীয়দিগকে দূর করিল না,

237