পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায়।] বংশের প্রতি শক্ত দৌরাত্ম্য করিল ; তাহাতে ইস্রায়েল বংশ পরমেশ্বরের উদ্দেশে কাকুতি করিল । -

  • ঐ সময়ে লগপীদোতের ভাৰ্য্যা দিবোরা নামে ভবিষ্যদ্বক্ৰী ইস্রায়েল বংশের বিচার করিত। * সে রামতের ও বৈথেলের মধ্যে ইফুয়িম পৰ্ব্বতে দিবোরার খঞ্জুর’ নামক বৃক্ষের তলে

স্বাস করিত, এবং ইস্রায়েল বংশ বিচারার্থে | তাহার নিকটে যাইত। * অপর সে লোক প্রেরণ করিয়া নপ্তালি বংশের কেদর্শনিবাসি আবীনোয়মের পুত্র বারককে ডাকাইয়া কহিল, তুমি নপ্তালি বংশের ও সিবুলুন বংশের দশ সহসু লোক আপনার সঙ্গে লইয়া তাবোর পর্বতে যাও আমি যাবীনের সেনাপতি সীষিরাকে ও তাহার রথকে ও লোকদিগকে কীশোন নদীতীরে তোমার নিকটে আকর্ষণ করিয়া তোমার হন্তে সমপর্ণ করিব, এই কথা কি ইসায়েলের প্রভু পরমেশ্বর আজ্ঞা করেন নাই ? ৮ তাহাতে বারক তাহাকে কহিল, তুমি যদি আমার সঙ্গে ঘাও, তবে আমি যাইব ; কিন্তু তুমি আমার সঙ্গে না গেলে আমি যাইব না। - সে কহিল, আমি অবশ্য তোমার সঙ্গে যাইব, কিন্তু এই যুদ্ধযাত্রাতে তোমার যশ হইবে না ; কেননা পরমেশ্বর সীষিরাকে এক স্ত্রীর হস্তে বিক্রয় করিবেন। পরে দিবোরা উঠিয়া বারকের সহিত কেদশে গমন করিল।

  • পরে বারক কেদশে সিবুলুন বংশকে ও নপ্তালি বংশকে ডাকাইয়া দশ সহস্র পদাতি সৈন্য সঙ্গে লইয়া যাত্রা করিল, এবং দিবোরাও তাহার সহিত গেল। ** ঐ সময়ে কেনীয় হেবর মূসার শ্বশুর হোববের বংশোদ্ভব অন্য কেনীয়দের হইতে পৃথক হইয়া কেদশের নিকটবর্বি সানন্ত্রীম উদ্যানে তাম্বু স্থাপন করিয়াছিল। ** পরে অবনোয়মের পুত্র বারক তাবোর

পৰ্ব্বতে উঠিয়া আশ্রয় লইয়াছে, এই সংবাদ | ইসু পাইয়া সীষিরা আপন সমস্ত রথ অর্থাৎ নব শত লৌহরথ এবা আপন সঙ্গি লোক সকলকে ভাকিয়া হরোশৎ-গোয়ীমহইতে কীশোন নদীতে গমন করিল । * তখন দিবোর বারককে কহিল, উঠ, অদ্যই পরমেশ্বর তোমার হন্তে সীষিরাকে সমপর্ণ করিবেন ; পরমেশ্বর কি তোমার অগ্রগামী নহেন ? তাহাতে বারক অনুগামি দশ সহস্ৰ সৈন্যের সহিত তাবোর পর্বতহইতে নামিল। . ** পরে পরমেশ্বর বারকের সম্মুখে সীষিরাকে ও তাহার সমস্ত রথকে ও সৈন্যগণকে খড়গদ্বারা ছিন্নভিন্ন করিলেন ; তাহাতে সীষিরা রথহইতে নামিয়া পদব্রজে পলায়ন করিল। . ** এর বারক হরোশং-গোয়াম, 2 I বিচারকত্বিবরণ। २ 8x পর্যন্ত তাহার সমস্ত রথের ও সৈন্যগণের পশ্চাৎ ধাবমান হইলে সীষিরার সমস্ত সৈন্য খড়গধারে পতিত হইল ; এক জনও অবশিষ্ট থাকিল না। ** কিন্তু সীষির পদব্রজে পলাইয়া কেনীয় হেবরের ভাৰ্য্যা যায়েলের তাম্বুর দিগে গেল ; কেননা হাৎসোরের যাত্ৰীন রাজার ও কেনীয় হেবরের ব^শের তখন ঐক্য ছিল।

  • ৮ তাহাতে যায়েল সীfষরার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইয়া তাহাকে কহিল, হে আমার প্রভো, অন্তরে আইসুন, আমার নিকটে আইসুন, ভীত হইবেন না ; তাহাতে সে তাহার প্রতি ফিরিয়৷ তাম্বুর মধ্যে গেলে ঐ স্ত্রী এক কম্বল দিয়া তাহাকে আচ্ছাদন করিল। * তখন সীষিরা তাহাকে কহিল, আমি বিনয় করি, পান করিতে আমাকে কিছু জল দেও ; আমি পিপাসিত হইয়াছি। তাহাতে সে দুগ্ধের কুপ খুলিয়। পান করিতে দিয়া তাহাকৈ আচ্ছাদন করিয়া রাখিল। ২° পরে সীষিরা তাহাকে কহিল, তুমি তাম্বুদ্ধারে দাড়াইয়া থাক ; যদি কেহ আসিয়া, এ স্থানে কোন পুরুষ আছে কি ন? ইহা জিজ্ঞাসা করে, তবে তুমি কহিবা, কেহ নাই। ২ * অনন্তর হেবরের ভাষা যায়েল তাঙ্গুর এক গোজ লইয়। মুদগর হস্তে করিয়া ধীরে ২ তাহার নিকটে যাইয়। তাহার কর্ণমূলে গোজ বিদ্ধ করিয়া মৃত্তিকাতে প্রবেশ করাইল ; কারণ সে শ্রান্ত ও ছিল ; এই রূপে সে মরিল। * তখন বারক সীষিরার পশ্চাদৃ ধাবমান হইতেছিল ; অতএব যায়েল তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহিরে আসিয়া কহিল, আইস, তুমি যাহার অন্বেষণ করিতেছ, সেই মানুষকে আমি তোমাকে দেখাই ; তাহাতে সে তাহার তালুতে প্রবেশ করিয়া দেথিল, সীষির মৃত পড়িয়া আছে, ও তাহার কৰ্ণমূলে গোজ বিন্ধ হইয়াছে। ২° এই রূপে পরমেশ্বর ঐ দিবসে কিনানের যাত্ৰীন রাজাকে ায়েল ব^শের সাক্ষাতে , নত করিলেন। ২° পরে কিনানীয় যাবীন রাজার সAহার না হওন পর্যন্ত ইসায়েল বংশ সেই কিনানীয় যাবীন রাজার বিরুদ্ধে উত্তর ২ প্রবল হইতে লাগিল।

৫ অধ্যায় । দিবোরা ও বীরকের গীত। . • সেই দিবসে দিবেরি ও অবনোয়মের পুত্র বারক এই গান করিল। ই ইস্রায়েল ব"শের আক্রমিগণ আক্রান্ত হইল, ও প্রজাগণ আপনাদিগকে উৎসর্গ করিল, এই জন্যে পরমেশ্বরের প্রশ৭সা কর । * হে রাজগণ, মনোযোগ কর, ও হে অধ্যক্ষগণ, কৰ্ণ দেও ; আমি পরমেশ্বরের নিকটে গান করিব, ও ইস্রায়েলের প্রভু পরমে 241