পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ] s१ ७ यूएउन्न अङि श्रिनिदग्नांrनग्न निरदमन ७ নৈবেদ্য, বন ও বালের বেদি ভগ্ন করণ, ২৮ ও পুত্রের পক্ষে লোকদের সহিত যোয়ীশের বিরোধ করণ, ৩৩ ও গিদিয়েীনের মিকটে লোক একত্র হওন, ওও ও গিদ্বিয়োনের প্রাৰ্থিক্ত আশ্চৰ্য্য চিহের কথা ।

  • পরে ইস্রায়েল বংশ পরমেশ্বরের সাক্ষাতে কদাচরণ করিলে পরমেশ্বর তাহাদিগকে সাত বৎসর পর্যন্ত মিদিয়ন লোকদের হন্তে সমপর্ণ করিলেন। * তাহাতে ইসায়েল বংশের প্রতিকুলে মিদিয়ন লোকের প্রবল হইলে ইসায়েল বংশ তাহাদের ভয়ে পৰ্ব্বতস্থ সোতোমার্গে ও গুহাতে ও দুর্গম স্থানে বসতি করিল। * আর ইসুয়েল বংশ বীজ বপন করিলে পর মিষ্ট্ৰীয়নীয়ের ও আমালেকীয়েয়া ও য়েরা তাহাদের প্রতিকুলে আগমন করিয়া • তাহাঙ্গের সন্মুখে শিবির স্থাপন করিয়া অসা নগরের প্রবেশ স্থান পর্যন্ত ভূযুৎপন্ন শস্যাদি বিনষ্ট করিত, এবং ইস্রায়েল ব^শের জন্যে খাদ্য দ্রব্য কিম্বা মেষ গোরু গৰ্দভাদি কিছুই রাখিত না। * তাহারা আপন ২ পশু ও তাম্বু সঙ্গে লইয়। পঙ্গপালের ন্যায় বহুসAখ্যক হইয়া আসিত ; তাহারা ও তাহাদের উষ্ট্র অগণ্য ছিল ; আর তাহারা দেশ উচ্ছিন্ন করুণার্থে দেশে প্রবেশ করিত। “ এই রূপে ইস্রায়েল বংশ মিদিয়নীয়দের দ্বারা অতি ক্ষীণ হইল, এব^ ব৭শ পরমেশ্বরের উদ্দেশে কাতরোক্তি করিল।

• এই রূপে ইস্রায়েল বংশ মিদিয়নীয়দের ভয়েতে পরমেশ্বেরের কাছে কাতরোক্তি করিলে * পরমেশ্বর ইস্রায়েল বংশের প্রতি এক জন ভবিষ্যদ্বক্তাকে প্রেরণ করিলেন। সে কহিল, ইস্রায়েলের প্রভু পরমেশ্বর এই কথা কহেন, আমি তোমাদিগকে মিসর হইতে আনিয়াছি, ও দাসতবাগারহইতে বাহির করিয়া আনিয়াছি, * এবং মিস্ট্রীয় প্রভৃতি তোমাদের তাবৎ উপদ্রুবকারিহইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছি, এবং তোমাদের সন্মুখহইতে তাহাদিগকে দূর করিয়া তাহাদের দেশ তোমাদিগকে দিয়াছি। ** এব^ আমি তোমাদিগকে কহিয়াছিলাম, আমি তোমাদের প্রভু পরমেশ্বর ; তোমরা যে ইমোরীয়দের দেশে বাস করিতেছ, তাহাদের দেবগণকে ভয় করিও না। কিন্তু তোমরা আমার কথা শুন নাই ।

    • পরে পরমেশ্বরের দূত আসিয়া অৰীয়েস্ত্রীয় যোয়াশের অধিকারস্থিত অষ্ণুতে এক এলা বৃক্ষতলে বসিলেন তৎকালে তাহার পুত্র গিদিয়োন মিদিয়নীয়দের হইতে রক্ষা করশার্থে দ্রাক্ষাপেষণকুণ্ডে গোম মাড়িতেছিল। * তাহাতে

2 1 2 বিচারকর্তৃবিবরণ। २ 8७ পরমেশ্বরের দূত তাহাকে দশম দিয়া কছিলেন, হে মহাবীর, পরমেশ্বর তোমার সহায় আছেন। গিদিয়োন উত্তর করিল, হায় ২, হে আমার প্রভো, যদি পরমেশ্বর আমাদের সহায় আছেন, তবে আমাদের প্রতি এ সমস্ত কেন ঘটিল এবং আমাদের পূর্বপুরুষের র্তাহার যে সমস্ত আশ্চর্য ক্রিয়ার কথা আমাদিগকে কহিয়াছিল, তাহা কোথায় ? তাহার কহিত, পরমেশ্বর কি আমাদিগকে মিসর হইতে আনয়ন করেন নাই ? কিন্তু সম্প্রতি পরমেশ্বর আমাদিগকে ত্যাগ করিয়া মিদিয়নীয়দের হস্তুে সমপর্ণ করিয়াছেন। * তাহাতে পরমেশ্বর তাহার প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, তুমি আপনার এই বলেতে গমন করিয়া মিদিয়নীয়দের হস্তুহইতে ইসুয়েল বংশকে উদ্ধার কর ; আমি কি তোমাকে প্রেরণ করিতেছি না ? ** তাহাতে সে র্তাহাকে বংশকে কিসেতে উদ্ধার করিব ? দেখুন, মিনশি বংশের মধ্যে আমার বংশ সৰ্ব্বাপেক্ষ ক্ষুদু, এব^ আমার পিতার বাটীতে আমি কনিষ্ঠ। ** তখন পরমেশ্বর তাহাকে কহিলেন, আমি তোমার সহায় হইব ; তাহাতে তুমি মিদিয়নীয়দিগকে এক জনের ন্যায় সAহার করিব ।

    • অপর সে কহিল, আমি যদি আপনকার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে আপনি যে আমার সঙ্গে কথা কহিতেছেন, তাহার কোন চিহ্ন আমাকে দিউন। ৮ বিনয় করি, আমি যাবৎ নৈবেদ্য লইয়া আপনকার সাক্ষাতে উৎসর্গ করিতে না আসি, তাবৎ আপনি স্থানান্তরে যাইবেন না ; তাহাতে তিনি কছিলেন, যাবৎ না আসিবা, তাবৎ আমি বিলম্ব করিব। ** তখন গিদিয়োন অন্তরে যাইয় এক ছাগবৎস ও এক ঐফা পরিমিত সুজির তাড়ীশূন্য পিষ্টক প্রস্তুত করিয়া ঐ মাংসাদিকে চুপড়িতে রাখিয় ঝোল বহুগুণাতে করিয়া বাহিরে এলা বৃক্ষের তলে আসিয়া তাহার কাছে উৎসগ করিল। ২• তাহাতে ঈশ্বরের দূত তাহাকে কহিলেন, এই মাংস ও তাড়ীশূন্য পিষ্টক লইয়া ঐ পাষাশ্বের উপরে রাখ, এবং ঝোল তাহাতে ঢালিয়া দেও ; তখন সে তদ্রুপ করিল । ** পরে পরমেশ্বরের আপন হস্তস্থিত দণ্ডের অগ্র বিস্তার করিয়া সেই মাংস ও তাড়ীশূন্য পিষ্টক সপশ করিলেন; তাহাতে ঐ পাষাণহইতে অগ্নি নিগর্ত হইয়া সেই মাংস ও পিষ্টক দগ্ধ করিল ; পরে পরমেশ্বরের তাহার দৃষ্টিগোচরহইতে প্রস্থান করিলেন। ২২ তখন তিনি যে পরমেশ্বরের দূত, ইহা দেখিয়া গিদিয়োন কহিল, হায় ২ হে প্রভো পরমেশ্বর, আমি সন্মুখাসম্মুখি

243